Moonmoon Sen: সিনেমায় কামব্যাক মুনমুন সেনের, বিপরীতে কোন অভিনেতা?

Moonmoon Sen: এখনও সেনসেশনাল অভিনেত্রীদের তালিকায় জ্বলজ্বল করে মুনমুন সেনের নাম। সুচিত্রা সেনের কন্যা হিসাবে তাঁর পরিচিতি ইন্ডাস্ট্রিতে হলেও মুনমুন তাঁর বোল্ড ভঙ্গীমা দিয়ে নিজের জায়গা পাকা করে নেন। ঝুলিতে খুব বেশি সিনেমা না থাকলেও আজও অভিনেত্রীর বিকিনি লুকস পুরুষ হৃদয়ে ঝড় তোলে।

Advertisement
সিনেমায় কামব্যাক মুনমুন সেনের, বিপরীতে কোন অভিনেতা?মুনমুন সেন
হাইলাইটস
  • এখনও সেনসেশনাল অভিনেত্রীদের তালিকায় জ্বলজ্বল করে মুনমুন সেনের নাম।

এখনও সেনসেশনাল অভিনেত্রীদের তালিকায় জ্বলজ্বল করে মুনমুন সেনের নাম। সুচিত্রা সেনের কন্যা হিসাবে তাঁর পরিচিতি ইন্ডাস্ট্রিতে হলেও মুনমুন তাঁর বোল্ড ভঙ্গীমা দিয়ে নিজের জায়গা পাকা করে নেন। ঝুলিতে খুব বেশি সিনেমা না থাকলেও আজও অভিনেত্রীর বিকিনি লুকস পুরুষ হৃদয়ে ঝড় তোলে। শুধু টলিউড নয়, রাজনীতির ময়দানেও মুনমুন-ম্যাজিক বর্তমান। ইন্ডাস্ট্রিতে মুনমুন মাসী দারুণভাবে জনপ্রিয়। তবে বহু বছর হল অভিনেত্রীকে দেখা যায়নি সিলভার স্ক্রিনে। অভিনয়কে অনেক আগেই টা টা বলেছেন তিনি। তবে শোনা যাচ্ছে আবারও নাকি পর্দায় কামব্যাক করছেন মুনমুন সেন। 

ইন্ডাস্ট্রি সূত্রের খবর, একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি ক্যাবেজ-এ দেখা যাবে মুনমুন সেনকে। আর এই ছবিটি নির্বাচিত হয়েছে আন্তর্জাতিক কলকাতা স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবে। এখানেই মুনমুন সেনের এই ছবিটি দেখানো হবে। সুচিত্রা-কন্যার বিপরীতে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। যিনি নিজেও এখন সিনেমা থেকে দূরে রয়েছেন। আগামী ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব। এক সংবাদমাধ্যমকে মুনমুন সেন তাঁর এই ছবি প্রসঙ্গে জানিয়েছেন যে তিনি এই প্রজেক্টটি কেন্দ্র করে অত্যন্ত খুশি। 

এই ছবির গল্পটা ঠিক কী? জানা গিয়েছে, ‘ক্যাবেজ’ এক প্রবীণ দম্পতির কাহিনি। নিজেদের মধ্যে সম্পর্ক তেমন ভাল নয় এই বৃদ্ধ-বৃদ্ধার। তবে করোনার সময়ে একই ছাদের তলায় সারাক্ষণ থাকার কারণে এই দম্পতির দীর্ঘ সম্পর্কের আসে এক বিরাট পরিবর্তন। কারণ এই সময়ে সবার থেকে আলাদা হয়ে সারাদিন কাটাতে হয়েছে তাঁদের। তবে তাঁদের সম্পর্ক আরও খারাপ হয়, নাকি ভালর দিকে এগোয়, সেটাই বলবে এই ‘ক্যাবেজ’। এই স্বল্প দৈঘ্যের ছবিটি ইংরাজি ভাষায় দেখানো হবে। মুনমুন সেনের ইংরাজি ভাষায় দক্ষতা মারাত্মক। মুনমুন-কন্যা রাইমা সেন মায়ের এই কামব্যাকের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। 

ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শিয়রে। বাংলার ৪২টি আসনে কারা হবেন প্রার্থী! সেই দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তবে আসন্ন নির্বাচনে মুনমুন সেন প্রার্থী হবেন কিনা সে নিয়ে এখনও কিছু জানা যায়নি। যদিও অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাঁর শারীরিক অবস্থা ঠিক নয়, তাই হয়ত ভোটে প্রার্থী তিনি নাও হতে পারেন। তবে এইসব কিছুই বলবে সময়। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement