Indrani Halder: 'শ্রীময়ী'র পর গায়েব ইন্দ্রাণী, ছোটপর্দাতেই ফিরবেন জানালেন অভিনেত্রী

Indrani Halder: ইতিমধ্যেই অপরাজিতা আঢ্যের ছোটপর্দায় কামব্যাক হওয়ার খবরও পাওয়া গিয়েছে। এবার পালা ইন্দ্রাণী হালদারের। তিনিও খুব শীঘ্রই ফিরছেন ছোটপর্দায়। নতুন সিরিয়ালের হাত ধরে তাড়াতাড়ি দেখা যাবে অভিনেত্রীকে।

Advertisement
'শ্রীময়ী'র পর গায়েব ইন্দ্রাণী, ছোটপর্দাতেই ফিরবেন জানালেন অভিনেত্রীইন্দ্রাণী হালদার
হাইলাইটস
  • শ্রীময়ী সিরিয়াল শেষ হওয়ার পর ইন্দ্রাণী হালদারকে দেখা গিয়েছিল 'কুলের আচার' সিনেমায়।
  • এরপর অভিনেত্রীর একটি শো সঞ্চালনা করার কথা থাকলেও সেখানেও অন্য মুখকে দেখা যাচ্ছে।
  • ইতিমধ্যেই অপরাজিতা আঢ্যের ছোটপর্দায় কামব্যাক হওয়ার খবরও পাওয়া গিয়েছে। এবার পালা ইন্দ্রাণী হালদারের।

শ্রীময়ী সিরিয়াল শেষ হওয়ার পর ইন্দ্রাণী হালদারকে দেখা গিয়েছিল 'কুলের আচার' সিনেমায়। এরপর অভিনেত্রীর একটি শো সঞ্চালনা করার কথা থাকলেও সেখানেও অন্য মুখকে দেখা যাচ্ছে। তাই দর্শকদের প্রশ্ন আবার কবে পর্দায় দেখা যাবে ইন্দ্রাণী হালদারকে?

ইতিমধ্যেই অপরাজিতা আঢ্যের ছোটপর্দায় কামব্যাক হওয়ার খবরও পাওয়া গিয়েছে। এবার পালা ইন্দ্রাণী হালদারের। তিনিও খুব শীঘ্রই ফিরছেন ছোটপর্দায়। নতুন সিরিয়ালের হাত ধরে তাড়াতাড়ি দেখা যাবে অভিনেত্রীকে। প্রসঙ্গত, শ্রীময়ী ধারাবাহিকের পর ইন্দ্রাণীকে আর কোনও সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছিল না। এই সিরিয়াল শেষ হওয়ার পর ২ বছর কেটে গিয়েছে। এর মাঝে একটি রিয়্যালিটি শো-এ একটি-দুটি পর্বে তাঁকে দেখা গেলেও এরপর অন্য একজনকে সঞ্চালনায় দেখা যায়। তবে ইন্দ্রানীর ভক্তরা চাইছিলেন অভিনেত্রী শীঘ্রই নতুন কোনও সিরিয়ালে ফিরুন। আসলে এপর্যন্ত ইন্দ্রানীর প্রত্যেকটি সিরিয়াল ছিল ব্যাপক হিট।

এই মুহূর্তে কাজের জন্যই রাজস্থানে রয়েছেন ইন্দ্রাণী। সেখান থেকেই এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন যে ইন্দ্রানী জানিয়েছেন এখন তিনি সিনেমাতে অভিনয় করার কথা ভাবছেন না। তার বদলে এখন সিরিয়ালেই কাজ করতে চান তিনি। এই কারণে বিগত কয়েকদিন ধরে বেশ কিছু সিরিয়ালের গল্প তিনি পড়ে ফেলেছেন। আসলে তার হাতে প্রচুর কাজের সুযোগ আসে। মনের মত স্ক্রিপ্ট না পেলে তিনি সিরিয়ালেও কাজ করতে চান না। ইন্দ্রানী এও বলেছেন, 'সব সময় সব গল্প তো পছন্দ হয় না। আমার কাছে বেশ কয়েকটি নতুন গল্প এসেছে। সেগুলো পড়ছি। এই মুহূর্তে সিনেমার কাজ আমি করবো না। সিরিয়ালেরই বেশ কিছু গল্প নিয়ে আলোচনা চলছে। কোনওটা যদি পছন্দ হয়ে যায় অবশ্যই আমি হ্যাঁ করে দেবো।' ইন্দ্রাণীর অভিনীত সীমারেখা, গোয়েন্দা গিন্নি থেকে শ্রীময়ী ছিল ব্যাপক হিট। তাই তিনি কোনও নতুন সিরিয়াল নিয়ে ফিরলে সেটাও দর্শকদের জন্য নতুন চমক আনবে সেটা নিশ্চিত। 

ছোটপর্দার পাশাপাশি টলিউডেও সমান তালে কাজ করে গিয়েছেন ইন্দ্রাণী। একসময়ের জনপ্রিয় টলিউড নায়িকা এখন খুব বেছে বেছে কাজে হাত দেন। তাঁর অভিনীত শ্রীময়ী দারুণভাবে হিট হয়েছিল। মাঝে আর্টিস্ট ফোরামের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যেও অনুপস্থিত ছিলেন ইন্দ্রাণী। তখন থেকেই ফিসফিস শোনা যায় যে কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী। তবে কবে তিনি সিরিয়ালের হাত ধরে ছোটপর্দায় ফিরবেন সে নিয়ে এখনই কিছুই জানাননি  তিনি।      

Advertisement

POST A COMMENT
Advertisement