Rani Mukherjee: ১০ বছর পর প্রকাশ্যে রানি মুখোপাধ্যায়ের মেয়ে, কেমন দেখতে?

Rani Mukherjee: বং কন্যা রানি মুখোপাধ্যায় তাঁর অভিনয় কেরিয়ার গড়েছেন মুম্বইতে। ২০১৫ সালে মা হন রানি। কিন্তু মেয়ের বয়স ১০ বছর হলেও রানি ও আদিত্য চোপড়ার মেয়ে আদিরাকে এখনও কেউ দেখেনি। সোশ্যাল মিডিয়ায় মেয়ের কোনও ছবি এই দশ বছরে কখনও দেননি রানি বা আদিত্য কেউই।

Advertisement
১০ বছর পর প্রকাশ্যে রানি মুখোপাধ্যায়ের মেয়ে, কেমন দেখতে?প্রকাশ্যে এল রানির মেয়ে
হাইলাইটস
  • বং কন্যা রানি মুখোপাধ্যায় তাঁর অভিনয় কেরিয়ার গড়েছেন মুম্বইতে।

বং কন্যা রানি মুখোপাধ্যায় তাঁর অভিনয় কেরিয়ার গড়েছেন মুম্বইতে। ২০১৫ সালে মা হন রানি। কিন্তু মেয়ের বয়স ১০ বছর হলেও রানি ও আদিত্য চোপড়ার মেয়ে আদিরাকে এখনও কেউ দেখেনি। সোশ্যাল মিডিয়ায় মেয়ের কোনও ছবি এই দশ বছরে কখনও দেননি রানি বা আদিত্য কেউই। পাপারাৎজিদের নজর বাঁচিয়ে তারকা দম্পতি তাঁদের মেয়েকে এতদিন আড়ালে রেখে দিয়েছিলেন। রানির ভক্ত ও অনুরাগীরাও নায়িকার মেয়েকে দেখার জন্য উৎসাহী। এবার সেই অপেক্ষার অবসান। সামনে এল রানি ও আদিত্যর মেয়ের মুখ। 

সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে রানি মুখোপাধ্যায়ের মেয়ের ছবি। তবে এটা জানিয়ে রাখা ভাল নায়িকার মেয়ের এই ছবি তৈরি করা হয়েছে AI দিয়ে। তবে এই ছবি দেখেও ভক্তরা দারুণ খুশি। AI দিয়ে তৈরি করা এই ছবিতে আদিরার মুখের সঙ্গে রানির মুখের মিল দেওয়া হয়েছে। এই ছবিগুলিতে রানি ও আদিত্যর মেয়েকে খুবই মিষ্টি দেখতে লাগছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবি দেখেই ভক্তেরা খুশিতে পাগল হয়ে গিয়েছে। 

ছবি সংগৃহীত

প্রথম ঝলকে দেখে বুঝতে পারবেন না এগুলো আদিরার আসল ছবি নয়। আদিরাকে একেবারে রানির মতোই দেখতে লাগছে। চোখ থেকে শুরু করে মুখের আদল, গাল সবকিছুই একেবারে রানির মতোই। ভক্ত ও অনুরাগীরা এই ছবিগুলো দেখে দারুণ খুশি। AI যদি আদিরার এত মিষ্টি ছবি তৈরি করে, তাহলে ভাবুন বাস্তবে সে কতটা মিষ্টি দেখতে। 

ছবি সংগৃহীত

বাবা-মা খ্যাতনামী হলে তাঁদের খ্যাতির আলোয় উজ্জ্বল হয়ে ওঠে সন্তানেরা। ছোটবেলা থেকেই আর পাঁচটি শিশুর তুলনায় আলাদা খাতির পায় তারকাসন্তানরা। এই ব্যাপারটি একেবারেই অপছন্দ রানির। তিনি নাকি মেয়েকে ‘ছাপোষা’ জীবনের স্বাদ দিতে চান। শুধু তিনিই নন, আদিত্যও এ বিষয়ে একমত। এখনই প্রচারের আলোয় এনে মেয়েকে বিব্রত করতে চান না তাঁরা। রানি জানিয়েছেন, মেয়েকে সাধারণ ভাবে বড় করতে চান। ওর বাবা-মা যে বিশেষ কেউ— এ কথা জানিয়ে সচেতন করে দিতে চান না। একেবারে সাধারণ জীবন দিতে চান মেয়েকে। যদিও এক সাক্ষাৎকারে রানি বলেন, আমি সবিনয়ে অনুরোধ করি ছবি না তোলার জন্য। কিন্তু তাঁরা আমার চোখটা দেখে কিছু আন্দাজ করতে পারেন পাপারাৎজিরা আর তোলেন না। 

Advertisement

POST A COMMENT
Advertisement