Armaan- Payel- Kritika: পঞ্চমবার বাবা হবেন ইউটিউবার আরমান! দ্বিতীয় স্ত্রীর গর্ভধারণের খবরে কী প্রতিক্রিয়া প্রথম স্ত্রীর?

Popular Youtuber News: ফের বাবা হতে চলেছেন আরমান মালিক। এই খবরে সরগরম নেটমাধ্যম। আসলে, আরমানের দ্বিতীয় স্ত্রী কৃতিকা সম্প্রতি একটি ভ্লগে জানান যে তিনি আবার গর্ভবতী।

Advertisement
পঞ্চমবার বাবা হবেন আরমান! দ্বিতীয় স্ত্রীর গর্ভধারণের খবরে কী প্রতিক্রিয়া প্রথম স্ত্রীর? কৃতিকা- আরমান- পায়েল (ছবি:ফেসবুক)

শিরোনামে থাকেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রী পায়েল ও কৃতিকা। ৪ সন্তানের বাবা আরমান। পায়েলের ৩ ছেলে এবং কৃত্তিকার ১ ছেলে। মালিক পরিবারে কি পঞ্চম সন্তান আসতে চলেছে? এই মুহূর্তে এই নিয়ে জোর আলোচনা নেট দুনিয়ায়। 

ফের বাবা হতে চলেছেন আরমান মালিক। এই খবরে সরগরম নেটমাধ্যম। আসলে, আরমানের দ্বিতীয় স্ত্রী কৃতিকা সম্প্রতি একটি ভ্লগে জানান যে তিনি আবার গর্ভবতী। কৃতিকা ক্যামেরার সামনে প্রেগন্যান্সি পরীক্ষা করার পর রিপোর্ট পজিটিভ আসে। কৃতিকা ফের মা হতে চলেছেন, শুনে আনন্দে নাচতে শুরু করেন আরমানের প্রথম স্ত্রী পায়েল। তিনি বলেন যে, বাড়িতে একজন নতুন অতিথি আসতে চলেছে।

যদিও পরে জানা যায়, এই খবর সত্যি না। কৃতিকা আসলে গর্ভবতী নন। শুধুমাত্র মজা করেছেন তিনি। কৃত্তিকা তাঁর ভ্লগে যে পজিটিভ প্রেগন্যান্সি কিট রিপোর্ট দেখিয়েছেন, তা আসলে তাঁর প্রথম গর্ভাবস্থার সময়কার, যখন তিনি প্রথমবার গর্ভবতী ছিলেন। 

এই প্রথম নয়। এর আগেও এই ধরণের প্র্যাঙ্ক বা মজা করেছেন এই তিন ইউটিউবার। আসলে নিজেদের প্রচার বা লাইক- ভিউ বাড়ানোর জন্যই এই পন্থা অবলম্বন করেন তাঁরা। যদিও এই বিষয়টির তীব্র নিন্দা করেন বহু নেটিজেন। নিন্দুকরা কটাক্ষ করতেও ছাড়েননি জনপ্রিয় এই ইউটিউবারদের।  
   
প্রসঙ্গত,  আরমান মালিক তাঁর দুই স্ত্রী পায়েল এবং কৃত্তিকার সঙ্গে একই বাড়িতে থাকেন। আরমানের প্রথম স্ত্রী পায়েলের ৩টি সন্তান রয়েছে। অন্যদিকে তাঁর দ্বিতীয় স্ত্রী কৃত্তিকা এক ছেলের মা। 

 

POST A COMMENT
Advertisement