Aishwarya Rai Bachchan- Abhishek Bachchan: বেশ কিছুদিন ধরেই ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের মধ্যে বিবাহ বিচ্ছেদের খবর আসছে। খবর এমনও আসে অভিনেত্রী বচ্চন পরিবারের ঘর ছেড়েছেন। তবে এসব প্রতিবেদনে কতটা সত্যতা রয়েছে সে বিষয়ে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এত জল্পনার মধ্যে দেখা গেল অন্য ছবি।
আজতক হিন্দির খবর অনুযায়ী, ঐশ্বর্য-অভিষেকের বিবাহবিচ্ছেদের খবর মিথ্যে। বাবা অমিতাভের সঙ্গে থাকেন দু'জনেই। তাঁদের বিচ্ছেদ নিয়ে যে সব জল্পনা শোনা যাচ্ছিল তা সঠিক নয়। এই সমস্ত প্রতিবেদন সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হয়েছে। কেউ বাড়ি ছেড়ে কোথাও যায়নি বলে খবর পাওয়া গেছে। ঐশ্বর্য ও অভিষেক এখনও বচ্চন পরিবারের সঙ্গেই আছেন।
তাদের কারওরই ডিভোর্স হচ্ছে না বা বচ্চন পরিবার থেকে আলাদা হচ্ছেন না। তবে বলা হচ্ছিল যে জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যের সেরকম বনিবনা হচ্ছে না। যে কারণে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ঐশ্বর্য তাঁর মেয়ে আরাধ্যা বচ্চনের খুব কাছের। তিনি তাঁর পরিবারের সঙ্গে যতটা সম্ভব সময় কাটাতে পছন্দ করেন।
সম্প্রতি মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুল ইভেন্টে শ্বশুর অমিতাভ বচ্চনের সঙ্গে ঐশ্বর্যকে দেখা গেছে। শ্বশুর ও পুত্রবধূর মধ্যে সম্পর্কের বন্ধন দেখে ভক্তরাও দারুণ খুশি।