Kanchan-Sreemoyee: কৃষভিকে মারধর পরিচারিকার, ধরা পড়ল সিসি ক্যামেরায়, কেমন আছে কাঞ্চন-শ্রীময়ী কন্যা?

Kanchan-Sreemoyee: এখনও ১ বছরও বয়স হয়নি কাঞ্চন-শ্রীময়ী কন্যা কৃষভির, তারই মধ্যে ঘটে গেল বিরাট অঘটন। যা নিয়ে বেশ উদ্বিগ্ন কাঞ্চন ও শ্রীময়ী দুজনেই। আসলে কৃষভিকে দেখাশোনার জন্য পরিচারিকা রেখেছিলেন শ্রীময়ী। কিন্তু তারকা দম্পতির অনুপস্থিতিতে কৃষভিকে মারধর করে সেই পরিচারিকা।

Advertisement
কৃষভিকে মারধর পরিচারিকার, ধরা পড়ল সিসি ক্যামেরায়, কেমন আছে কাঞ্চন-শ্রীময়ী কন্যা?কাঞ্চন-শ্রীময়ীর সঙ্গে মেয়ে কৃষভি
হাইলাইটস
  • এখনও ১ বছরও বয়স হয়নি কাঞ্চন-শ্রীময়ী কন্যা কৃষভির, তারই মধ্যে ঘটে গেল বিরাট অঘটন।

এখনও ১ বছরও বয়স হয়নি কাঞ্চন-শ্রীময়ী কন্যা কৃষভির, তারই মধ্যে ঘটে গেল বিরাট অঘটন। যা নিয়ে বেশ উদ্বিগ্ন কাঞ্চন ও শ্রীময়ী দুজনেই। আসলে কৃষভিকে দেখাশোনার জন্য পরিচারিকা রেখেছিলেন শ্রীময়ী। কিন্তু তারকা দম্পতির অনুপস্থিতিতে কৃষভিকে মারধর করে সেই পরিচারিকা। সিসি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়তেই রীতিমতো শিহরিত হয়ে উঠেছেন কাঞ্চন- শ্রীময়ী। 

এমনিতে তারকা দম্পতির মেয়ে কৃষভিকে দেখাশোনা করার জন্য তাঁদের বাড়িতে সারাক্ষণই থাকেন শ্রীময়ীর মা। কৃষভিকে একফোঁটাও চোখের আড়াল হতে দেন না দিদা। আর এখন শ্রীময়ীরও শ্যুটের কাজ না থাকলে বাড়িতেই থাকেন তিনি। তবে একরত্তিকে একা হাতে সামলানো বেশ কঠিন কাজ। সেইসব ভেবেই এক পরিচারিকাকে রেখেছিলেন শ্রীময়ী ও কাঞ্চন। কিন্তু তারপরই যে এরকম বিপত্তি ঘটবে কে জানত। এক সংবাদমাধ্যমকে শ্রীময়ী জানিয়েছেন, বিপত্তারিণী পুজোর জন্য কিছুদিন আদে তাঁর মা নিজের বাড়ি গিয়েছিলেন। আর সেদিন কাঞ্চন ও শ্রীময়ী দুজনেরই কাজ ছিল বাইরে। 

কৃষভিকে সেই পরিচারিকার কাছেই রেখে যান তাঁরা। বাড়িতে অবশ্য রয়েছে সিসি ক্যামেরা। কিন্তু সেই সিসিটিভিতেই ধরা পড়ে কৃষভিকে মারধর করছেন পরিচারিকা। শ্রীময়ী বলেন, মেয়ে কান্নাকাটি করছিল, দেখি মেয়েকে উপুড় করে মারছে। কাঞ্চন তো বলেছিল ওই মহিলার বিরুদ্ধে মামলা করবে। শ্রীময়ী এও জানিয়েছেন যে মেয়ের সঙ্গে খারাপ আচরণ শুধু নয়, বাড়ি থেকেও দামি জিনিস চুরি গিয়েছে। অভিনেত্রী এরপর আবাসনের নিরাপত্তারক্ষীর থেকে খোঁজখবর নেন। পরিচারিকাকে সঙ্গে সঙ্গে কাজ থেকে বের করে দেন শ্রীময়ী ও কাঞ্চন। এই ঘটনার পর নতুন পরিচারিকা রেখেছেন তাঁরা। 

গত বছর নভেম্বরে মেয়ে কৃষভির জন্ম হয়। তবে জন্মের পর থেকে মেয়ের মুখ আড়ালেই রেখেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। এরপর এই বছর অক্ষয় তৃতীয়ার দিন ইসকনে মুখে ভাত দিয়ে কৃষভির মুখ প্রকাশ্যে আনেন তারকা দম্পতি। কৃষভিকে নিয়েই এখন সময় কাটে তাঁদের। মেয়েকে নিয়েই সব সময় থাকেন শ্রীময়ী। মাঝে সিরিয়ালে কামব্যাক করলেও পরে চরিত্র পছন্দ না হওয়ায় সেই সিরিয়াল ছাড়েন কাঞ্চন-পত্নী। এখন আপাতত টুকটাক শ্যুটের কাজ করছেন শ্রীময়ী। এখন যদিও ছুটি কাটাচ্ছেন সি-বিচে কাঞ্চন ও শ্রীময়ী, সঙ্গে অবশ্যই রয়েছেন ছোট্ট কৃষভি।  

Advertisement

POST A COMMENT
Advertisement