Koffee With Karan: অনন্যার সঙ্গে প্রেম করছেন? আদিত্য বলছেন, 'মিথ্যে বলব না...'

আদিত্য-অনন্যার প্রেম নিয়ে জোর আলোচনা চলছে। তবে কেউই এখনও সরাসরি এই নিয়ে ভাঙেননি। তবে তাঁরা যে মন দেয়া-নেয়া করে ফেলেছেন, তা আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। অনন্যার পর এ বার 'কফি উইথ করণ'-এর সিজন ৮-এ আদিত্যও তেমনই ইঙ্গিত দিলেন।

Advertisement
অনন্যার সঙ্গে প্রেম করছেন? আদিত্য বলছেন, 'মিথ্যে বলব না...'Ananya Panday and Aditya Roy Kapur
হাইলাইটস
  • আদিত্য-অনন্যার প্রেম নিয়ে জোর আলোচনা চলছে।
  • 'কফি উইথ করণ'-এর নতুন পর্বের প্রোমো প্রকাশ্যে এসেছে।
  • করণের সঙ্গে কফির আড্ডায় হাজির হয়েছেন আদিত্য এবং অভিনেতা অর্জুন কাপুর।

আদিত্য রায় কাপুরের সঙ্গে কি প্রেমের জোয়ারে গা ভাসিয়েছেন বলিপাড়ার হাল আমলের মুখ অনন্যা পাণ্ডে? এমনই গুঞ্জনে সরগরম বি-টাউন। আদিত্য-অনন্যার প্রেম নিয়ে জোর আলোচনা চলছে। তবে কেউই এখনও সরাসরি এই নিয়ে ভাঙেননি। তবে তাঁরা যে মন দেয়া-নেয়া করে ফেলেছেন, তা আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। অনন্যার পর এ বার 'কফি উইথ করণ'-এর সিজন ৮-এ আদিত্যও তেমনই ইঙ্গিত দিলেন। 'কফি উইথ করণ'-এর নতুন পর্বের প্রোমো প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে, করণের সঙ্গে কফির আড্ডায় হাজির হয়েছেন আদিত্য এবং অভিনেতা অর্জুন কাপুর। সেই প্রোমোরই কিছু ঝলক প্রকাশ্যে এসেছে। অন্যনার সঙ্গে আদিত্য কি ডেট করছেন? 'আশিকি ২' ছবির নায়কের উদ্দেশে সরাসরি এমন প্রশ্নই করেছেন সঞ্চালক করণ। 
 

কী জবাব দিলেন আদিত্য? 

আদিত্যকে করণ জিজ্ঞাসা করেছেন, 'গুঞ্জন চলছে যে, তুমি অনন্যা পাণ্ডের সঙ্গে ডেট করছো।' প্রশ্ন শুনেই হেসে আদিত্য বলেন, 'আমায় কোনও গোপন কথা জিজ্ঞাসা করো না। আমি তোমায় কিছু মিথ্যা বলব না।' আদিত্যের এ হেন জবাবের মধ্যেই যে উত্তর লুকিয়ে রয়েছে, তা টের পেয়েছেন সকলে। তবে সরাসরি কোনও জবাব দেননি আদিত্য। 

এর আগে, 'কফি উইফ করণ'-এর এই সিজনে অতিথি হিসাবে এসেছিলেন সারা আলি খান এবং অনন্যা পাণ্ডে। সেখানে অনন্যাকেও এই প্রশ্ন করেছিলেন করণ। জিজ্ঞাসা করেছিলেন, তিনি আদিত্যের সঙ্গে ডেট করছেন কিনা। আদিত্যের মতোই হেসে জবাব দিয়েছিলেন অনন্যা। উত্তরে রহস্য তৈরি করেছিলেন। তবে ইঙ্গিত ছিল স্পষ্ট। এ বার তেমনই এ ইঙ্গিত দিলেন আদিত্য। ফলে আদিত্য এবং অনন্যার প্রেমকাহিনি ঘিরে জল্পনা আরও জোরদার হল। ১৪ ডিসেম্বর মধ্যরাত থেকে দেখা যাবে এই পর্বটি।

ডিজনি প্লাস হটস্টারে চলছে কফি উইথ করণের নতুন সিজন। ইতিমধ্যেই বেশ কয়েক জন তারকা করণের সঙ্গে আড্ডায় শামিল হয়েছেন। প্রথম পর্বে ছিলেন বলিপাড়ার তারকা দম্পতি রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। এছাড়াও এই সিজনে ইতিমধ্যেই শামিল হয়েছেন কাজল, রানি মুখোপাধ্যায়, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবাণীরা। 

Advertisement

POST A COMMENT
Advertisement