ছোটপর্দা থেকে অনেকদিনই দূরে রুকমা রায়। শেষ তাঁকে ওয়েব সিরিজে দেখা গিয়েছিল। তবে অভিনয় থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন রুকমা। নিজের ছোট ছোট মুহূর্তগুলিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রুকমা। অভিনেত্রীর পায়ের তলায় সর্ষে তাই সুযোগ পেলেই দেশ-বিদেশে ঘুরে বেড়ান তিনি। পুজোতে কলকাতায় না থেকে বরং তিনি চলে গিয়েছেন থাইল্যান্ডে। আর সেখান থেকেই বোল্ড লুকে ধরা দিলেন অভিনেত্রী।
বরাবরই নিজেকে সাহসীভাবে তুলে ধরতে ভালোবাসেন রুকমা। আর থাইল্যান্ডের ক্রাবিতে গিয়ে টু-পিস পরে ছবি দিতেই শোরগোল পড়ে যায় সোশ্যালে। গোলাপি রঙের সুইম স্যুটে রুকমার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। কখনও সমুদ্রের জলে আবার কখনও বা চুলের সঙ্গে খেলতে খেলতে পোজ দিয়েছেন রুকমা। পুজোতে থাইল্যান্ডে ভ্যাকেশন মুডে রয়েছেন তিনি। মাঝে মাঝেই রুকমা সময় কাটাতে থাইল্যান্ড-বালিতে চলে যান। এর আগেও তাঁর বিকিনি ছবি উষ্ণতা বাড়িয়েছিল নেট পাড়ায়।
কখনও একা আবার কখনও বা বন্ধুদের সঙ্গে নিয়েই বেড়িয়ে পড়েন অভিনেত্রী। শরীরচর্চা করলেও ঘুরতে গিয়ে কোনও ডায়েট মানেন না রুকমা। যেখানে যান সেখানকার স্থানীয় খাবার চেখে দেখার অভ্যাস রয়েছে অভিনেত্রীর। টেলিভিশন দুনিয়ায় রুকমা বেশ জনপ্রিয় মুখ। তাঁর গুণমুগ্ধের সংখ্যাও কম নয়। ধারাবাহিক থেকে সিরিজ সব মাধ্যমেই তার অভিনয় যথেষ্ট প্রশংসা পেয়েছে। তবে এই মুহূর্তে ছোটুপর্দা থেকে দূরেই আছেন অভিনেত্রী।
ছোটপর্দায় রুকমাকে শেষ দেখা গিয়েছিল স্টার জলসার তুমি আশেপাশে থাকলে সিরিয়ালে। এই ধারাবাহিক শেষ হওয়ার পর আর কোনও সিরিয়ালে তাঁকে দেখা যায়নি। রুকমারও মনে হয়েছে এবার তারঁ পর্দায় ফেরা উচিত। কিন্তু মনের মতো চরিত্র না পেলে তিনি ফিরবেন না, এও জানিয়েছেন। অভিনয়ের পাশাপাশি নিজের নতুন শাড়ির ব্র্যান্ড নিয়ে এসেছেন রুকমা। শাড়ির প্রতি তাঁর নিজের ভালোবাসা তো আছেই একইসঙ্গে তাঁর নতুন এই পথচলায় প্রেরণা জুগিয়েছে বাঙালি নারীর শাড়ির প্রতি আদি ও অকৃত্রিম ভালোবাসা। পুজোর আগেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে রুকমার নতুন শাড়ি ব্র্যান্ডের।