
Awlokkhis in Goa: মাসখানেক পেরিয়েছে প্রয়াত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। টলিউড ও অসংখ্য অনুরাগীদের কাঁদিয়ে না ফেরার দেশে অভিনেত্রী। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ব্রেন স্ট্রোক এরপর পরপর হার্ট অ্যাটাক। চরম কঠিন লড়াইয়ের পর গত ২০ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অসুস্থ হওয়ার আগে ঐন্দ্রিলার আগামী ওয়েব সিরিজ ‘অলক্ষ্মীজ ইন গোয়া’র (Awlokkhis in Goa) শুটিং হওয়ার কথা ছিল গোয়ায়। সেখানে যাওয়ার কথাও ছিল। কিন্তু চলে গেলেন অভিনেত্রী। তাঁর শূন্যস্থান পূরণ করতে এলেন টলিপাড়ার অন্য এক অভিনেত্রী।
ঐন্দ্রিলা আচমকা অসুস্থ হয়ে পড়লে স্থগিত করা হয় শুটিং। সেই সময় সিরিজে তাঁর পরিবর্ত হিসেবে অন্য এক অভিনেত্রীকে আনা হয়। তখন নাম প্রকাশ না করলেও এখন অভিনেত্রীর নাম সামনে এসেছে। সিরিজের পোস্টারও প্রকাশ্যে এসেছে।
ঐন্দ্রিলা শর্মার পরিবর্তে এসেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharjee)। তিনিও টলিপাড়ার বেশ জনপ্রিয় মুখ। এর আগে বেশ কিছু ওয়েব সিরিজ, সিনেমা ও সিরিয়ালে কাজ করেছেন তিনি।
ঐন্দ্রিলা হাসপাতালে থাকায়, শুটিংয়ের কাজ এগোতে তাঁর জায়গায় আনা হয় প্রিয়াঙ্কাকে। তবে তাঁর কাজ অসমাপ্ত থাকলেও সিরিজের শেষে শুটিংয়ের অংশগুলি হয়তো দেখা যাবে, এমনই জানা যাচ্ছে। নির্মাতারা অবশ্য় তরফে এ বিষয়ে এখনও নিশ্চিত করেননি।
‘অলক্ষ্মীজ ইন গোয়া’ ওয়েব সিরিজটি এই জানুয়ারিতে আসছে KLIKK অ্যাপে। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা জয়দীপ বন্দোপাধ্যায়ের। এই সিরিজে রয়েছেন প্রিয়াঙ্কা মণ্ডল, অনুরাধা মুখার্জি ও আভেরী সিংহ রায়ও। ডার্ক কমেডির মোড়কে নির্মিত 'অলক্ষ্মীজ ইন গোয়া' সিরিজটি।