সৌমিতৃষা কুণ্ডুটলিপাড়ায় এখন বেশ জনপ্রিয় 'মিঠাই' খ্যাত নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। ছোটপর্দা থেকেই সৌমিতৃষা তাঁর সফর শুরু করলেও এখন তিনি বড়পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে বেশ পরিচিতি লাভ করেছে। যদিও সৌমিতৃষা বেশ কিছু মাস ধরেই অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রথমে কিডনিতে স্টোন ধরা পড়েছিল, এরপর ম্যালেরিয়াও হয় তাঁর। আর সেই অসুস্থতা কাটতে না কাটতেই ফের খারাপ খবর শোনালেন মিঠাই রানি।
কালরাত্রি ২-এর শ্যুটিং সারার পর পরই সৌমিতৃষা অসুস্থ হয়ে পড়েন। ডাবিং-এর কাজ বাকি ছিল তার। অসুস্থ শরীর নিয়েই কালরাত্রি ২-এর ডাবিং সারলেন সৌমিতৃষা। কালো রঙের ফুলস্লিভ টি-শার্ট, সঙ্গে ঘিয়ে রঙের ট্রাউজার, কানে বড় হেডফোন নিয়ে রেকর্ডিং স্টুডিওতে ডাবিং সারলেন সৌমিতৃষা। এই ছবি শেয়ার করে মিঠাই নায়িকা লিখলেন, Liver SGPT 416 কিন্তু আমিও হাই ভোল্টেজ ৪৪০ ভোল্ট!! ডাবিং শেষ! আসছে কালরাত্রি খুব শীঘ্রই। তবে শরীর তাঁর খুব একটা ভালো নেই। অনেক খানি অসুস্থতা কিন্তু তার মধ্যেও নায়িকার মুখের হাসি অমলিন।
আসলে নায়িকার লিভার বেড়েছে। নায়িকার এসজিপিটি ৪১৬। যা স্বাভাবিকের থেকে কয়েকগুণ বেশি। এসজিপিটি এত বেশি থাকলে গা বমি থেকে দুর্বলতা নানা রকমের লক্ষণ দেখা যায়। তবে অসুস্থতা সত্ত্বেও কাজে ফিরেছেন তিনি। কালরাত্রি ২ খুব শীঘ্রই মুক্তি পাবে হইচই প্ল্যাটফর্মে। এর আগের সিরিজে সৌমিতৃষার অভিনয় বেশ প্রশংসা পেয়েছিল। কালরাত্রির দ্বিতীয় সিরিজ নিয়েও দর্শকদের কৌতুহল বেশ তুঙ্গে। সৌমিতৃষা তাঁর অসুস্থতার কথা জানাতেই তাঁর ভক্ত-অনুরাগীদের কাছ থেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার বার্তা পান।
কিডনিতে স্টোন হওয়ার পর সৌমিতৃষা বেশ কিছুমাস সোশ্যাল মিডিয়া ও অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। এই বছর ২১ জুলাই তাঁকে তৃণমূলের মঞ্চে ফের দেখা যায়। ধীরে ধীরে কাজেও ফিরে ছিলেন তিনি। কালরাত্রি ২-এর শ্যুটিং শেষ করেন। এরপর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিন সৌমিতৃষা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে তাঁর ম্যালেরিয়া ধরা পড়েছে। শোনা যায়, সৌমিতৃষা হাসপাতালেও ভর্তি ছিলেন। এরপর সেখান থেকে ছাড়া পেয়েই কাজে যোগ দেন। আর তারপরই জানান তাঁর লিভারের অসুস্থতার কথা।