Arijit Singh: প্লেব্যাক ছেড়ে পরিচালক অরিজিত্‍, নওয়াজের সঙ্গে বিরাট ডিল ফাঁস

গতকাল, মঙ্গলবার রাতে অরিজিৎ সিংয়ের এক ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন পড়েছে। তিনি জানিয়ে দেন, আপাতত প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কেরিয়ারের শীর্ষে দাঁড়িয়ে এমন সিদ্ধান্তে অবাক ভক্ত থেকে শুরু করে সঙ্গীতজগতের তারকারাও। প্রশ্ন উঠতে থাকে, হঠাৎ কেন এই বিরতি? তিনি কি আর ফিরবেন না? অবশেষে নীরবতা ভাঙলেন গায়কের ঘনিষ্ঠ মহল।

Advertisement
প্লেব্যাক ছেড়ে পরিচালক অরিজিত্‍, নওয়াজের সঙ্গে বিরাট ডিল ফাঁসঅরিজিৎ সিং ও নওয়াজউদ্দিন সিদ্দিকি।-কোলাজ
হাইলাইটস
  • গতকাল, মঙ্গলবার রাতে অরিজিৎ সিংয়ের এক ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন পড়েছে।
  • তিনি জানিয়ে দেন, আপাতত প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল, মঙ্গলবার রাতে অরিজিৎ সিংয়ের এক ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন পড়েছে। তিনি জানিয়ে দেন, আপাতত প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কেরিয়ারের শীর্ষে দাঁড়িয়ে এমন সিদ্ধান্তে অবাক ভক্ত থেকে শুরু করে সঙ্গীতজগতের তারকারাও। প্রশ্ন উঠতে থাকে, হঠাৎ কেন এই বিরতি? তিনি কি আর ফিরবেন না? অবশেষে নীরবতা ভাঙলেন গায়কের ঘনিষ্ঠ মহল।

কেন প্লেব্যাক ছাড়লেন অরিজিৎ?
হিন্দি সিনেমাকে একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন অরিজিৎ সিং। তাই তাঁর এই সিদ্ধান্ত সঙ্গীতপ্রেমীদের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা। HT-র সঙ্গে কথোপকথনে অরিজিৎ-এর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, 'অরিজিৎ বর্তমানে একটি ছবি পরিচালনা করছেন। বহুদিন ধরেই এই কাজের প্রস্তুতি চলছিল। পরিচালনা এখন তাঁর নেশা হয়ে উঠেছে।'

একজন পরিচালক হিসেবে এই ছবির জন্য তাঁকে পুরো সময় দিতে হবে। সূত্রের দাবি, প্লেব্যাক গানের প্রস্তাব নিতে থাকলে এই প্রকল্পে মন দেওয়া সম্ভব হতো না। তাই আপাতত প্লেব্যাক গান থেকে বিরতি নিয়ে তিনি আগে পরিচালনার কাজ শেষ করতে চান। এটিকে এক বছরের ছুটি বলেই দেখছেন তিনি।

শোনা যাচ্ছে, নওয়াজউদ্দিন সিদ্দিকির প্রথম প্রযোজিত ছবিতে অরিজিতের মেয়ে শোরা মুখ্য ভূমিকায় অভিনয় করছেন, যা এই প্রকল্পকে আরও বিশেষ করে তুলেছে।

সোশ্যাল মিডিয়ায় কী বললেন অরিজিৎ?
ইনস্টাগ্রামে এক পোস্টে অরিজিৎ সিং লেখেন, 'নমস্কার। আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। বছরের পর বছর ধরে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য আন্তরিক ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে নতুন কোনও কাজ আপাতত আর করব না। এখানেই এই অধ্যায় শেষ করছি। যাত্রাটা অসাধারণ ছিল।'

তিনি আরও জানান, আগে করা কিছু প্রতিশ্রুতি ও কাজ বাকি রয়েছে, সেগুলি সম্পন্ন করেই তিনি এই বিরতিতে যাবেন। এখন ভক্তদের একটাই আশা, পরিচালনার কাজ শেষ করে অরিজিৎ সিং আবার দ্রুত প্লেব্যাক গানের জগতে ফিরে আসুন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement