Tele Couple Lip Lock: পাহাড়ের কোলে 'লিপলক' অনিন্দিতা-সুদীপের, দম্পতির আদুরে বিবাহবার্ষিকী পালন

টলিপাড়ায় যখন বিয়ে ভাঙার একের পর এক খবর, সেখানে নিজেদের সম্পর্ককে আরও এক বছর এগিয়ে নিয়ে গেলেন এই তারকা দম্পতি। গত বছরেই মা-বাবা হয়েছেন তাঁরা, কন্যা সন্তান এসেছে তাঁদের ঘরে। আর মেয়েকে নিয়ে নিজেদের বিয়ের জন্মদিন পালন করতে পাহাড়ে চলে গিয়েছেন টেলিপাড়ার চেনা জুটি সুদীপ সরকার ও অনিন্দিতা রায়চৌধুরী।

Advertisement
পাহাড়ের কোলে 'লিপলক' অনিন্দিতা-সুদীপের, দম্পতির আদুরে বিবাহবার্ষিকী পালনসুদীপ-অনিন্দিতার লিপ লক মুহূর্ত
হাইলাইটস
  • কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে ২০২২ সালের ২৬ জানুয়ারি এইদিনে হঠাৎ করে বিয়ে সেরে নেন সুদীপ ও অনিন্দিতা।

টলিপাড়ায় যখন বিয়ে ভাঙার একের পর এক খবর, সেখানে নিজেদের সম্পর্ককে আরও এক বছর এগিয়ে নিয়ে গেলেন এই তারকা দম্পতি। গত বছরেই মা-বাবা হয়েছেন তাঁরা, কন্যা সন্তান এসেছে তাঁদের ঘরে। আর মেয়েকে নিয়ে নিজেদের বিয়ের জন্মদিন পালন করতে পাহাড়ে চলে গিয়েছেন টেলিপাড়ার চেনা জুটি সুদীপ সরকার ও অনিন্দিতা রায়চৌধুরী। পাহাড়ের কোলে একে-অপরের ঠোঁটে ঠোঁট রেখে ৪ বছরের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন। 

কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে ২০২২ সালের ২৬ জানুয়ারি এইদিনে হঠাৎ করে বিয়ে সেরে নেন সুদীপ ও অনিন্দিতা। একেবারে ছিমছামভাবে আয়োজন করে আইনি বিয়ে সারেন এই জুটি। যদিও অনিন্দিতার এটা দ্বিতীয় বিয়ে। চার বছর ধরে সুখেই সংসার করছেন এই দম্পতি। গত বছর মা হয়েছেন অনিন্দিতা। এখন মেয়ে তিষ্যাকে নিয়েই তাঁদের সব অবসর সময় কাটে। ৪ বছরের বিয়ে বলে কথা, একটু বিশেষ না হলে হয়। তাই মেয়েকে নিয়ে মুসৌরি ঘুরতে চলে গেলেন এই দম্পতি। 

আর সেখানেই পাহাড়ের কোলে একে-অপরের ঠোঁটে ডুব দিলেন এই তারকা দম্পতি। এই ছবি পোস্ট করে সুদীপ ক্যাপশনে লেখেন, তোমার ধন্যবাদ জানানোর ভাষা আমার কাছে নেই। তুমি আমাকে সম্পূর্ণ করেছ। এই নিষ্ঠুর, পাগলাটে, উন্মাদ পৃথিবীতে তুমি আমাকে শান্তি দিয়েছ। ভালোবাসা এবং নিঃস্বার্থতার আসল অর্থ শিখিয়েছ। আমি জানি না আমি কতটা ভালো স্বামী, প্রেমিক বা বন্ধু, কিন্তু বিশ্বাস করো আমি আরও চেষ্টা করব এবং অবশ্যই তোমাকে গর্বিত করব..আমি তোমাকে ভালোবাসি। চতুর্থ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা প্রিয়। তাঁদের এই ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের ভালোবাসায় ভরে দিয়েছিলেন নেটিজেনরা। তাঁদের এই ছবিতে কমেন্ট করেন মানালীও, তিনি একাধিক হার্ট ইমোজিতে ভরে দেন।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anindita Raychaudhury (@raychaudhuryanindita)

Advertisement

'তেঁতুলপাতা' সিরিয়াল করার সময়ই প্রেগন্যান্ট হয়ে পড়েছিলেন অনিন্দিতা। বিয়ের ৩ বছর পর তাঁদের কোলে আসে কন্যা সন্তান। তবে শুধু সুদীপ নয়, অনিন্দিতাও একটি ছোট ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাঁকে বর স্ট্রবেরি চিজ কেক খাইয়ে দিচ্ছেন। ঠান্ডায় যে তাঁরা এই মুহূর্তটা উপভোগ করছেন, তা বলাই বাহুল্য। এরপর একে-অপরকে কেক খাইয়ে দিয়ে ফের চুমুতে ডুব দেন এই দম্পতি। অনিন্দিতা এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে জানিয়ে দেন যে সপ্তাহে একবার ঝগড়া নিয়ম করে। সুদীপ ও অনিন্দিতা দুজনেই টেলিভিশনের চেনা মুখ, দুজনেই নেগেটিভ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। 

POST A COMMENT
Advertisement