৫৮ বছর বয়সে দ্বিতীয়বার বাবা হলেন আরবাজ খান। স্ত্রী সুরা খান কন্যাসন্তান প্রসব করেছেন বলে জানা গিয়েছে। শনিবার মুম্বইয়ের পিডি হিন্দু হাসপাতালে ভর্তি হন আরবাজের স্ত্রী। সেই সময় থেকেই জল্পনা শুরু হয়। সূত্রের খবর, আরবাজ ও সুরার ঘরে এসেছে ফুটফুটে কন্যা। রবিবারই মা হয়েছেন সুরা।
এই খবর পাওয়ার পর কাকা সলমন খানও পানভেল ফার্মহাউস থেকে মুম্বই আসছেন পরিবারের সঙ্গে এই খুশির মুহূর্ত উদযাপনের জন্য। সম্প্রতি সুরার সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিল খান পরিবার। একেবারে রাজকীয়ভাবে সুরার প্রথম সাধের অনিষ্ঠান হয়। সলমন খানও এই উদযাপনে সামিল হয়েছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই মুহূর্তে খান পরিবারে খুশির হাওয়া। আরবাজ-সুরার এই সুখবরে আনন্দিত সকলেই।
জুনেই আরবাজ খান সুরার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিশ্চিত করেন। এক সংবাদপত্রকে আরবাজ বলেন, হ্যাঁ, সুরা প্রেগন্যান্ট। আমি এটা আর অস্বীকার করব না কারণ এই খবর সবাই জেনে গিয়েছে। আমার পরিবারও জানে আর এখন সকলেই জানতে পারবে। আমাদের জন্য এই সময়টা খুবই আনন্দের অনুভূতি। নতুন অধ্যায়ের জন্য আমরা দুজনেই উৎসাহিত। প্রসঙ্গত, আরবাজের সঙ্গে আগে মালাইকা অরোরার বিয়ে হয়। তাঁদের ২২ বছরের ছেলে রয়েছে, আরহান খান। তবে ১৯ বছর সংসারের পর আরবাজ ও মালাইকার ডিভোর্স হয়ে যায়। তবে তাঁরা দুজনেই ছেলের লালন-পালন একসঙ্গেই করতেন।
২০২২ সালে একটি সিনেমার শ্যুটিং সেটে আরবাজের সঙ্গে আলাপ হয় সুরার। সেটে এমনি টুকটাক কথাবার্তা চলত। তার বেশি কিছু ছিল না। কিন্তু শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরে আলাদা দেখা করা শুরু করেন দু’জনে। প্রায় দু’বছর প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। কিন্তু পুরোটাই আ়ড়ালে রেখেছিলেন। আরবাজ আর সুরা যখন বিয়ে করার সিদ্ধান্ত নেন, তখনই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। ২০২৩ সালের ডিসেম্বরে ব্যক্তিগত পরিসরে বিয়ে করেন আরবাজ ও সুরা। চলতি বছর জুনে খবর মেলে যে মা হতে চলেছেন সুরা। বর্তমান স্ত্রীর সঙ্গে আরবাজের বয়সের ফারাক অনেকটাই। তা নিয়ে বিয়ের আগে আলোচনাও হয়েছিল বিস্তর।