Akshay Kumar: 'অনলাইন গেমে আমার মেয়ের নগ্ন ছবি চেয়েছিল,' ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন অক্ষয়

অনলাইনে গেম খেলতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছিলেন অক্ষয় কুমারের মেয়ে। সেই কথা তুলে ধরে এবার ওপেন ফোরামে একটি বিশেষ আর্জি রাখলেন। তিনি জানান, প্রত্যেক স্কুলে স্কুলে এবার থেকে সাইবার ক্রাইম নিয়ে শিক্ষা দেওয়ার জন্য সাইবার পিরিয়ড চালু করা উচিত।

Advertisement
'অনলাইন গেমে আমার মেয়ের নগ্ন ছবি চেয়েছিল,' ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন অক্ষয়
হাইলাইটস
  • অনলাইনে গেম খেলতে গিয়ে ভয়ানক কাণ্ড ঘটে অক্ষয়ের মেয়ের সঙ্গে
  • সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেন খোদ অভিনেতা
  • কী বিশেষ আর্জি রাখলেন খিলাড়ি


নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া একটি অনলাইন হেনস্থার ঘটনা তুলে ধরে স্কুলে স্কুলে 'সাইবার পিরিয়ড' চালুর আর্জি জানালেন অভিনেতা অক্ষয় কুমার। মুম্বইয়ের একটি অনুষ্ঠানে ব্যক্তিগত জীবনের একটি ঘটনার বর্ণনা করেন অক্ষয়। কী ঘটেছিল তাঁর মেয়ের সঙ্গে?

অভিনেতা জানান, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির সঙ্গে অনলাইনে ভিডিও গেম খেলছিলেন মেয়ে। অনলাইন বিভিন্ন গেম খেলার ক্ষেত্রে এমনটা সাধারণত হয়েই থাকে। ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে অনলাইন গেমস খেলার ট্রেন্ড বেশ কিছু সময় ধরেই চলছে। সাধারণত একে অপরকে না চিনেই কেবলমাত্র গেমের রুল মেনে খেলে দুই পক্ষ। 

কিন্তু অক্ষয়ের মেয়ের ক্ষেত্রে ঘটে অন্য একরকম ঘটনা। গেম খেলার মাঝেই অপর প্রান্তের সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিটি তাকে জিজ্ঞাসা করে, সে ছেলে না মেয়ে? অক্ষয় কুমারের মেয়ে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির মেসেজের রিপ্লাইতে জানান, সে মেয়ে। এরপরই শুরু হয় হেনস্থা। সঙ্গে সঙ্গে অক্ষয় কুমারের মেয়েকে কুরুচিকর মেসেজ করতে শুরু করে ওই ব্যক্তি। পোশাক ছাড়া, অনাবৃত শরীরের ছবি পাঠাতে বলে সেই ব্যক্তি। 

আতঙ্কিত হয়ে পড়ে অক্ষয়ের কন্যা। সঙ্গে সঙ্গে নিজের মা টুইঙ্কলকে ফোন করে সে। সমস্ত ঘটনা মাকে জানায় সে। মেয়ের সঙ্গে ঘটে যাওয়া এই বিষয়টিকে হাল্কা ছলে দেখতে রাজি নন অক্ষয় কুমার। তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, এই ভাবেই সাইবার ক্রিমিনালরা ফাঁদ পাতে। এরপরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে তিনি স্কুলে স্কুলে সাপ্তাহিক 'সাইবার পিরিয়ড' চালু করার অনুরোধ করেছেন। অক্ষয়ের দাবি, সপ্তম থেকে দশম শ্রেণির ছাত্রীদের জন্য এবার থেকে সপ্তাহে একটি করে হলেও 'সাইবার পিরিয়ড' চালু করা হোক। সশরীরে কেউকে হেনস্থার চেয়ে সাইবার হেনস্থা বেশি বই কম নয়। খিলাড়ির আর্জি, 'মহিলাদের সুরক্ষার কথা ভেবে এই উদ্যোগ অবিলম্বে শুরু করে দেওযা উচিত।'

 

POST A COMMENT
Advertisement