Television Gossip: সাহেব-সুস্মিতার বিয়ে হয়ে গেল? শুভ মুহূর্তের ছবি VIRAL

Television Gossip: অবশেষে সব জল্পনার অবসান। বিয়ে করে নিলেন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। সরস্বতী পুজোর দিনই নিজেদের সদ্য বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাহেব ও সুস্মিতা। যেখানে অভিনেতাকে দেখা গিয়েছে বরের পোশাকে আর সুস্মিতাকে নববধূ রূপে।

Advertisement
সাহেব-সুস্মিতার বিয়ে হয়ে গেল? শুভ মুহূর্তের ছবি VIRALবিয়ে হয়ে গেল সাহেব-সুস্মিতার?
হাইলাইটস
  • বিয়ে করে নিলেন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে।

অবশেষে সব জল্পনার অবসান। বিয়ে করে নিলেন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। সরস্বতী পুজোর দিনই নিজেদের সদ্য বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাহেব ও সুস্মিতা। যেখানে অভিনেতাকে দেখা গিয়েছে বরের পোশাকে আর সুস্মিতাকে নববধূ রূপে। এই ছবি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, কথা সিরিয়ালের এই জুটির অনস্ক্রিন রসায়ন পর্দার বাইরেও দেখা গিয়েছে। এঁদের প্রেমালাপ নিয়ে চর্চা বহুদিন ধরেই চলছিল। 

ছবিতে দেখা গিয়েছে, সুস্মিতার পরনে লাল বেনারসী, সোনার গয়না, গলায় ফুলের মালা আর সিঁথি ভর্তি সিঁদুর। যদিও সাহেবকে দেখা গেল স্যুটেড লুকেই। তবে শুধু গায়ে জড়ানো ছিল সাদা জোর। বিয়ের পর নবদম্পতি তাঁদের আদুরে মুহূর্তের ছবি শেয়ার করেছেন। এই ছবি দেখে রীতিমতো মুগ্ধ নেটপাড়া। যদিও সাহেব ও সুস্মিতার বিয়েটা রিয়েল লাইফে নয়, হল রিল লাইফে। মানে বিয়ে করেছে কথা ও এভি। আর সেই ছবি শেয়ার করা হয়েছে নেট দুনিয়ায়। ছবিতে ক্যাপশন দেওয়া হয়েছে, কথা ও এভির শুভ পরিণয়ে আপনাদের আমন্ত্রণ। 

এই ছবি শেয়ার হতেই নেটিজেনরা তাঁদের এই জুটির প্রশংসা করেছেন। অনেকেই জানিয়েছেন তাঁরা বাস্তবেও এই জুটিকে দেখতে চান। প্রসঙ্গত, মায়ের পছন্দ করা মেয়ের সঙ্গে এভির বিয়ে দিতে তৎপর গুহ বাড়ির সকলে। কথা-ও নিজের পাচকমশাইয়ের উপর অভিমান করে বাড়ি ছেড়েছে। আর কথা-কে নিজের কাছে ফিরিয়ে আনতেই প্ল্যান বানায় গোটা পরিবার। করে মিথ্যে বিয়ের নাটক। আসলে কথা-কেই ফের একবার নিজের বউমা করার সিদ্ধান্ত নেয় এভি-র মা। কিন্তু পুরোটা না শুনেই গুহ বাড়ি ছেড়ে চলে যায় গোবরদেবী। আপাতত ধারাবাহিকের এই টুইস্ট বেশ পছন্দ করছেন দর্শকরা। বিয়ের প্লট আসার পর জমে যাবে নিঃসন্দেহে। আর সঙ্গে কথা-এভির ভরপুর রোম্যান্স হলে তো কথাই নেই। বাড়বে টিআরপি নিঃসন্দেহে। 

Advertisement

এমনিতে সাহেব ও সুস্মিতার অফস্ক্রিন সম্পর্ক নিয়ে চর্চা কম নেই। তাঁরা নাকি প্রেম করছেন, টেলিপাড়া সরগরম এই গুঞ্জনে। যদিও সাহেব ও সুস্মিতা এই প্রসঙ্গে জানিয়েছিলেন যে তাঁদের মধ্যে সেরকম কোনও সম্পর্ক নেই। শোনা যাচ্ছে, সাহেব নাকি প্রেম করছেন মডেল স্বাগতা দাসের সঙ্গে। আর সুস্মিতার সম্পর্ক ভেঙেছে গত বছরই। আপাতত কেরিয়ার নিয়েই ভাবছেন 'গোবরদেবী'।  

POST A COMMENT
Advertisement