ইতালির ভেনিসে বিশ্ব সিনেমার মর্যাদাপূর্ণ আসর 'ভেনিস চলচ্চিত্র উৎসব'-এর ৮২তম সংস্করণে বাজিমাত করলেন বাংলার মেয়ে অনুপর্ণা রায়। ৮২-তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের খেতাব জয় করেছেন পরিচালক অনুপর্ণা। বিশ্বের দরবারে বাঙালি ও দেশের নাম উজ্জ্বল করেন পুরুলিয়ার মেয়ে। তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি “Songs of Forgotten Trees” (সংগস অফ ফরগটেন ট্রিজ)-এর জন্য ‘অরিজন্টি’ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার হাতে তুলেছেন বঙ্গকন্যা। আর পুরস্কার নিয়ে গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আবেগে কেঁদে ফেললেন পরিচালক। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও রীতিমতো ভাইরাল। ভেনিসের ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চেই অনুপূর্ণা জানান যে প্যালেস্তাইনের পাশে দাঁড়ানো উচিত সকলের। বাঙালি পরিচালকের এমন বার্তায় প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে নেট দুনিয়ায়।
লাল-সাদা শাড়ি ও কালো রঙের স্লিভলেস ব্লাউজ পরে মঞ্চে সেরা পরিচালকের পুরস্কার নিতে ওঠেন অনুপর্ণা। হাতে পুরস্কার নিয়ে তিনি হঠাৎই আবেগতাড়িত হয়ে পড়েন। অনুপর্ণা বলেন যে তাঁকে ভেনিসের মতো আন্তর্জাতিক ক্ষেত্রে এমন সম্মান দেওয়ার জন্য বিচারকদের ধন্যবাদ জানান। এর পাশাপাশি তাঁর পরিচালিত ছবি ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’-এর জন্য অনুপর্ণা ধন্যবাদ জানিয়েছেন ছবির সঙ্গে যুক্ত সকল কলাকুশলীদের। এরপরই অনুপর্ণার কন্ঠ বুজে আসে কান্নায়। তিনি বলেন এই সম্মান তাঁকে শিহরিত করেছে। পুরস্কার গ্রহণের সময় গাজাতে চলমান হামলারও নিন্দা জানান তিনি।
অনুপর্ণা বলেন, 'আমি এখানে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যা এই মুহূর্তে খুবই বড় ঘটনার আকার নিয়েছে, প্যালেস্তাইন এখন বিধ্বস্ত। প্রত্যেকটি শিশুই শান্তি, স্বাধীনতা, মুক্তি চায়। আর প্যালেস্তাইন ব্যতিক্রম নয়। আমি এর জন্য কোনও হাততালি চাই না, প্যালেস্তাইনকে নিয়ে একটু চিন্তা-ভাবনা করা এবং দেশটার পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমি হয়তো এই মন্তব্য করে আমার দেশকে বিচলিত করেছি কিন্তু সেটা নিয়ে আমি একদমই উদ্বিগ্ন না।'
বাঙালি পরিচালকের এই কথাগুলো মন ছুঁয়ে গেছে সকলের। তাঁর ভিডিও এখন রীতিমতো ভাইরাল।
অনুপর্ণা রায় পরিচালিত ছবি ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’–এর জন্য অরিজন্টি’ বিভাগে তিনি এই পুরস্কার জিতেছেন। মুম্বইয়ে বসবাসকারী দুই মহিলার জীবন সংগ্রামের গল্প বলেছে এই ছবি৷ তাঁর এই দুর্দান্ত গল্প আন্তর্জাতিক মহলে দারুণ প্রশংসায় কুড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলার মেয়ে এই সাফল্যে গর্বিত৷ এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন,আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়-এর অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার খুব আনন্দ হয়েছে। আমি তাঁকে, তাঁর মা-বাবাকে, তাঁর সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই।
২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলা উৎসবে জমা পড়েছিল মোট ৪,৫৮০টি ছবি। এর মধ্যে থেকে মাত্র ২১টি ছবিকে নির্বাচিত করা হয় মূল প্রতিযোগিতার জন্য। সেই কড়া প্রতিযোগিতার মধ্যেই অনুপর্ণার ছবিকে বেছে নিলেন বিচারক মণ্ডলী। ভবিষ্যতে অনুপর্না তৃতীয় বিশ্বের দেশের মানুষদের নিয়ে ছবি তৈরি করতে চান। ব্রিটিশ ইন্ডিয়ার ছবি তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর। আর পুরুলিয়াবাসীর কাছে তিনি কৃতজ্ঞ এবং পুরুলিয়ার মেয়ে হিসেবে তিনি গর্বিত। তিনি পুরুলিয়ার ভাষায় কথা বলেন এবং নিজের বাংলার মাটির জন্য গর্ববোধ করেন।