
যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের গুঞ্জনের মাঝে টলিপাড়ায় আরও এক দম্পতির ঘর ভাঙার খবর শোনা যাচ্ছিল। সব্যসাচী চক্রবর্তীর ছোট ছেলে ও সৃজা সেনের দাম্পত্যে নাকি চিড় ধরেছে। টলিউডের এক নায়িকার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছিল নাকি অর্জুনের আর তার জেরেই অভিনেতার সংসারে ভাঙন ধরে। যদিও এই মুহূর্তে অর্জুন ও সৃজার মধ্যে সবকিছু ঠিকঠাক রয়েছে বলেই মনে করা হচ্ছে। দুজনেই এখন ঘন ঘন ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। আর তারই মাঝে ফ্রেন্ডশিপ ডে-এর দিন স্ত্রী সৃজার সঙ্গে ছবি পোস্ট করে জানিয়ে দিলেন তাঁদের সম্পর্ক ঠিক কতটা গভীর।
অর্জুনের পোস্ট দেখেই বোঝা গিয়েছে যে তিনি ও সৃজা স্কুলের বন্ধু। একই স্কুলে পড়তেন তাঁরা। সেই সময় থেকেই তাঁদের বন্ধুত্ব। অর্জুন ও সৃজা অ্যাসেম্বলি অফ গড চার্চে পড়তেন। তখন অবশ্য নিছকই বন্ধুত্ব ছিলেন তাঁরা। তাঁদের প্রেমপর্ব শুরু হয় ২০০৭ সাল থেকে। ৮ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসেন ২০১৫ সালে। বড় ভাই গৌরবের আগেই বিয়েটা সেরে ফেলেছিলেন অর্জুন। অর্জুন-সৃজার একমাত্র মেয়ে অবন্তিকা। ২০১৮ সালে জন্ম তাঁর। বিয়ের আগে সৃজা মডেলিং করতেন। তবে এখন আর মডেলিং করেন না। যদিও কোনও টলিউড হিরোইনদের চেয়ে কম গ্ল্যামারস নন সৃজা।
অর্জুন-সৃজা তাঁদের বিয়ের অনেকটা বছর পার করে ফেলেছেন। সম্পর্কে স্বামী-স্ত্রী হলেও এখনও তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা অটুট রয়েছে। আর যে কারণে এত ঝড়-ঝাপটার পরও একে-অপরের হাত ধরে রয়েছেন তাঁরা। স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে অর্জুন লেখেন, “এজি স্কুলের ক্যাম্পাস থেকে এখন আমরা এক মিষ্টি মেয়ের বাবা-মা।” প্রসঙ্গত, আমেরিকায় বঙ্গ সম্মেলনে গিয়েছিলেন অর্জুন। আর সেখানে গিয়েই এক নায়িকার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। যা কারোরই নজর এড়িয়ে যায়নি। এরপরই তা সৃজার কানে আসলে নিজের প্রোফাইল থেকে অর্জুনের সব ছবি মুছে দেন তিনি।
কিন্তু এরপর অর্জুন তাঁর ও সৃজার পুরনো ছবি শেয়ার করে বুঝিয়ে দেন যে তাঁদের মধ্যে সবকিছু ঠিকঠাক রয়েছে। এমনকী সৃজা-অর্জুন ডিনার ডেটেও যান। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেন তারকা দম্পতি। তবে মাঝে মাঝেই সৃজার কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে এটাও মনে হয় যে আদৌও সব সম্পর্ক ঠিক রয়েছে তো অর্জুন-সৃজার মধ্যে নাকি পুরোটাই মেয়ের জন্য সম্পর্ককে জিইয়ে রাখা।