ফেসবুক জুড়ে আচমকাই চর্চায় অনির্বাণ ভট্টাচার্যের গান। কুণাল, দিলীপ আর শতরূপ, তিন ঘোষকে নিয়ে দুঁদে অভিনেতার প্যারোডি হু হু করে শেয়ার হচ্ছে। তাঁর স্টেজ শো-এর একটি ভিডিও রাতারাতি ভাইরাল। সিনে ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হওয়া থেকে শুরু করে অভিনেতার রাজনৈতিক ইস্যু নিয়ে মুখে কুলুপ এঁটে থাকা, সবকিছুই আচমকা কমেন্ট-পাল্টা কমেন্টের বিষয়বস্তু হয়ে উঠেছে। এমনকী, এই নিয়ে পোস্ট করেছেন খোদ তৃণমূল নেতা কুণাল ঘোষও। সৌজন্যে 'হুলি-গান-ইজম'। নেটপাড়ায় আচমকা হল টা কী?
কী এই 'হুলি-গান-ইজম'?
হুলি-গান-ইজম অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের মিউজিক ব্যান্ড। অভিনেতা দেবরাজ ভট্টাচার্য এবং আরও কয়েকজন মিউজিশিয়ানকে নিয়ে সদ্য নতুন এই প্রয়াস শুরু করেছেন অনির্বাণ। আর প্রথম গানেই জনপ্রিয়তার শিখর ছুঁয়ে ফেলেছেন তাঁরা। 'আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি...।' এই গান এখন লোকের মুখে মুখে, ইনস্টার রিলে রিলে। তবে এবার তাদের ভাইরাল করল এক প্যারোডি, তা-ও আবার আদ্যোপান্ত রাজনৈতিক ব়্যাপ।
অনির্বাণের প্যারোডি
সোমবার আচমকাই ভাইরাল হয় অনির্বাণ ভট্টাচার্যের একটি কনসার্টের ভিডিও। বকুলতলা গান খ্যাত 'হুলি-গান-ইজম'-এর লাইভ পারফর্ম্যান্স দেখতে শহরের একটি গ্রাউন্ডে হাজির হয়েছিলেন কাতারে কাতারে দর্শক। রেড লাইট লাগানো কালো হ্যাট আর ব্ল্যাক শর্ট স্লিভ জ্যাকেট পরে মঞ্চে হাজির অভিনেতা অনির্বাণ ও তাঁর মিউজিশিয়ানদের টিম। তবে বকুলতলার জনপ্রিয়তা ছাপিয়ে গেল 'হুলি-গান-ইজম'-এর রাজনৈতিক প্যারোডি। কুণাল, দিলীপ আর শতরূপ ঘোষকে নিয়ে বাঁধা অনির্বাণের গান শুনে হাততালিতে ফেটে পড়ল গ্রাউন্ড।
৩ ঘোষকে বিঁধে কী গাইলেন অভিনেতা?
অনির্বাণ গাইলেন, 'এসব গানবাজনা ছাড়, চল প্রোমোটারি করি, বড় গাড়ি চড়ি। ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি। এই আমাদের দোষ, গানবাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে কুণাল ঘোষ। তবে শুধু কুণাল ঘোষই নয় এরপরে নাম না করে হুলি গান ইজমের কটাক্ষ ছিল দিলীপ ঘোষের দিকে। গানের কথায়, 'আরেক ঘোষও আছে। দাদা খুবই রোমান্টিক। ঘোষ দিয়ে যায় চেনা। গয়না দোকান সব তুলে দাও, গোরুর দুধে সোনা।' এখানেই শেষ নয়। এরপর অনির্বাণের পাশ থেকে দেবরাজ গেয়ে ওঠেন, 'আরেক ঘোষও আছে, ওই বিপ্লবীদের পার্টি। টিভি চ্যানেল পার্টি অফিস বড্ড হাঁটাহাঁটি। তাই কিনেছে গাড়ি, দামটা বেশি খুব। ফেসবুকেতেই রাজা মোদের দাদা শতরূপ।'
কী বললেন কুণাল ঘোষ?
বিষয়টিকে নেহাত মজার ছলেই নিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি ওই প্যারোডি নিজেই এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, 'অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যর নতুন ব্যান্ড হুলি-গান-ইজমের গানের অংশ। আমার মজা লেগেছে, ভাল লেগেছে। গানের ধরন, উপস্থাপনাও উপভোগ করলাম। একটু তির্যক? তাতে কী! কুণাল ঘোষ এসব মজা নিতে জানে। ভাল থেকো অনির্বাণ।'
কাঠগড়ায় অনির্বাণ
ফেডারেশনের বিরুদ্ধে আদালতে মামলা করে বাংলা ইন্ডাস্ট্রিতে কার্যত কোণঠাসা হয়ে গিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। অভিনয় ও পরিচালনা থেকে খানিক দূরত্ব তৈরি হয়েছে তাঁর। এদিকে, আরজি কর কাণ্ড থেকে চাকরিহারা শিক্ষকদের পরিণতি, কোনও ইস্।ু নিয়েই তাঁকে টুঁ শব্দটি করতে দেখা যায়নি প্রকাশ্যে। একবার সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন, 'আমার হাতে দুটো অপশন হয় রাজনীতির দল খোলা নইলে গানের দল খোলা।' দ্বিতীয় অপশনটিই বেছে নিয়েছেন তিনি। গানে গানেই আচ্ছে দিন থেকে শুরু করে মোদীর পেনশন স্কিম নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কেউ বলছেন ‘সাহস আছে’। কারও আবার তীর্যক মন্তব্য, 'প্যারোডিতে কেন মমতা সরকারের দুর্নীতির প্রসঙ্গ?' ২০২১ ভোটের আগে তাঁর 'নো ভোট টু বিজেপি' ক্যম্পেনে অংশগ্রহণ নিয়েও কম সমালোচনা হয়নি। এবার রাজনৈতিক প্যারোডি করেও ডান-বাম সবপক্ষের থেকে উড়ে আসছে একের পর এক মন্তব্য।