২০ বছর পর ফিরছে পরশপাথর২০ বছর পর ফিরছে বাংলার একদা জনপ্রিয় ব্যান্ড পরশপাথর। যে ব্যান্ডের গানগুলি কলেজ জীবনে সকলেরই প্রিয় ছিল। আর্চিস গ্যালারি হোক বা ইচ্ছে ডানা, এখনও অনেকের প্লে লিস্টে এই গানগুলো বাজে। দু দশক আগে পর্যন্ত বাংলা ব্যান্ড হিসেবে পরশপাথর বাকিদের চেয়ে অনেকটাই এগিয়েছিল। কথায় সুরে গানে মাতিয়ে রেখেছিল শহর ও শহরতলির শ্রোতাদের। দুর্ভাগ্যবশত সেই ব্যান্ড ভেঙে যায়। প্রায় ২০ বছর পর ফের মঞ্চ মাতাতে আসছে পরশপাথর ব্যান্ড।
ব্যান্ডের অনেক সদস্যই এদিক-ওদিক ছড়িয়ে যান। সোশ্যাল মিডিয়ায় রিলের যুগে ভিন্ন ভাষায় গান গেয়ে রিচ বৃদ্ধি করেন। এহেন সময়ে ফের বাংলা গানের জন্য একজোট হচ্ছে ‘পরশপাথর’। ২০ বছর আগে ব্যান্ডে যাঁরা ছিলেন, তাঁরা প্রত্যেকেই ফিরছেন। কে কে আছেন এই পরশপাথর ব্যান্ডে? ২০ বছর আগে যাঁরা যাঁরা ছিলেন, তাঁরা প্রত্যেকেই রয়েছেন। অয়ন বন্দ্যোপাধ্যায়, ঋষি, চিরদীপ, কিংশুক, হামটু, রাজা। এর সঙ্গে যোগ হয়েছে কি-বোর্ডে বুটি ও বেস গিটারে বাচস্পতি। সমিধও বেস গিটার বাজাবে কয়েকটি গানের সঙ্গে। তবে এই ব্যান্ডের অন্যতম সদস্য অনিন্দ্য বসুকে দেখা যাবে না।
এই পরশপাথর-কে এক জায়গায় নিয়ে আসার পিছনে রয়েছেন দুজন মানুষ, ‘পৃথিবী’ ব্যান্ডের কৌশিক চক্রবর্তী ও অনুষ্ঠানের কিউরেটর তৌসিম রহমান। এক সংবাদমাধ্যমকে ব্যান্ডের সদস্য অয়ন জানিয়েছেন যে জনপ্রিয়তা থাকলেও, গান গেয়ে উপার্জন তেমন হত না। মানুষ ‘পরশপাথর’-এর গান শুনত ঠিকই। কিন্তু গান গেয়ে উপার্জন করে সংসার চালানো খুব সহজ ছিল না। যথারীতি যে যাঁর কাজের স্বার্থে বিচ্ছিন্ন হয়ে যান। তবে এখন আবার তাঁরা এক জায়গায় হয়েছেন।
কবে মঞ্চে আসছে পরশপাথর ব্যান্ড? আগামী ১৮ ডিসেম্বর কলকাতার কেসিসিতে ফিরতে চলেছে এই ব্যান্ড। ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। এই কনসার্টে তাদের সঙ্গে বাজাবে পৃথিবীও। কনসার্ট নিয়ে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে শ্রোতাদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া এই ব্যান্ডের প্রচারে টিকিটের মূল্য বলা হয়েছে। একটি টিকিটের দাম ৪৯৯ টাকা, পড়ুয়াদের জন্য ৪২৫ টাকা করে, ২ জনের গ্রুপ গেলে তা পড়বে ৭৯৯ টাকা আর ৪ জনের গ্রুপ গেলে পড়বে ১৪৯৯ টাকার টিকিট।