ওয়েব সিরিজ পাতাল লোক থেকে সারা ভারতেই পাচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। শীঘ্রই একটি নতুন প্রজেক্টে হাজির হতে চলেছেন তিনি। নেটফ্লিক্সের কলা (Qala) ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা। এই ছবিতে তার সঙ্গে দেখা যাবে তৃপ্তি ডিমরি ও ইরফান খানের ছেলে বাবিল খানকে। এদিকে নিজের কেরিয়ার নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন স্বস্তিকা। তিনি জানান, কীভাবে ছবির একটি দৃশ্যকে এমএমএস স্ক্যান্ডাল ভেবে ভুল করা হয়েছিল।
এমএমএস কেলেঙ্কারির গল্প কীভাবে শুরু হয়েছিল?
সিদ্ধার্থ কাননের সঙ্গে কথোপকথনে স্বস্তিকা মুখোপাধ্যায় জানান, তার কেরিয়ারের শুরুতে ইন্টারনেট এতটা জনপ্রিয় ছিল না। কিন্তু তার পরিবার ও প্রতিবেশীর অনেকেই তাকে প্রতিনিয়ত বিচার করতেন। তিনি একটি গল্প শুনিয়েছেন, 'আমার মনে আছে আমি টেক ওয়ান নামে একটি চলচ্চিত্র করেছিলাম। এটি এমন এক নায়িকার গল্প ছিল যার শ্যুট করা একটি অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হয়ে যায় এবং তার নামে MMS কেলেঙ্কারি শুরু হয়।'
তিনি আরও বলেন, ' ছবিটি এই বিষয়টি নিয়ে ছিল এবং দেখানো হয়েছিল কীভাবে এমএমএস কেলেঙ্কারির কারণে নায়িকার কাজ পাওয়া বন্ধ হয়ে যায় এবং সেই ভিডিও ক্লিপটিকে ভুল বোঝার পরে, অভিনেত্রীর কেরিয়ার শেষ হতে শুরু করে। তিনি মদ্যপ হয়ে ওঠেন, মাদক গ্রহণ শুরু করেন এবং তিনি সিনেমাতেও সিঙ্গেল মা ছিলেন।'
বিরক্ত ছিলেন অভিনেত্রীর মা
যদিও সেই সময়ে স্বস্তিকা মুখোপাধ্যায় এই ছবিতে চরিত্রে অভিনয় করছিলেন, তাকে চিনতেন এমন অনেকেই ভেবেছিলেন যে এটি তার বাস্তব জীবনের গল্প। শুধু তাই নয়, লোকেরা তার বাবা-মাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেছিল। এ বিষয়ে স্বস্তিকা বলেন, 'আমার মনে আছে আমার বাবা-মা পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের কাছ থেকে ফোন পেতে শুরু করেন। তারা সেই রোল দেখে বলতে শুরু করেন যে, আমার বাবা-মা আমার যত্ন নেন না এবং আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেশা করি।'
স্বস্তিকা আরও জানান, একটা সময় এসেছিল যখন মায়ের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, এক সপ্তাহ-১০ দিন পর আমার মা খুব রেগে যান। তিনি আমাকে বললেন, 'তুমি ইউ সার্টিফিকেট ফিল্ম করো না কেন? বাচ্চাদের জন্য একটা ফিল্ম তৈরি করো। যেকোন বাচ্চাদের সিনেমা। মদ্যপান করার কী দরকার?'
বলা হয়েছিল সন্তানের সম্পর্কে না জানাতে
২১ বছর বয়সে স্বস্তিকা কন্যা সন্তানের মা হন। তিনি জানান, কেরিয়ারের শুরুতে তাকে এ বিষয়ে কথা না বলার পরামর্শ দেওয়া হয়েছিল। অভিনেত্রী বলেন, 'কেরিয়ারের শুরুতে আমাকে পরামর্শ দেওয়া হয়েছিল যে আমি মা বা আমার একটি মেয়ে আছে তা কাউকে না বলি। কারণ আমার দর্শকরা যদি জানতে পারে আমার সন্তান আছে তাহলে আমি কখনো নায়িকা হবো না এবং মানুষ আমার প্রতি আকৃষ্ট হবে না। আমার বয়স তখন ২১ বছর ছিল।'