বলিউডে এখন শুধুই বিচ্ছেদের সুর। অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স চর্চা নিয়ে বেশ কয়েক মাস ধরেই চর্চা বেশ তুঙ্গে। অনেক রিপোর্টেই দাবি করা হয়েছে যে অভিষেক-ঐশ্বর্য খুব শীঘ্রই নাকি ডিভোর্সের পথে হাঁটবেন। কিন্তু এইসবের মাঝেই অভিনেতার বোন ও ঐশ্বর্যর ননদ এমন এক কাণ্ড করে বসলেন যে এই ডিভোর্সের খবর সত্যিই মিথ্যে বলেই মনে করা হচ্ছে। শ্বেতার তরফ থেকে উপহার পাঠানো হয়েছে ঐশ্বর্য রাইয়ের বৌদি শ্রীমা রাইকে। এই উপহারের ছবি শ্রীমা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন।
ঐশ্বর্য রাইয়ের ননদ তথা শ্বেতা বচ্চন অভিনেত্রীর বৌদি শ্রীমা রাইকে এক বিশেষ উপহার পাঠিয়েছেন। শ্বেতা শ্রীমাকে ফুল পাঠান। শ্বেতার পাঠানো এই সুন্দর উপহারের ছবি শ্রীমা তাঁর ইনস্টা স্টোরিতে শেয়ার করে শ্বেতাকে ধন্যবাদও জানান। শ্রীমা স্টোরিতে লেখেন, ধন্যবাদ নিখিল নন্দা ও শ্বেতা। এটা খুবই সুন্দর। তবে শ্বেতা ঐশ্বর্য রাইয়ের বউদিকে কেন উপহার পাঠিয়েছেন সেই কারণ অজানা।
আসলে ঐশ্বর্য-অভিষেকের সংসার ভাঙার খবর যখন তুঙ্গে ঠিক সেই সময়ই শ্বেতা বচ্চন কেন ঐশ্বর্যর বৌদিকে উপহার পাঠাতে গেলেন সেটা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, একাধিক বলিউড ইভেন্টে ঐশ্বর্য ও অভিষেককে আলাদা আলাদা আসতে দেখা গিয়েছে। আর যে কারণে তাঁদের সেপারেশনের খবরে আরও ঘি যোগ হচ্ছে।
সম্প্রতি অভিষেক-ঐশ্বর্যর মেয়ে আরাধ্যার জন্মদিন ছিল। ঐশ্বর্য তাঁর মেয়ের জন্মদিন সেলিব্রেট করলেও সেখানে অভিষেককে দেখা যায়নি। এরকম অবস্থায় অনেকেই বলছেন যে এই তারকা দম্পতি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। যদিও অভিষেক বা ঐশ্বর্য কিংবা তাঁদের পরিবারের পক্ষ থেকে এই নিয়ে মুখ খোলেননি কেউই। কয়েকমাস ধরেই বলিউডের আনাচে-কানাচে কান পাতলে ঐশ্বর্য-অভিষেকের ডিভোর্স চর্চা শোনা যাচ্ছে। এটা শুরু হয় যখন আম্বানিদের ছোট ছেলে অনন্ত ও রাধিকার বিয়েতে পুরো বচ্চন পরিবার একসঙ্গে আসে। অমিতাভ-জয়া-অভিষেকের সঙ্গে শ্বেতা-নিখিল নন্দা ও তাঁদর দুই ছেলে মেয়ে নভ্যা আর অগস্ত্যকেও দেখা যায়। তবে ঐশ্বর্য কিন্তু আসেন শুধু মেয়ে আরাধ্যার সঙ্গে। এমনকী, শ্বশুরবাড়ির থেকে আলাদা আলাদাই ছিলেন তিনি। মাঝে মেয়ে-বউকে যোগ দিয়েছিলেন অভিষেক।