scorecardresearch
 

Barack Obama: ২০২৪ সালে ওবামার দেখা সেরা সিনেমা এই ভারতীয় ছবি, কানেও হয়েছে প্রশংসিত

Barack Obama: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ভারতের সম্পর্ক বেশ গভীর। তিনি যতবারই এই দেশে এসেছেন ততবারই এই দেশের শিল্প-সংস্কৃতির প্রতি টানের কথা স্বীকার করতে ভোলেননি। প্রত্যেক বছরের মতো এই বছরও ওবামা তাঁর প্রিয় ছবির তালিকা সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। প্রাক্তন প্রেসিডেন্ট সিনেমা দেখতে ও গান শুনতে ভীষণভাবে ভালোবাসেন।

Advertisement
বারাক ওবামার পছন্দের এই ভারতীয় ছবি বারাক ওবামার পছন্দের এই ভারতীয় ছবি
হাইলাইটস
  • আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ভারতের সম্পর্ক বেশ গভীর।

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ভারতের সম্পর্ক বেশ গভীর। তিনি যতবারই এই দেশে এসেছেন ততবারই এই দেশের শিল্প-সংস্কৃতির প্রতি টানের কথা স্বীকার করতে ভোলেননি। প্রত্যেক বছরের মতো এই বছরও ওবামা তাঁর প্রিয় ছবির তালিকা সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। প্রাক্তন প্রেসিডেন্ট সিনেমা দেখতে ও গান শুনতে ভীষণভাবে ভালোবাসেন। প্রতি বছরই তিনি গোটা বিশ্বে তৈরি হওয়া সিনেমাগুলি তিনি দেখে থাকেন। এরপর বছর শেষে নিজের প্রিয় ছবির তালিকা সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তবে এই বছর ওবামার সেই সিনেমার তালিকা একটু বিশেষ। কারণ সেখানে স্থান পেয়েছে ভারতীয় এক ছবি। 

এই বছর ওবামার সিনেমার তালিকায় রয়েছে পরিচালক পায়েল কাপাডিয়ার ছবি 'All We Imagine as Light', যেটা তাঁর খুব প্রিয় সিনেমাগুলির মধ্যে অন্যতম। শুক্রবার বারাক ওবামা তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্টে তিনি তাঁর প্রিয় ছবির তালিকা দিয়েছেন। যেই তালিকার প্রথমেই রয়েছে All We Imagine as Light। এরপর Conclave, The piano lesson, The promised land, The seed of the sacred fig, Dune: Part two, Anora, Didi, Sugarcane, A complete unknown। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Barack Obama (@barackobama)

তবে এই ছবির তালিকার প্রথমেই রয়েছে ভারতীয় ছবি All We Imagine as Light, তার মানে ভারতীয় এই ছবিটি ওবামার মন জয় করে নিয়েছে। আন্তর্জাতিক মঞ্চে পরিচালক পায়েল কাপাডিয়ার এই সিনেমা দারুণভাবে প্রশংসিত। এই ছবির প্রিমিয়ার চলতি বছরের মে মাসে কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। এই ফেস্টিভ্যালে All We Imagine as Light মূল প্রতিযোগিতায় সরাসরি অন্তর্ভুক্ত ছিল। এবং এটি কানের দ্বিতীয় সেরা পুরস্কার, গ্র্যান্ড প্রিক্স জিতেছে। প্রায় ৩০ বছরের মধ্যে এই ছবিটিই প্রথম ভারতীয় ছবি যা কানের মূল প্রতিযোগিতায় পৌঁছেছে। 

Advertisement

পায়েল কাপাডিয়ার এই ছবিটি অস্কারে পাঠানোর কথা ছিল। কিন্তু ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া All We Imagine as Light-এর পরিবর্তে পরিচালক কিরণ রাওয়ের লাপতা লেডিসকে অস্কারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও কিরণ রাওয়ের এই ছবি অস্কার দৌড় থেকে ছিটকে গিয়েছে। 

আরও পড়ুন

Advertisement