Sudipa-Konineeca: 'রান্নাঘর' নিয়ে আর লড়াই নয়, 'প্রিয় কনী'কে জন্মদিনের শুভেচ্ছা সুদীপার

Sudipa-Konineeca: এ যেন প্রাক্তন বনাম বর্তমানের পুর্নমিলন। একসময় জি বাংলার জনপ্রিয় শো রান্নাঘর বহু বছর একাই সামলেছেন সুদীপা চট্টোপাধ্যায়। এরপর রান্নাঘর-এর রাশ ছাড়ার পর তা অনেকদিনই বন্ধ ছিল। এরপর গত বছর থেকে ফের শুরু হয় রান্নাঘর। তখন অনেকেই ভেবেছিলেন হয়ত চ্যানেল কর্তৃপক্ষ আবার সুদীপাকেই ফিরিয়ে আনবে।

Advertisement
'রান্নাঘর' নিয়ে আর লড়াই নয়, 'প্রিয় কনী'কে জন্মদিনের শুভেচ্ছা সুদীপার কনীনিকা-সুদীপা
হাইলাইটস
  • বুধবার ছিল কনীনিকার জন্মদিন।

এ যেন প্রাক্তন বনাম বর্তমানের পুর্নমিলন। একসময় জি বাংলার জনপ্রিয় শো রান্নাঘর বহু বছর একাই সামলেছেন সুদীপা চট্টোপাধ্যায়। এরপর রান্নাঘর-এর রাশ ছাড়ার পর তা অনেকদিনই বন্ধ ছিল। এরপর গত বছর থেকে ফের শুরু হয় রান্নাঘর। তখন অনেকেই ভেবেছিলেন হয়ত চ্যানেল কর্তৃপক্ষ আবার সুদীপাকেই ফিরিয়ে আনবে। কিন্তু না, সেটা হয়নি। নতুন রান্নাঘর সঞ্চালনার দায়িত্ব সঁপা হয় কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। অভিনেত্রীও যোগ্য উত্তরসূরী হয়ে সুন্দরভাবেই রান্নাঘর সামলাচ্ছেন। বুধবার ছিল কনীনিকার জন্মদিন। আর এইদিন সব অভিমান ভুলে জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন সুদীপা চট্টোপাধ্যায়। 

এদিন কনীনিকার সঙ্গে একটি সেলফি পোস্ট করেন সুদীপা। যেখানে দুজনকেই হালকা গোলাপি রঙের পোশাকে দেখা গিয়েছে। ছবিতে কনীনিকাকে জড়িয়ে রয়েছেন সুদীপা। এই ছবির নীচে লেখা শুভ জন্মদিন, কনী। কনীনিকার কাছের মানুষ ও ইন্ডাস্ট্রির লোকেরা কনী বলেই সম্বোধন করেন। এই ছবি পোস্ট করে সুদীপা ক্যাপশনে লেখেন, শুভ জন্মদিন কনীনিকা। ভগবান তোমায় আশীর্বাদ করুক যেন সব ইচ্ছে পূরণ হয়। যেভাবে হাসছো সেভাবে তোমার মুখে হাসি থাকুক, তোমায় ও তোমার রান্নাঘরের টিমকে আমার শুভেচ্ছা। আমি খুব খুশি তোমার জন্য। তুমি অন্যদের জন্য মাইলফলক গড়েছো। খুব ভাল থাক তোমার পরিবার। তোমার ছোট্ট রাজকুমারীর জন্য অনেক আদর। 

প্রসঙ্গত, রান্নাঘর-এর সঞ্চালক বদলে যাওয়ার পর থেকেই ইন্ডাস্ট্রিতে শোনা যাচ্ছিল যে রুষ্ট হয়েছেন সুদীপা। আর তারপরেই শোনা যায় এই রদবদলের জেরে ‘রান্নাঘর’-এর কর্তৃত্ব নিয়ে লড়াই শুরু হয়েছে কনীনিকা ও সুদীপার মধ্যে। শোনা গিয়েছিল, দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে এই শোয়ের সঞ্চালনা করার পর এই পরিবর্তনে নাকি মন খারাপ হয়েছিল সুদীপার। যদিও তা নিয়ে কখনওই মুখ খোলেননি তাঁরা কেউই। তবে খারাপ যে একেবারেই লাগেনি তা কখনও স্বীকার করতেও দেখা যায়নি সুদীপাকে।

Advertisement

তবে জন্মদিনেই নয়, এর আগে টোটা রায়চৌধুরীর ২৫ বছরের বিবাহবার্ষিকীতে সুদীপা ও কনীনিকাকে দেখা গিয়েছিল। তারপর কনীনিকা ও সুদীপা একে অপরকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময়ও করেছেন। মাকে হারানোর পর কনীনিকার এটিই প্রথম জন্মদিন। আর সেই জন্মদিনে আদুরে পোস্ট করেছেন সুদীপা। শুধু তাই নয় জানা যাচ্ছে, তাঁর কনীকে জন্মদিনের উপহারও পাঠিয়েছেন সুদীপা। তবে কী উপহার পাঠিয়েছেন, তা জানা যায়নি।     

POST A COMMENT
Advertisement