দিতিপ্রিয়া রায়বাংলা ইন্ডাস্ট্রির ভীষণ পরিচিত মুখ দিতিপ্রিয়া রায়। সিরিয়াল থেকে বড়পর্দা, ওটিটি মাধ্যম সব জায়গাতেই তাঁর অভিনয়ের ভূয়সী প্রশংসা। রানি রাসমণি সিরিয়ালে তাঁর অভিনয় আজও মানুষের মনে চিরস্মরণীয়। ছোটপর্দা থেকে বেশ কিছু বছর দূরে থাকার পর ফিরেছিলেন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে। বিপরীতে জিতু কমল। কিন্তু সিরিয়াল শুরু হতে না হতেই জিতু ও দিতিপ্রিয়ার মধ্যে অশান্তি শুরু হয়। সেই জল এত দূর পর্যন্ত গড়ায় যে দিতিপ্রিয়া সিরিয়াল ছেড়ে বেড়িয়ে আসেন। তবে তারপর থেকে তাঁকে সোশ্যাল মিডিয়া বা অন্য কোনও কাজের মধ্যেও আর দেখা যায়নি। কোথায় রয়েছেন দিতিপ্রিয়া?
চিরদিনই তুমি যে আমার ছাড়ার পর দিতিপ্রিয়া একেবারে কর্পূরের মতো গায়েব হয়ে যান। সোশ্যাল মিডিয়ায় তাঁকে যেরকম অ্যাক্টিভ দেখা যেত, সেরকমটা দেখা যাচ্ছিল না কয়েক মাস থেকেই। প্রায় একমাস পর নতুন বছরের শুরুতেই দিতিপ্রিয়া ফিরলেন সোশ্যাল মিডিয়ায়, সঙ্গে নতুন পোস্ট। দিতিপ্রিয়া বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁকে সি-বিচের ধারে দেখা গিয়েছে। অভিনেত্রী পরে রয়েছেন ডেনিমের পোশাক আর মাথায় টুপি, সঙ্গে সানগ্লাস।
নায়িকাকে দেখে বেশ খোশমেজাজেই মনে হল। সমুদ্রের ধারে ভ্যাকেশন কাটাচ্ছেন তিনি। আবারও চেনা ছন্দে দেখা যাচ্ছে দিতিপ্রিয়াকে, দেখে বেশ খুশি নেটপাড়াও। দিতিপ্রিয়া কখনও পোজ দিয়ে ছবি তুলেছেন আবার কখনও বা সমুদ্রের জলে পা ডুবিয়েছেন। একেবারে ছুটির আমেজ লুটেপুটে নিচ্ছেন দিতিপ্রিয়া। এই পোস্টের আগেই তিনি এক বিজ্ঞাপনের কাজেও মুখ দেখিয়েছেন। যে ঝড় বয়ে গেছে নায়িকার ওপর দিয়ে, সেখান থেকে বেরিয়ে ফের চেনা ছন্দে ফিরছেন দিতিপ্রিয়া।
চিরদিনই তুমি যে আমার সিরিয়াল চলাকালীন জিতু-দিতিপ্রিয়ার কোন্দল সামনে আসে। কখনও জিতুর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন দিতিপ্রিয়া আবার কখনও বা নায়িকার সঙ্গে ব্যক্তিগত চ্যাট প্রকাশ্যে আনেন জিতু। সেই সমস্যা মিটে গেলেও আবার কিছুদিন পর সমস্যা শুরু হয়। দিতিপ্রিয়া সাফ জানিয়ে দেন তিনি পর্দার আর্য সিংহের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না। এরপরই সমস্যা বাড়তে থাকে। প্রযোজনা সংস্থা মেটাতে চাইলেও দিতিপ্রিয়া আর অপর্ণা চরিত্রে অভিনয় করবেন না জানিয়ে দেন। তারপর সোশ্যাল মিডিয়া জুড়ে নায়িকাকে নিয়ে চলে একাধিক কাঁটাছেঁড়া। গত ২৪ নভেম্বর আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয় দিতিপ্রিয়ার সিদ্ধান্তের কথা।
এই ঘটনার পরই দিতিপ্রিয়ার দিকে একের পর এক কটাক্ষ যেমন আসতে থাকে, তেমনি বয়কট দিতিপ্রিয়া দাবিও ওঠে নেটপাড়ায়। এরপরই নায়িকাকে আর দেখতে পাওয়া যায় না সোশ্যাল মিডিয়ায়। দিতিপ্রিয়ার ভক্তরা বার বার জিজ্ঞাসা করছেন তিনি কোথায়, কী করছেন। যদিও দিতিপ্রিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে আগামী একমাস সবকিছু থেকে নিজেকে দূরে রাখবেন তিনি। কোথাও ঘুরতে চলে যাবেন নায়িকা। দিতিপ্রিয়ার কথায়, এত জলঘোলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে এখন তিনি তাঁর ব্যক্তিগত জীবনকে নেটদুনিয়া থেকে দূরেই রাখতে চান। তবে এবার সব অতীত ভুলে ফের নতুন করে কাজে ফেরার পালা দিতিপ্রিয়ার।