টেলিভিশন, বড়পর্দা ও ওয়েব দুনিয়ার পরিচিত নাম সন্দীপ্তা সেন। টলিপাড়ায় বেশ কিছু বছর ধরে তিনি অভিনয় করছেন। নষ্টনীড় সিরিজে সন্দীপ্তার অভিনয় সকলের নজর কেড়েছে। কেরিয়ার শুরু করেছিলেন ছোটপর্দা থেকেই। তবে বহু বছর টেলিভিশন থেকে দূরেই ছিলেন। কিন্তু আবার কামব্যাক করলেন সন্দীপ্তা। তবে বাংলা সিরিয়ালে নয়, এবার অভিনেত্রীকে দেখা যাবে হিন্দি সিরিয়ালে। সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন সিরিয়ালের খবর জানালেন সন্দীপ্তা নিজেই।
বেশ কিছুমাস ধরে সন্দীপ্তা চণ্ডীগড়েই সংসার পেতেছিলেন। বাবা, মা, স্বামীর থেকে দূরে সেখানেই থাকছিলেন। বাংলা ছেড়ে তাঁর হিন্দি সিরিয়ালের সফর যদিও খুব একটা ভাল ছিল না। নানান প্রতিকূলতা তাঁকে পার করতে হয়েছিল। অবশেষে এল সন্দীপ্তার নতুন সিরিয়ালের লুকস ও সম্প্রচারের সময়। তাঁরই অভিনীত বাংলা ওয়েব সিরিজ নষ্টনীড় গল্প হিন্দি মোড়কে তৈরি হয়েছে। তবে সেটা ধারাবাহিক ঠিক নয়, ১০০ পর্বের টেলিভিশন সিরিজ। সন্দীপ্তা তাঁর নতুন সফর নিয়ে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ। সোশ্যাল মিডিয়ায় দিলেন পোস্ট।
সন্দীপ্তা যে দুটি ছবি শেয়ার করেছেন সেখানে একটি হল তাঁর কেরিয়ারের প্রথম বাংলা সিরিয়াল দুর্গা। যা স্টার জলসায় দেখানো হত। আর দ্বিতীয় ছবিটি অভিনেত্রীর নতুন হিন্দি সিরিয়াল সম্পূর্ণা, যেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে চুড়িদার ও ওড়না নিয়ে, গলায় মঙ্গলসূত্র, অবাঙালি গৃহবধূর বেশে। এই ছবি দুটি শেয়ার করে সন্দীপ্তা তাঁর দীর্ঘ পোস্টের মাধ্যমে জানান, ২০০৮ সালে তিনি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন দুর্গা সিরিয়ালের মাধ্যমে, যা শুরু হয় ৮ সেপ্টেম্বর। সেদিন থেকেই সন্দীপ্তা তাঁর কেরিয়ারের যাত্রা শুরু করেন। টিভি শো, ওয়েব সিরিজ, সিনেমা করার ১৮ বছর পর সন্দীপ্তা আবার টেলিভিশনে ফিরেছেন, সম্পূর্ণার হাত ধরে। তাঁর এই নতুন সিরিয়ালটিও সম্প্রচার হবে ৮ সেপ্টেম্বর, সোমবার থেকে। এর মাধ্যমেই সন্দীপ্তা হিন্দি সিরিয়ালে ডেবিউ করলেন। একই তারিখে তাঁর কেরিয়ারের মোড় ঘোরানো দুই সিরিয়াল, সন্দীপ্তাকে আবেগপ্রবণ করে দিয়েছে।
এসভিএফের প্রযোজনায় এই টেলিভিশন সিরিজে কাজ করছেন সন্দীপ্তা। গত জুলাই থেকেই কলকাতার বাইরে অভিনেত্রী। সেখানে থাকাকালীন খাওয়া-দাওয়া থেকে আবহাওয়া, সবকিছু নিয়েই সমস্যায় পড়েছিলেন। হিন্দিটা ভালই বলতে পারেন তিনি, তাই খুব একটা সমস্যা হয়নি। তবে বড়পর্দা ও ওয়েব সিরিজে কাজ করার পরে দীর্ঘদিন ছোটপর্দা থেকে দূরে ছিলেন তিনি। সন্দীপ্তা ইতিমধ্যেই সিনেমা ও ওয়েব সিরিজে ভিন্ন ভিন্ন চরিত্র ফুটিয়ে তুলেছেন, প্রশংসাও পেয়েছেন বিস্তর।