সুকান্ত- অনন্যা ২০২৬-এ টলিপাড়ায় পরপর বিয়ের সানাই বাজতে চলেছে। বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসবেন মধুমিতা সরকার। এরপর সাত পাকে বাঁধা পড়বেন অনন্যা গুহ। ২০২৫-র ২৫ ফেব্রুয়ারি সুকান্ত কুণ্ডুর সঙ্গে বাগদান সারেন টেলি অভিনেত্রী। এরপর জানা যায় সামাজিক বিয়ে করতে চলেছেন তাঁরা। এই খবর সামনে আসার পর থেকে নেটিজেন থেকে শুরু করে জুটির অনুগামীদের মনে প্রশ্ন, কবে বিয়ে করছেন তাঁরা? এই নিয়ে শুরু থেকেই ছিল নানা জল্পনা। অবশেষে সামনে এল দিনক্ষণ।
আগামী মার্চ মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন নেটদুনিয়ার জনপ্রিয় এই জুটি। ৯ মার্চ সাত পাকে বাঁধা পড়বেন অনন্যা- সুকান্ত। অনন্যা, নদীয়ার কল্যাণীর মেয়ে। অন্যদিকে সুকান্তর বাড়ি মালদাতে। নিজেদের আদি বাড়িতেই বিয়ে ও রিসেপশনের আয়োজন করছেন তাঁরা। তবে বিয়ের পরে দু'জনে সংসার পাতবেন সুকান্তর এই শহরের ফ্ল্যাটে।
এবছর ২২ বছরে পা দেবেন অনন্য়া। এত কম বয়সে বিয়ের জন্য কম কটাক্ষের শিকার হতে হয়নি তাঁকে। তবে এসবে পাত্তা না দিয়ে, দিব্যি উপভোগ করছেন জীবন। এর আগে সংবাদমাধ্যমকে অনন্য়া জানিয়েছিলেন, "সুকান্তের সঙ্গে সম্পর্কে জড়ানোর এক সপ্তাহের মাথায় বুঝতে পেরেছিলাম, আমার জন্য এই মানুষটিই সঠিক। আর যাঁরা বেশি বয়সে বিয়ে করার কথা বলছেন, তাঁরা হয়তো কম বয়সে ঠিক মানুষ খুঁজে পাননি তাই বলছেন। আর বিয়েটা আমার কাছে দায়িত্ব নয়। বরং দুই বন্ধুর একসঙ্গে থাকা, মজা করা। আমি কারও কথায় গুরুত্ব দিতে রাজি নই।"
২০২৫-র ফেব্রুয়ারি মাসে দু'জনের আশীর্বাদের আয়োজন করা হয়েছিল সুকান্তর ফ্ল্যাটে। সাবেকী সাজে সেজেছিলেন জুটি। বিকালে বাইপাসের ধারের এক ভেন্যুতে আংটি বদল হয়। সেসময় দু'জনের পোশাকে ছিল পাশ্চাত্যের ছাপ। এদিনের একটি লিপলক ভিডিও তাঁরা শেয়ার করতেই নেটমাধ্যমে বেশ হৈচৈ পড়ে।
এই মুহূর্তে ডিজিটাল মাধ্যমের জনপ্রিয় মুখ দু'জনেই। অনুগামীর সংখ্যা বিপুল। অনুগামীদের মনে কৌতূহল ছিল এবং সোশ্যাল মিডিয়াতেও বারবার ধেয়ে আসত প্রশ্নবাণ- প্রেম করছেন অনন্যা- সুকান্ত? দু'জনের ছবি, পোস্ট দেখে এই আন্দাজ করছিলেন সকলেই। অবশেষে একটি ব্লগে সেই উত্তর দেন তাঁরা। জানান, 'জাস্ট ফ্রেন্ডস'-র হিসাবে তাঁদের সম্পর্ক আর সীমাবদ্ধ নেই। অনন্যার হবু বর অভিনয় জগতের সঙ্গে যুক্ত না হলেও, বিনোদন জগতের সঙ্গে যুক্ত। আগে পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী ছিলেন। একজন জনপ্রিয় ইউটিউবার।