মাঝে মধ্যেই শিরোনামে থাকেন বং কন্যা তনুশ্রী দত্ত। কখনও মি টু অভিযোগ নিয়ে আবার কখনও বা শিবরাত্রির দিন মাংস খেয়ে। বতর্ক পিছুই ছাড়ে না তাঁর। আর বিগ বসের শো-তে বিতর্কিত তারকাদের অগ্রাধিকার সবচেয়ে বেশি। তনুশ্রী দত্তের কাছেও এসেছিল বিগ বসের প্রস্তাব। কিন্তু অভিনেত্রী সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন সম্প্রতি। অভিনেত্রীর দাবি, গত ১১ বছর ধরে বিগ বস রিয়্যালিটি শোয়ে ডাক পাচ্ছেন তিনি। কিন্তু সেখানে যাওয়ার প্রস্তাব বারংবার ফিরিয়ে দিয়েছেন ইমরান হাশমির নায়িকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেছেন, তাঁকে প্রায় ১১ বছর ধরে বিগ বস-এ যাওয়ার প্রস্তাব পাচ্ছেন, কিন্তু নায়িকা প্রতিবারই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তনুশ্রী জানিয়েছেন যে বিগ বসে যাওয়ার মতো সস্তা তিনি নন, তাই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তাঁকে যত কোটি টাকার প্রস্তাবই দেওয়া হোক না কেন। তনুশ্রী বলেন, 'ও রকম একটা জায়গায় থাকতেই পারব না, আমি নিজের পরিবারের সঙ্গেও থাকি না। কোনও দিনই আমি ‘বিগ বস্’-এ আগ্রহী ছিলাম না, ভবিষ্যতেও হব না। ওরা আমাকে ১.৬৫ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল যোগ দেওয়ার জন্য। আরও এক জন বলিউড তারকা আছেন, যাঁকে একই পরিমাণ টাকার প্রস্তাব দেওয়া হয়।'
তনুশ্রী এরপর বলেন, 'আমি এতটাও সস্তা নয় যে কোনও রিয়্যালিটি শোয়ের জন্য অচেনা পুরুষের সঙ্গে একই বিছানায় শুয়ে পড়ব। ওখানে পুরুষ ও মহিলারা একই হলের মধ্যে শোয়, সেখানেই ঝগড়া করে....আমি এরকম করতে পারব না।' নায়িকা বলেন, 'আমি কি ওই ধরনের মহিলা? রিয়্যালিটি শোয়ের জন্য পুরুষের সঙ্গে একই বিছানায় শুয়ে পড়ব? আমার ব্যক্তিস্বাধীনতা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি জানি, আমাকে যদি শান্তিতে কাজ করতে দেয় ওরা, তা হলে ওর থেকে অনেক বেশি টাকা এমনিই রোজগার করতে পারব।'
প্রতিবছরের মতো এ বছরও বিগ বস ১৯ নিয়ে তোলপাড় চলছে। তাবড় তাবড় তারকাদের ঝগড়া, আবেগ, রাগ, ক্ষোভ সামলাতে হিমসিম খাচ্ছেন সলমন খান। ওটিটি-র পাশাপাশি টেলিভিশনেও দেখা যাচ্ছে এই অনুষ্ঠান।