মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বর্তমানে আরব সাগরের বুকে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলার ছেলে অরিজিৎ সিং (Arijit Singh)। শিরোনামে থাকেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী। দেশ- বিদেশে জুড়ে হয় অরিজিতের নানা কনসার্ট। ফ্যানেদের মধ্যেও চরম উত্তেজনা দেখা যায়। ফ্যানেদের মধ্যেও চরম উত্তেজনা দেখা যায়। সম্প্রতি ব্রিটেনের এক কনসার্টে একটি ভিডিও ভাইরাল হয়েছে গায়কের।
ভিডিওতে দেখা যাচ্ছে, একেবারে খোশ মেজাজে একের পর এক গান গেয়ে মঞ্চ মাতাচ্ছিলেন অরিজিৎ সিং। জিয়াগঞ্জের ভূমিপুত্রের সুরের মূর্ছনায় সেখানে মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করছেন হাজার হাজার শ্রোতা। হঠাৎ ঘটল এক অবাক করা কাণ্ড। এক মহিলাকে রীতিমতো গলা ধরে ধাক্কা দিতে দেখা গেল এক নিরাপত্তারক্ষীকে। অভিযোগ, তিনি অরিজিতের দিকে যাচ্ছিলেন দর্শক থেকে। সেই মহিলা অনুরাগী, অরিজিতের নাম ধরে চিৎকার করছেন।
এই দৃশ্য দেখা মাত্রই গান থামিয়ে দেন গায়ক। মঞ্চ থেকেই নিরাপত্তারক্ষীকে বলেন, এরকমভাবে কারও গলা ধরা একেবারেই উচিত নয়। শুধু তাই নয় শিল্পী সকলকে বসতে অনুরোধ করেন এবং সেই অনুরাগীর কাছে ক্ষমা চেয়ে বলেন, "আমি দুঃখিত। আপনার সঙ্গে এটা একেবারেই উচিত কাজ হয়নি। আমি যদি ওখানে থাকতাম, তাহলে কিছুতেই এমনটা হতে দিতাম না। দয়া করে বসুন।" ভাইরাল হওয়া ভিডিওটি দেখে সকলেই অরিজিৎ সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ।
This is not fair said @arijitsingh
— The Arijitians (@thearijitians_) September 25, 2024
When security grabbed a fan girl by the neck.. on the spot Arijit Singh said the guard. ❤️#UK Concert.
Follow uss for more Updates.@Atmojoarjalojo @RockOnMusicLtd @OfficialTMTM #ArijitSingh #Security #fans #arijitsinghlive @BBCNews pic.twitter.com/nbvbV3XnLs
লন্ডনের এই কনসার্টেই এড শিরানের সঙ্গেএকই মঞ্চে পারফর্ম করতে দেখা যায় অরিজিৎ সিংকে। দুই গায়কের যুগলবন্দি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল সেই পারফরম্যান্সের নানা ঝলক। অরিজিৎ নিজেও তাঁর সোশ্যাল পেজে এই কনসার্টের ছবি শেয়ার করেন। বাঙালির মুখে মুখে এখন ফিরছে শিল্পীর নতুন প্রতিবাদী গান 'আর কবে'। আরজি কর কাণ্ডের প্রতিবাদী মিছিলে এক প্রকার অ্যান্থেম হয়ে উঠেছে এই গান। সেখানে হঠাৎ উঠে আসে কলকাতায় তিলোত্তমার বিচারের দাবিতে চলা প্রতিবাদের কথা।
শিল্পীর গাওয়া 'আর কবে' গানটি গাওয়ার আবেদন এল শ্রোতাদের তরফে। কিন্তু এই গানের আবদার শুনে খুশি হননি শিল্পী। বরং চটে গিয়ে অরিজিৎ ধমক দিয়ে সেই অনুরাগীকে বলেন, "এটা ঠিক জায়গা নয়। মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন। এটা আমার কাজ। আর ওটা (আর কবে) আমার শিল্প। তুমি যেটার কথা বলছ ওটা আমার শিল্প। এটা সঠিক সময় নয়, ওই গান গাওয়ার। তুমি যদি সত্যিই প্রতিবাদ করতে চাও, যাও কলকাতায় যাও। হ্যাঁ, ওখানেই যাও। এখানে অনেক বাঙালি আছেন, যাও গিয়ে কলকাতার পথে নামো।" এরপরেই তিনি গাইতে শুরু করেন 'রমতা যোগী'।
প্রসঙ্গত, পাপ্পারাৎজিদের থেকে দূরে থাকেন অরিজিৎ সিং। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারের অন্তরালে থাকতে পছন্দ করেন গায়ক। এমনকী বিভিন্ন সাক্ষাৎকারে প্রেম- বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলেও, খুব সন্তর্পণে তা এড়িয়ে গিয়েছেন। 'ফেম গুরুকুল' থেকে বিরাট লাইমলাইট না পেলেও, এর বছর পাঁচ- ছয়েক পরে অরিজিৎ-এর ভাগ্য বদলাতে শুরু করে। সঙ্গীত পরিচালক প্রীতমের সহযোগী হিসেবে কাজ করার পর থেকে ক্রমশ পরিচিতি পেতে শুরু করেন তিনি। এরপর আর ফিরে তাকাতে হয়নি অরিজিৎকে।