সৌমিতৃষা কুণ্ডুটেলিভিশন তথা টলিউডেরও চেনা মুখ সৌমিতৃষা কুণ্ডু। 'মিঠাই' সিরিয়ালের হাত ধরে তাঁর জনপ্রিয়তা রাতারাতি তুঙ্গে ওঠে। এরপর এই সিরিয়াল শেষ হতে না হতেই দেবের সঙ্গে বড়পর্দায় ডেবিউ করার সুযোগ আসে সৌমিতৃষার। 'কালরাত্রি' ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটিতে অভিষেক। কেরিয়ারের চূড়ান্ত জায়গায় পৌঁছেও হঠাৎ করেই কাজ থামিয়ে দেন 'মিঠাই' রানি। জানা যায়, একের পর এক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তিনি। ঠিক কী কী হয়েছিল নায়িকার?
এক সংবাদমাধ্যমের কাছে সৌমিতৃষা এ প্রসঙ্গে বলেন, আমার পিঠের একটা সমস্যা ছিল। যে কারণে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না। অনেকক্ষণ বসেও থাকতে পারতাম না, আমার একটা কোমরে টান লেগে যেত। এটাকে সায়াটিকাও বলে। সেইসব নিয়ে অনেক রকম ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া, সেই ওষুধ স্যুট না করা, নার্ভের চিকিৎসা চলছিল, ফিজিওথেরাপি। এইসব কিছু মিলিয়ে আমার বিশাল বড় একটা সময় লেগেছে।
সৌমিতৃষা আরও জানিয়েছেন যে এই সময়ে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানতে পারেন যে তাঁর বয়সী অনেক ছেলে-মেয়েই এই ধরনের জটিল স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে এখন সৌমিতৃষা অনেকটাই সুস্থ আছেন। সদ্য মুক্তি পেয়েছে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু অভিনীত ‘কালরাত্রি ২’। ওয়েব সিরিজে অভিনেত্রীর অভিনয় মন ছুঁয়েছে দর্শকের। তাঁকে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মঞ্চেও। একেবারে প্রথম সারিতেই ছিলেন সৌমিতৃষা।
কী এই সায়াটিকা? চিকিৎসকদের ভাষায়, দীর্ঘ ক্ষণ এক জায়গায় বসে কাজ, মাঝে হাঁটাচলার অবকাশও কম— আজকাল কর্মক্ষেত্রে এমন রুটিনে অভ্যস্ত অনেকেই। আর এই রুটিনের হাত ধরে শরীরে যখন তখন হানা দিচ্ছে সায়াটিকার ব্যথা। এক জায়গায় বসা ছাড়াও চাকা দেওয়া চেয়ারে বসে থাকা, শরীরের প্রয়োজনীয় শ্রমে ঘাটতি ইত্যাদি কারণেও এমন ব্যথার শিকার হতে পারেন। সায়াটিকা স্নায়ুর উপর চাপ পড়ে ঊরুর পিছনের দিক থেকে শুরু করে পায়ের পিছনের দিকে এই বেদনা ছাড়িয়ে যায়। অনেক সময় অবশও হয়ে আসে পায়ের একাংশ। কখনও কখনও সেই যন্ত্রণার তীব্রতা এতটাই বেশি হয় যে, উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও থাকে না। তাই ফেলে না রেখে ঠিক সময়ে চিকিৎসা শুরু করা প্রয়োজন। সঠিক ওষুধ এবং ব্যায়ামের সাহায্যে এই ব্যথা অনেকটাই আয়ত্তে রাখা যায়।
২০২৫ কাজের দিক দিয়ে নায়িকার কাছে খুবই খারাপ বছর। তাই নতুন বছরে চুটিয়ে কাজ করতে চান সৌমিতৃষা। ‘মিঠাই’তে দারুণ সাফল্যের মুখ দেখেন সৌমিতৃষা কুন্ডু। তারপর দেবের নায়িকা হিসেবে বড় পর্দায় ডেবিউ হয় তাঁর। এরপর হইচইয়ের 'কালরাত্রি' সিরিজেও সারা ফেলে দিয়েছিলেন নায়িকা। এখন শুধুই কাজে মনোযোগ দিতে চান সৌমিতৃষা।