Mahabharat: দ্বাপর যুগে মর্ডান ফার্নিচার কোত্থেকে এল? AI মহাভারত সিরিজ নিয়ে ট্রোলিং

পৌরানিক কাহিনীর শো-সিরিয়াল নিয়ে ভারতীয় দর্শকদের আগ্রহ বরাবর। বিশেষ করে তা যদি মহাভারত বা রামায়ণ হয়ে থাকে। বি আর চোপড়ার আইকনিক মহাভারত ও সেই শোয়ের সকল কলাকুশলীদের এখনও মনে রেখে দিয়েছেন দর্শকেরা।

Advertisement
দ্বাপর যুগে মর্ডান ফার্নিচার কোত্থেকে এল? AI মহাভারত সিরিজ নিয়ে ট্রোলিংAI মহাভারতের দৃশ্য নিয়ে ট্রোলিং
হাইলাইটস
  • পৌরানিক কাহিনীর শো-সিরিয়াল নিয়ে ভারতীয় দর্শকদের আগ্রহ বরাবর।

পৌরানিক কাহিনীর শো-সিরিয়াল নিয়ে ভারতীয় দর্শকদের আগ্রহ বরাবর। বিশেষ করে তা যদি মহাভারত বা রামায়ণ হয়ে থাকে। বি আর চোপড়ার আইকনিক মহাভারত ও সেই শোয়ের সকল কলাকুশলীদের এখনও মনে রেখে দিয়েছেন দর্শকেরা। এরপর অনেকেই মহাভারত তৈরি করেছেন কিন্তু বি আর চোপড়ার সামনে কেউ টিকতে পারেনি। তবে কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয়েছে মহাভারত, যেখানে কোনও অভিনেতা-অভিনেত্রী নেই। AI দিয়ে তৈরি হওয়া বিভিন্ন চরিত্রদের দেখা যাচ্ছে এই মহাভারতে। 

AI মহাভারতের দৃশ্য ভাইরাল
জিও হটস্টারে দেখানো এই শোয়ের নাম মহাভারত-এক ধর্মযুদ্ধ। এটি পুরোপুরি AI অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা হয়েছে। এই শো মুক্তি পেতেই বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক ব্যবহারকারী হস্তিনাপুরে আধুনিক আসবারপত্র দেখানোর একটি ভুল লক্ষ্য করেছেন। এই শোয়ের প্রথম পর্ব সম্প্রচারিত হয় ২৫ অক্টোবর। এটি রাজপুত্র দেবব্রতের (পরবর্তীতে যিনি ভীষ্ণ নামে পরিচিত হন) জন্মের ওপর। সেই দৃশ্যে হস্তিনাপুর প্রাসাদের একটি ঘরে মা গঙ্গাকে তাঁর নবজাতক সন্তানের সঙ্গে দেখানো হয়েছে। সেই সময়ের সঙ্গে মানানসই ঘরের অন্দর সজ্জার চেষ্টা করা হয়েছে, কিন্তু একটা জায়গায় ভুল হয়ে গিয়েছে। বিছানার পাশে থাকা ড্রয়ার সহ সাইড টেবিল-এর ব্যবহার সেই যুগে ছিল না। হস্তিনাপুরে এমন আধুনিক আসবারপত্র দেখে দর্শকেরা বেশ হতবাক। 

ট্রোলড AI মহাভারত 
এই দৃশ্যটি ভাইরাল হতে সময় নেয় না। স্ক্রিনশট নিয়ে অনেকেই ট্রোল করতে শুরু করেন। একজন লেখেন, এই দৃশ্যে শুধুমাত্র একটি ওয়্যারলেস চার্জার প্রয়োজন। অন্য একজন লেখেন, বেডসাইড টেবিল দেখে হাসি থামাতে পারছি না। এই শোয়ের বাজেট নিয়েও প্রশ্ন উঠছে। অনেক ব্যবহারকারী বলছেন যে শোটি একটি রসিকতা, মজা করার জন্য দেখানো হচ্ছে। কেউ কেউ বলছেন যে মহাভারতের আইকনিক চরিত্রগুলিকে এইভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে দেখানো ঠিক নয়। 

এই অনুষ্ঠানের মাত্র দুটি পর্ব এখন পর্যন্ত সম্প্রচারিত হয়েছে। শোটি মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে দর্শকদের থেকে। সিনেমা ও সিরিয়াল তৈরিতে AI প্রযুক্তির ব্যবহার এড়িয়ে চলার কথা বলা হলেও, নির্মাতারা মহাভারতের মতো একটি প্রকল্পকে AI সংস্করণে রূপান্তর করে উল্লেখযোগ্য পরীক্ষা-নিরীক্ষা করেছেন। দেখা যাক এই ঝুঁকি নেওয়া কতটা সুবিধা দিতে পারে আগামী দিনে।  

Advertisement

     

POST A COMMENT
Advertisement