মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বর্তমানে আরব সাগরের বুকে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলার ছেলে অরিজিৎ সিং (Arijit Singh)। শিরোনামে থাকেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী। দেশ জুড়ে আয়োজন হয় অরিজিতের নানা কনসার্ট। ফ্যানেদের মধ্যেও চরম উত্তেজনা দেখা যায়। সম্প্রতি ভাইরাল হয়েছে গায়কের চণ্ডীগড় কনসার্টের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, জিয়াগঞ্জের ভূমিপুত্রের সুরের মূর্ছনায় সেখানে মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করছেন হাজার হাজার শ্রোতা। এদিকে মঞ্চেই গানের সঙ্গে সঙ্গে ভিডিও কল সারছেন তিনি।
'লাপাতা লেডিস'-র 'ও সজনী রে' গাইছেন অরিজিৎ সিং। দারুণ উৎসাহী দর্শকেরা। আর এদিকে ভিডিও কলে গায়ক কথা বলছেন বাবা কক্কর সিংয়ের সঙ্গে। শিল্পীর চোখে- মুখে তৃপ্তি- খুশি। কনসার্টে উপস্থিত সকলের উদ্দেশ্যে বললেন, 'আমার বাবা ভিডিও কলে রয়েছেন...।' এমনকী ফোনের ক্যামেরা ঘুরিয়ে দর্শক- শ্রোতাদেরও দেখালেন তিনি।
গান গাওয়ার মাঝে ফ্যানেদের সঙ্গে কথাবার্তা বলেন অরিজিৎ। এমনকী কনসার্ট চলাকালীন ভাল করে 'কানেক্ট' করেন। অনুরাগীদের মনোরঞ্জনে যাতে ত্রুটি না থাকে, সে চেষ্টাই করেন তিনি। সেরকমই করছিলেন এদিনের কনসার্টেও। এরই মাঝে বাবার সঙ্গে আলাপ করালেন সকলকে। এদিকের শিল্পীর বাবাও অত্যন্ত গর্বিত ছেলের কাজে।
'ফেম গুরুকুল' থেকে বিরাট লাইমলাইট না পেলেও, এর বছর পাঁচ- ছয়েক পরে অরিজিৎ-এর ভাগ্য বদলাতে শুরু করে। সঙ্গীত পরিচালক প্রীতমের সহযোগী হিসেবে কাজ করার পর থেকে ক্রমশ পরিচিতি পেতে শুরু করেন তিনি। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, প্রীতমের সঙ্গে মিউজিক প্রোগ্রামার হিসেবে কাজ করার সময়ই 'ফেম গুরুকুল'-এর এক প্রতিযোগী রূপরেখা বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেন তিনি। যদিও একথা গুজব বলেই উড়িয়েছেন রূপরেখা। এমনকী ২০২১ সালে সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে তিনি জানান, এই তথ্য একেবারেই ভুল। তাঁর অরিজিৎ-এর সঙ্গে কোনও সম্পর্ক নেই।
পাপ্পারাৎজিদের থেকে দূরে থাকেন অরিজিৎ সিং। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারের অন্তরালে থাকতে পছন্দ করেন গায়ক। এমনকী বিভিন্ন সাক্ষাৎকারে প্রেম- বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলেও, খুব সন্তর্পণে তা এড়িয়ে গিয়েছেন। 'ফেম গুরুকুল' থেকে বিরাট লাইমলাইট না পেলেও, এর বছর পাঁচ- ছয়েক পরে অরিজিৎ-এর ভাগ্য বদলাতে শুরু করে। সঙ্গীত পরিচালক প্রীতমের সহযোগী হিসেবে কাজ করার পর থেকে ক্রমশ পরিচিতি পেতে শুরু করেন তিনি। এরপর আর ফিরে তাকাতে হয়নি অরিজিৎকে।