টেলিভিশন জগতে তিনি পরিচিত 'বাহামণি' নামেই। ইষ্টি কুটুম সিরিয়াল তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। কিন্তু মাঝপথেই তাঁকে বাহার চরিত্র থেকে সরতে হয়। এরপর দীর্ঘ দশ বছর কেটে গিয়েছে। ছোটপর্দায় আর দেখা যায়নি রণিতা দাসকে। ধারাবাহিক থেকো অনেক বছরই দূরে ছিলেন পর্দার 'বাহা'। মাঝে ওয়েব সিরিজ-সিনেমা করলেও সিরিয়ালে তাঁকে দেখার জন্য উদগ্রীব হয়ে ছিলেন দর্শকেরা। এবার সব অপেক্ষার অবসান। ফের ছোটপর্দায় কামব্যাক করছেন রণিতা। প্রথমবার জুটি বাঁধবেন বিশ্বজিৎ ঘোষ ও ফাহিম মির্জার সঙ্গে।
১৮ বছর কাটিয়ে ফেললেন ইন্ডাস্ট্রিতে। রিয়ালিটি শো দিয়ে কেরিয়ার শুরু। তারপর ধারাবাহিক, সিনেমা সহ বিভিন্ন ফরম্যাটে কাজ করেছেন অভিনেত্রী রণিতা দাস। কিন্তু আজও দর্শকদের তাঁর কাছে প্রশ্ন থাকে তিনি কবে টেলিভিশনে ফিরছেন। ‘বাহা’ চরিত্র তাঁর কেরিয়ারে এক মাইলস্টোন। এই একটা চরিত্রই তাঁকে আজও দর্শকদের মনে জায়গা তৈরি করে রেখেছে। নাচের রিয়্যালিটি শো দিয়ে কেরিয়ার শুরু রণিতার। এরপর অভিনয়ে হাতেখড়ি।
‘ধন্যি মেয়ে’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় যাত্রার শুরু রণিতার। প্রথম ধারাবাহিকেই আলোচনায় উঠে আসেন অভিনেত্রী। তার পর নায়িকার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ইষ্টি কুটুম’। ওই ধারাবাহিকে নায়িকাকে একেবারে অন্য চেহারায় দেখেছিলেন দর্শক। অভিনেতা ঋষি কৌশিকের সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। কিন্তু মাঝপথেই সেই কাহিনি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। অনেক সাক্ষাৎকারেই নায়িকা জানিয়েছেন, সে সময় এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। শিরদাঁড়ায় এত যন্ত্রণা হত যে তিনি দাঁড়িয়ে শ্যুটিং করতে পারতেন না। ওজনও অনেকটা বেড়ে গিয়েছিল, তাই বাধ্য হয়েছিলেন কাজ বন্ধ করতে। এরপর তাঁকে এক রিয়্যালিটি শো-এর সঞ্চালনা করতেও দেখা যায়।
ইতিমধ্যেই রণিতার নতুন সিরিয়ালের প্রোমো সামনে এসে গিয়েছে। স্টার জলসার ও মোর দরদিয়া সিরিয়ালে রণিতাকে দেখা গিয়েছে। একা মায়ের কঠিন লড়াইয়ের গল্পে দেখা যাবে রণিতাকে। বিশ্বজিৎ বা ফাহিমের সঙ্গে জুটিও প্রথম। এই সিরিয়ালে অভিনেত্রী ফিরছেন শ্রী হয়ে। ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। পুজোর আগেই সম্প্রচার শুরু হবে। সিরিয়ালের পাশাপাশি রণিতার হাত ধরে এবার ‘দেবী’র আগমন। মুক্তির অপেক্ষায় তাঁর নতুন ছবিও। প্রসঙ্গত, রণিতার পাশাপাশি ছোটপর্দায় ফিরেছেন মধুমিতা সরকার, সৌরভ চক্রবর্তীও।