ফিরছে ২৫ বছরের নস্টালজি। বহু আগে থেকেই খবর ছিল যে ছোটপর্দায় ফের আসতে চলেছে 'কিঁউকি সাস ভি কভি বহু থি'-র (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi) দ্বিতীয় পর্ব। শুধু তাই নয়, কামব্যাক করছেন তুলসী বিরানি তথা স্মৃতি ইরানি। ২৫ বছর পরে ফের তুলসীর চরিত্রে দেখা যাবে স্মৃতিকে। ইতিমধ্যেই চ্যানেলের পক্ষ থেকে এই সিরিয়ালের প্রথম ঝলক শেয়ার করা হয়েছে। যেখানে স্মৃতি ইরানিকে ফের তুলসীর চরিত্রে দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি দর্শকেরা।
সামনে এল প্রথম প্রোমো
চ্যানেলের পক্ষ থেকে সোমবার রাতেই 'কিঁউকি সাস ভি কভি বহু থি'-এর নতুন প্রোমো সামনে আনা হয়েছে। এরই সঙ্গে জানানো হয়েছে কবে থেকে ও কোন সময়ে দেখানো হবে এই সিরিয়াল। যদিও এই ধারাবাহিক দেখার জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না দর্শকদের। পরিচালক একতা কাপুর এই শোয়ের প্রথম ঝলক সকলের সামনে প্রকাশ্যে এনেছেন, যেখানে তুলসী বিরানিকে দেখা গিয়েছে ২৫ বছর আগের চেনা চরিত্রে। সিরিয়ালের প্রোমোর ভিডিওতে দেখানো হয়েছে পরিবারের চার সদস্য একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করছেন, যেখানে 'কিঁউকি সাস ভি কভি বহু থি' নিয়ে আলোচনা হয়। এই সিরিয়াল আবার ফিরছে এ কথা জানাতেই পর্দায় ভেসে ওঠে সেই চেনা সুর সঙ্গে স্মৃতি ইরানির এন্ট্রি। যিনি বাড়ির তুলসী গাছে জল দিচ্ছেন।
কবে থেকে সম্প্রচার?
ভিডিওর প্রোমোতে স্মৃতি ইরানি তথা তুলসী হাতজোড় করে বলেন তিনি ফিরছেন ২৫ বছর পর। 'কিঁউকি সাস ভি কভি বহু থি ২' সিরিয়ালটি ২৯ জুলাই থেকে রাত সাড়ে দশটায় সম্প্রচার হবে। চ্যানেলের পক্ষ থেকে এর প্রোমো শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা, '২৫ বছর পর তুলসী বিরানি ফিরছেন, এক নতুন কাহিনী নিয়ে। আবার তিনি প্রস্তুত প্রতিটি ঘরের সদস্য হতে।'
স্মৃতি ইরানির প্রতিক্রিয়া
'কিঁউকি সাস ভি কভি বহু থি ২'-তে কামব্যাক প্রসঙ্গে স্মৃতি ইরানির প্রথম প্রতিক্রিয়া সামনে এসেছে। তিনি বলেন, 'কিছু কিছু সফর একটা বৃত্ত সম্পন্ন করে। শুধু পুরনো স্মৃতি বয়ে নিয়ে আসা নয়, কোনও কোনও সফরের নতুন কোনও উদ্দেশ্য ও থাকে। কিঁউকি সাস ভি কভি বহু থি-র তুলসীর চরিত্রে ফের অভিনয়রে সুযোগ আমার কাছে সেই রকমই। ভারতীয় টেলিভিশনকে একটা নতুন রূপ দিয়েছিল এই ধারাবাহিক। শুধু তাই নয়, এই ধারাবাহিক আমার জীবনকেও একটা নতুন রূপ দিয়েছে।ট স্মৃতি ইরানি আরও বলেন, 'এটি (শো) আমাকে বাণিজ্যিক সাফল্যের চেয়েও অনেক বেশি কিছু দিয়েছে। এটি আমাকে লক্ষ লক্ষ পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছে, একটি প্রজন্মের আবেগে পাকাপাকিভাবে আমার জায়গা তৈরি করে দিয়েছে। এরপরে ২৫ বছর আমি মানুষের মধ্যে থেকে, মানুষের সঙ্গে কাজ করেছি।'