Arijit Singh: 'পারিশ্রমিক পান না শিল্পীরা,' যখন বিস্ফোরক দাবি করেছিলেন অরিজিত্‍

হঠাৎ করেই প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন অরিজিৎ সিং। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া পেজে তিনি আচমকাই জানিয়ে দিলেন যে তিনি সিনেমায় গান গাওয়া থেকে অবসর নিচ্ছেন। অরিজিতের এমন সিদ্ধান্তে হতবাক সঙ্গীত মহল থেকে তাঁর ভক্ত-অনুরাগীরা।

Advertisement
'পারিশ্রমিক পান না শিল্পীরা,' যখন বিস্ফোরক দাবি করেছিলেন অরিজিত্‍অরিজিৎ সিং
হাইলাইটস
  • হঠাৎ করেই প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন অরিজিৎ সিং।

হঠাৎ করেই প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন অরিজিৎ সিং। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া পেজে তিনি আচমকাই জানিয়ে দিলেন যে তিনি সিনেমায় গান গাওয়া থেকে অবসর নিচ্ছেন। অরিজিতের এমন সিদ্ধান্তে হতবাক সঙ্গীত মহল থেকে তাঁর ভক্ত-অনুরাগীরা। তবে অরিজিৎ প্লেব্যাক ছাড়লেও গানের সঙ্গে নিজের সম্পর্ক ভাঙছেন না। তিনি স্বাধীনভাবে নিজের মতো করে গান বানাবেন। কিন্তু তিনি কেন প্লেব্যাক থেকে হঠাৎ করে অবসর নিলেন? এর পিছনে একাধিক কারণের কথা জানিয়েছেন গায়ক নিজেই। এরই মাঝে অরিজিতের পুরনো এক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে অরিজিৎ সঙ্গীত জগতের বড় সমস্যার কথা তুলে ধরেছেন। 

অরিজিৎ সেই সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রিতে শিল্পীদের সঠিক সময়ে সঠিক পারিশ্রমিক না পাওয়ার কথা জানিয়েছেন। ২০২৩ সালে দ্য মিউজিক পডকাস্টে এসে অরিজিৎ এই কথা জানিয়েছিলেন। সেই পডকাস্টে অরিজিৎ পরিচালক, প্রযোজক ও প্রযোজনা সংস্থার কাছে লেনদেন সংক্রান্ত বিষয়গুলিতে যে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা  রাখার আবেদন করেন। তিনি এই আর্থিক লেনদেন নিয়ে বলেন, নয়তো কাজ করিয়ে পয়সা দাও অথবা কাজ করিও না। অরিজিৎ বলেন যে একাধিক শিল্পী রয়েছেন যাঁরা তাঁদের নির্দিষ্ট কাজের গণ্ডি পেরিয়েও কাজ করেন, কারণ তাঁরা এই সৃজনশীল পদ্ধতিতে নিজেদের আবেগকে বিনিয়োগ করেছেন। 

গায়কের মতে, সঙ্গীত জগতের শিল্পারা অনেক সময়ই সীমা ছাড়িয়ে কাজ করেন কারণ তাঁদের সেই শিল্পের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে। কিন্তু তারপর তাঁরা উপলব্ধি করেন যে যে পরিমাণ পরিশ্রম তাঁরা করেছেন, সেই অনুযায়ী টাকা পাননি। তাঁদের প্রচেষ্টার কাছে এটা অপর্যাপ্ত। অরিজিৎ বলেন, শিল্পীদের বলা হয় যে আপনি এত টাকা পাবেন আর তার জন্য আপনাকে এই কাজটা করতে হবে। সেটাও আলোচনার মাধ্যমে ঠিক করা হয়। শিল্পীও রাজি হন। যখন তারা রাজি হন এবং কাজ করেন, তখন তারা ভুলে যান যে সেই অর্থের জন্য তাদের কত কাজ করতে হবে... তারপর তারা যে পারিশ্রমিক পান তা তাদের প্রতিশ্রুতির চেয়ে কম, তাহলে, আপনি একজন শিল্পীকে হত্যা করছেন। 

Advertisement

অরিজিতের মতে, ইন্ডাস্ট্রিতে সঙ্গীতের সঙ্গে যুক্ত মানুষ ও গায়কদের জন্য সিস্টেমের অভাব রয়েছে। মিউজিসিয়ান্স ও গায়কদের জন্য, একটা সিস্টেম হওয়া দরকার, যেরকম আগে ছিল। যেমন সেশন রেকর্ডিং হয়, আপনি গান করুন, সেটা ফাইনাল হল কি হল না সেটা না দেখে, আপনি পুরো পেমেন্ট পেলেন। এটা খুবই ভাল একটি ব্যবস্থা। সবাই কাজ করবে আর সেই অনুযায়ী সবাই পারিশ্রমিকও পাবে। অরিজিৎ এই ব্যবস্থাকে শোধরানোর দাবি জানিয়েছিলেন এই পডকাস্টে। গায়ক বলেন, সঙ্গীতশিল্পী ও গায়ক-গায়িকাদের সুরক্ষিত অনুভব করানো খুবই দরকার। গায়কের মতে, একটা গানের পিছনে সকলের সমান অবদান থাকে, তাই সবাই সঠিক পারিশ্রমিক পাওয়ার যোগ্য। 

প্রসঙ্গত, 'ফেম গুরুকুল' থেকে উত্থান অরিজিৎ সিংয়ের। তবে বলিউডে তাঁর প্লেব্যাক হিসাবে ডেবিউ হয় ২০১১ সালে মার্ডার ২ ছবির ফির মহাব্বত গান দিয়ে। এরপর গায়কের গলায় আশিকি ২-এর সব গান সুপার ডুপার হিট হয়। আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক হিট গান উপহার দিয়েছেন দর্শকদের। মঙ্গলবার সন্ধ্যায় একটি পোস্টে অরিজিৎ লেখেন, “নতুন বছরের শুভেচ্ছা সকলকে। শ্রোতা হিসাবে এত বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এ বার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসাবে কোনও কাজ করব না। আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম। কিছু দিন আগেই ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে গান গেয়েছেন তিনি। ‘ক্ষণে গোরাচাঁদ’ নামে সেই গান জনপ্রিয় হয়েছে শ্রোতা মহলে। এর পাশাপাশি, সম্প্রতি বেশ কিছু হিন্দি ছবিতেও তাঁর গান মুক্তি পেয়েছে। ‘ধুরন্ধর’-এ ‘গেহরা হুয়া’ গানটিও শ্রোতাদের মুখে মুখে ফিরছে। আসন্ন ছবি ‘ও রোমিয়ো’-তেও রয়েছে তাঁর গান। তবে আর নয়, জানিয়ে দিলেন অরিজিৎ নিজেই।

POST A COMMENT
Advertisement