একসময় ছোটপর্দার চেনা মুখ ছিলেন ঊষসী রায়। তবে পরবর্তীকালে বড়পর্দা থেকে সিরিজ সবক্ষেত্রেই কাজ করে নিজের পরিচিতির পরিসরটা বাড়িয়ে নিয়েছেন অভিনেত্রী। তাঁর অভিনয় বরাবরই প্রশংসিত। তবে বড়পর্দা বা ওয়েব সিরিজে কাজ করছেন মানে তিনি ছোটপর্দায় কোনওদিন ফিরবেন না এমনটা নয়। কারণ ঊষসীর কাছে কোনও মাধ্যমই ছোট নয়। ছোটপর্দায় শেষ ঊষসীকে দেখা গিয়েছিল কাদম্বিনী সিরিয়ালে। দীর্ঘ ৪ বছর পর পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে ফের টেলিভিশনে কামব্যাক করছেন ঊষসী।
ঊষসী ছোটপর্দায় বকুল নামেই পরিচিত। বেশ কয়েক বছর টেলিভিশন থেকে দূরেই ছিলেন অভিনেত্রী। এ কথা সকলেই জানেন যে রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা বাংলা সিরিয়ালও তৈরি করে। স্টার জলসাতেই দেখা গিয়েছিল রাজের প্রযোজনায় গোধূলি আলাপ। এই সিরিয়ালের পর ফের আরও একবার নতুন ধারাবাহিক আনছেন রাজ। যেখানে দেখা যাবে ঊষসীকে। যিনি একেবারেই ঘরোয়া গল্পের নায়িকা। বিপরীতে দেখা যাবে সুস্মিত মুখোপাধ্যায়কে। জানা গিয়েছে, এই সিরিয়ালের টিজার শ্যুটিং সারা হয়ে গিয়েছে।
সুস্মিতের হাতেখড়ি স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক ‘বরণ’ -এ। এর পর তাঁকে দেখা গিয়েছিল ধারাবাহিক ‘মাধবীলতা’য়। সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই এই ধারাবাহিকের আগাম ঝলক শ্যুটিং করতে পারেন রাজ। যদিও পরিচালক বা তাঁর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে কোনও কথা বলা হয়নি। শেষবার ছোটপর্দায় জি বাংলার 'কাদম্বিনী' ধারাবাহিকে দেখা গিয়েছিল ঊষসী রায়কে। মাঝের কিছু সময় অভিনেত্রী ছবি ও ওয়েব সিরিজেও কাজ করেছেন।
ঊষসীর ২০১৫ সালে জিতু কমলের সঙ্গে মিলন তিথি সিরিয়ালের মাধ্যমে ডেবিউ করেন। পরে ২০১৭ সালে ‘জয় কালী কলকাত্তাওয়ালী’ ধারাবাহিকে অভিনয় করেন তিনি। তবে এরপরে হানি বাফনার বিপরীতে 'বকুল কথা' ধারাবাহিকের 'বকুল' হয়েই জনপ্রিয়তা পান ঊষসী রায়। ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত চলেছিল এই ধারাবাহিক। আর এরপরই 'কাদম্বিনী' ধারাবাহিকে অভিনয় করেন তিনি।তারপর আর তাঁকে ছোটপর্দায় দেখা যায়নি। এরপর বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন ঊষসী।