Riya Sen: বিয়ের এতদিন পর প্রথমবার সিঁদুর খেললেন মুনমুন-কন্যা রিয়া সেন, VIDEO

Riya Sen: এক সময় চুটিয়ে কাজ করেছেন বাংলা ও হিন্দি সিনেমায়। অভিনেত্রীর পরিবার বহু প্রজন্ম ধরেই অভিনয় পেশার সঙ্গে যুক্ত। দিদা থেকে মা, দিদি সকলেই ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা। যদিও তাঁদের দুই বোনকে লোক এখনও চেনে বেশি দিদিমার নামে।

Advertisement
বিয়ের এতদিন পর প্রথমবার সিঁদুর খেললেন মুনমুন-কন্যা রিয়া সেন, VIDEOরিয়া সেন ও তাঁর স্বামী শিবম
হাইলাইটস
  • রিয়া যে ভিডিও শেয়ার করেছেন সেখানে তাঁর সঙ্গে দিদি রাইমাকেও দেখা গিয়েছে।

এক সময় চুটিয়ে কাজ করেছেন বাংলা ও হিন্দি সিনেমায়। অভিনেত্রীর পরিবার বহু প্রজন্ম ধরেই অভিনয় পেশার সঙ্গে যুক্ত। দিদা থেকে মা, দিদি সকলেই ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা। যদিও তাঁদের দুই বোনকে লোক এখনও চেনে বেশি দিদিমার নামে। কথা হচ্ছে অভিনেত্রী রিয়া সেনকে নিয়ে। রিয়ার জীবন একেবারেই বিতর্কে ভরা। বিয়ের পর মুম্বইতে থাকেন তিনি। এই বছরের পুজোতে কলকাতায় এসেছেন রিয়া। এই বছর তিনি প্রথমবার সিঁদুর খেললেন। আর সেই অভিজ্ঞতার কথাই জানালেন অভিনেত্রী। 

রিয়া যে ভিডিও শেয়ার করেছেন সেখানে তাঁর সঙ্গে দিদি রাইমাকেও দেখা গিয়েছে। দুজনেই লাল রঙের শাড়ি পরে রয়েছেন। দুই অভিনেত্রীর গালে, কপালে সিঁদুরের ছোঁয়া। রিয়ার সিঁদুর সিঁথি পর্যন্ত গিয়েছে। সকলে এসে রিয়াকে সিঁদুর দিচ্ছেন। মুনমুন-কন্যা যে দারুণভাবে সিঁদুর খেলা উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। রিয়া ও রাইমা কলকাতার দক্ষিণ পাড়াতে গিয়ে সিঁদুর খেলেছেন। অভিনেত্রী তাঁর অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে লেখেন, বাঙালি সংস্কৃতির মধ্যে অন্যতম সিঁদুর খেলা, যেখানে বিবাহিত মহিলারা দুর্গাপুজোর সময় সিঁদুর খেলেন, যা খারাপের ওপর ভালর জয় ও নারীশক্তির প্রতীক হিসাবে ধরা হয়। রিয়া আরও লেখেন, এই বছর এটা আমার প্রথম অভিজ্ঞতা আমার দিদির সঙ্গে। কলকাতার দক্ষিণ পাড়াতে সকলের সঙ্গে সিঁদুর খেলেছেন অভিনেত্রী। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RIYA SEN DEV (@riyasendv)

যদিও ২০১৭ সালে দীর্ঘদিনের প্রেমিক শিবম তিওয়ারির সঙ্গে গাঁটছড়া বাঁধেন রিয়া। খুবই ব্যক্তিগত পরিসরে এই বিয়ে হয়। যেখানে মা মুনমুন সেন ও দিদি রাইমা ছাড়া আর কেউই উপস্থিত ছিলেন না। পুণেতে এই বিয়ে হয়েছিল। অর্থাৎ গত ৭ বছরে একবারও রিয়া সিঁদুর খেলেননি। আর এটাই অভিনেত্রীর প্রথম অভিজ্ঞতা। বর্তমানে আর দেখা যায় না সিনেমায়। তবে সোশ্যাল মিডিয়াতে এখনও অ্যাক্টিভ এই বাঙালি নায়িকা।

Advertisement

১৯৯১ সালে ‘বিষকন্য়া’ ছবি দিয়ে বাংলা সিনেমার জগতে পা রাখেন রিয়া। এরপর ২০০১ সালে বলিউডে পথ চলা শুরু করেন। কাজ করেছেন ঝংকার, স্টাইল, রাগিনী এমএমএস রিটার্নসের মতো হিন্দি সিনেমাতে। রিয়া বরাবরই তাঁর বোল্ড অবতারের জন্য ভীষণভাবে পরিচিত। যেটা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা যাবে। বলিউড অভিনেতা অক্ষয় খান্না থেকে শুরু করে জন আব্রাহাম, আমিশা পাটেলের ভাই অস্মিত পাটেলবের সঙ্গে নাম জড়ায় রিয়ার। এমনকী খবর, যুবরাজ সিং, শ্রীসন্থের মতো ক্রিকেটারদের সঙ্গেও প্রেম করেছেন। 

অধিকাংশ সময় রিয়া মুম্বইতেই থাকেন। আম্বানী পুত্রের বিয়েতে রিয়া ও রাইমা দুজনকেই দেখা গিয়েছিল। রিয়াকে নিয়ে ট্রোলিং কম হয়নি। একাধিক সময়ে অভিনেত্রীকে ট্রোলের মুখে পড়তে হয়েছে। তবে এইসব নিয়ে খুব একটা ভাবনা-চিন্তা করেন না রিয়া। বরং নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন।     

POST A COMMENT
Advertisement