Rituparna Sengupta: 'পৃথিবীর সবথেকে সুস্বাদু', মায়ের হাতের কোন খাবার মিস করছেন ঋতুপর্ণা?

Rituparna Sengupta: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যস্ততম নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। ঝুলিতে একের পর এক ছবি, সফলতা। কিন্তু এই সবই ফিকে নায়িকার কাছে। মাকে ছাড়া এ বছর সব উৎসব পালন করছেন তিনি। গত বছরই মাকে হারিয়েছেন ঋতুপর্ণা। আর মায়ের কথা আরও বেশি করে মনে পড়ছে এই উৎসব-পার্বনের দিনগুলোতে।

Advertisement
'পৃথিবীর সবথেকে সুস্বাদু', মায়ের হাতের কোন খাবার মিস করছেন ঋতুপর্ণা?ঋতুপর্ণা সেনগুপ্ত
হাইলাইটস
  • বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যস্ততম নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যস্ততম নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। ঝুলিতে একের পর এক ছবি, সফলতা। কিন্তু এই সবই ফিকে নায়িকার কাছে। মাকে ছাড়া এ বছর সব উৎসব পালন করছেন তিনি। গত বছরই মাকে হারিয়েছেন ঋতুপর্ণা। আর মায়ের কথা আরও বেশি করে মনে পড়ছে এই উৎসব-পার্বনের দিনগুলোতে। সোমবার টলিপাড়া মেতেছিল কোজাগরী লক্ষ্মী পুজোয়। কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর জীবনের মা লক্ষ্মী তথা তাঁর মায়ের অভাব ভীষণভাবে বোধ করছেন। সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন নায়িকা।

গত বছরের লক্ষ্মীপুজোতেও ঋতুপর্ণার মা বেঁচে ছিলেন। নভেম্বরে মারা যান তিনি। তারপর থেকেই ঋতুপর্ণা খুব একা হয়ে পড়েন।আর এই লক্ষ্মীপুজোতে নায়িকার মা অসুস্থ, ক্লান্ত থাকলেও নিষ্ঠাভরে পুজোর সমস্ত আয়োজন করতেন। সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন ঋতুপর্ণা। নায়িকা বেশ কিছু ছবি শেয়ার করেছেন তাঁর মায়ের। যেখানে তিনি বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজন করে পুজো করছেন। ছবিতে দেখা গিয়েছে, বয়স হলেও নিজের হাতে মা লক্ষ্মীর পুজো করছেন নন্দিতাদেবী। 

ঋতুপর্ণা লিখেছেন, 'আমার মা, আমার মা লক্ষ্মী। প্রতি বছর শত অসুস্থতা, ক্লান্তি থাকলেও মা পুজোর ঘরে ঢুকে সমস্ত নিয়ম পালন করে নিষ্ঠাভরে পুজো করতেন। ঠিক যেমনটা আমার ঠাকুমা করতেন। বংশ পরম্পরায় সেই রীতি-রেওয়াজের দায়ভার বর্তেছিল আমার মায়ের উপর। মা-ও নিবেদিতপ্রাণে যত্ন নিয়ে সবটা করতেন। তোমাকে খুব মিস করছি মা।' নায়িকা আরও লেখেন, 'তুমি সেরা সিন্নি বানাতে মা। আজ তোমার হাতের সেই সিন্নি মাখা খুব মিস করছি। যা আমার কাছে ছিল পৃথিবীর সবথেকে সুস্বাদু। আমরা তোমার মতো হতে পারিনি। তবে তোমার স্মৃতি আঁকড়েই আমরা আমাদের মতো প্রচেষ্টা চালিয়ে যাই। তুমিই তো আমাদের পরিবারের মা লক্ষ্মী ছিলে মা। খুব ভালোবাসি তোমাকে।' 

লক্ষ্মীপুজোর আবহে অভিনেত্রীর এহেন মনকেমন করা পোস্টে চোখ ভিজেছে অনুরাগীদেরও। এই বছর ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা গিয়েছে অভিনেতা সোহম চক্রবর্তীর পুজোতে। সেখানে গিয়েও মায়ের স্মৃতিতে ভেসেছেন নায়িকা। প্রতি বছর তাঁর বাড়িতেও লক্ষ্মীপুজো হয়। কিন্তু মা মারা যাওয়ার কারণে এই বছর লক্ষ্মীপুজো করেননি নায়িকা।   

Advertisement

POST A COMMENT
Advertisement