অমিতাভ বচ্চনঅমিতাভ বচ্চনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সংস্থা। কৌন বনেগা ক্রোড়পতি-তে সিনিয়র বচ্চনের পা ছুঁয়ে পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ প্রণাম করায় আপত্তি জানিয়েছেন খলিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)। আর এরপরই অমিতাভের সুরক্ষা নিয়ে তৎপরতা দেখাচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলি। বিগ বি-এর পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়াকে নিন্দার চোখে দেখছে এই খলিস্তানি সংগঠন। বর্ষীয়ান অভিনেতার ওপর হামলা হওয়ার আশঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছে না তারা।
সূত্রের খবর, কেন্দ্রীয় সংস্থাগুলি অমিতাভ বচ্চনের ওপর হামলা হওয়ার আশঙ্কা করছে। সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি শো-তে অতিথি হিসাবে এসেছিলেন দিলজিৎ। এই পর্বটি সম্প্রচার হয় ৩১ অক্টোবর। যেখানে বিগ বি-এর পা স্পর্শ করে প্রণাম করতে দেখা গিয়েছে দিলজিৎকে। এই পর্বের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে বেশি সময় নেয় না। আর সেই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছে খলিস্তানপন্থী এসএফজে গোষ্ঠী। তাদের দাবি, অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করে সমগ্র শিখ সম্প্রদায়কে কালিমালিপ্ত করেছেন গায়ক-অভিনেতা। এপ্রসঙ্গে তারা টেনে এনেছে আটের দশকের শিখ গণহত্যার প্রসঙ্গ।
এসএফজে-এর প্রধান এক বিবৃতিতে বলেছেন যে তাদের সংগঠনের পক্ষ থেকে অস্ট্রেলিয়াতে ১ নভেম্বর দিলজিতের কনসার্ট বাতিল করার চেষ্টা তারা করবে। এই মেসেজ যাতে সবর্ত্র ছড়িয়ে পড়ে সেই চেষ্টাতেই রয়েছে এসএফজে। এই নিয়ে সংগঠনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বার্তা ছড়ানো হচ্ছে, জানিয়েছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট ঘিরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসএফজে-কে ১৯৮৪ সালের শিখ হত্যার মতো ঐতিহাসিক ঘটনা নিয়ে আবেগপূর্ণ হ্যাশট্যাগও ব্যবহার করতেও দেখা গিয়েছে।
খলিস্তানি সংগঠন তাদের বিবৃতিতে আটের দশকের শিখ গণহত্যার প্রসঙ্গের কথা তুলেছে। যেসময়ে দিল্লির মসনদে ছিল কংগ্রেস। আর রাজীব গান্ধীর বন্ধু হিসেবে হাত শিবিরের সঙ্গে বচ্চনের ঘনিষ্ঠতার কথা কারোরই অজানা নয়! একসময়ে কংগ্রেসের টিকিটেই অমিতাভ লোকসভা ভোটে জিতে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। যদিও বছর তিনেক বাদে রাজনীতির মোহভঙ্গ হয় অমিতাভের। তবে সেসময়ে ‘রক্তের বদলে রক্ত’ রব তুলেছিলেন খোদ বিগ বি। সম্প্রতি সেই অতীত প্রসঙ্গ টেনেই দিলজিৎকে সতর্ক করেছে সংশ্লিষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী। আর খলিস্তানি জঙ্গি গোষ্ঠীর এহেন হুঁশিয়ারিতেই সিনিয়র বচ্চনের নিরাপত্তা নিয়ে সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্রীয় সংস্থাগুলি। সূত্রের খবর, নিরাপত্তাবলয় ভেঙে বিগ বি’র উপর যাতে কোনও হামলা না হয়, সেবিষয়ের উপর কড়া নজর রাখা হচ্ছে। কেন্দ্রীয় সংস্থাগুলির অনুমান, খুব শিগগিরি অমিতাভও হুমকির মুখে পড়তে পারেন।