Jeetu Shirin Romance On Serial: স্ত্রী অপর্ণার রাগ ভাঙাতে গান গাইলেন আর্য, দেখুন জিতু-শিরিনের রোম্যান্স, VIDEO

Jeetu Shirin Romance On Serial: অপর্ণা-আর্যর প্রেম দিন দিন যেন বেড়েই চলেছে। 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে আর্য ও অপর্ণার বিবাহ সম্পন্ন। এবার এই দম্পতির নতুন নতুন প্রেম প্রতিদিনই দর্শকদের মন জয় করছে। শিরিন পাল ও জিতু কমলের এই রসায়ন খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে।

Advertisement
স্ত্রী অপর্ণার রাগ ভাঙাতে গান গাইলেন আর্য, দেখুন জিতু-শিরিনের রোম্যান্স, VIDEO  চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে জিতু-শিরিনের প্রেম
হাইলাইটস
  • অপর্ণা-আর্যর প্রেম দিন দিন যেন বেড়েই চলেছে।

অপর্ণা-আর্যর প্রেম দিন দিন যেন বেড়েই চলেছে। 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে আর্য ও অপর্ণার বিবাহ সম্পন্ন। এবার এই দম্পতির নতুন নতুন প্রেম প্রতিদিনই দর্শকদের মন জয় করছে। শিরিন পাল ও জিতু কমলের এই রসায়ন খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকের গল্প অনুযায়ী একাধিক প্রতিবন্ধকতা পেরিয়ে এক হতে পেরেছেন আর্য ও অপর্ণা। আর প্রেম মানেই মান-অভিমান, রাগারাগি থাকবেই। সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও সামনে আনা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অপুর মান ভাঙাতে আর্য কত কিনা করছেন। 

ধারাবাহিকের গল্প অনুযায়ী, সদ্য বিয়ে হয়েছে আর্য এবং অপর্ণার। আর বিয়ের সময় থেকেই নানান অদ্ভুত কিছু হয়েই চলেছে। তার ওপর আর্য-অপর্ণার মধ্যে দুরত্ব তৈরি করার চেষ্টা করছেন মীরা। আর সেই কারণেই রাগ হয়েছে আর্যর সদ্য বিবাহিত স্ত্রী অপর্ণার। আর তাই স্ত্রীর মান ভাঙাতে ময়দানে নামতেই হল আর্যকে। কিন্তু কী করে রাগ ভাঙালেন আর্য?

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে আর্য গান গেয়ে স্ত্রী অপর্ণার রাগ ভাঙানোর চেষ্টা করছেন। শাহরুখ খানের ইয়েস বস ছবির ম্যায় কোই অ্যায়সা গীত গায়ু গান দিয়েই অপুর মন জয়ের চেষ্টা চলছে। কখনও বাবল উড়িয়ে আবার কখনও বা বেলুন নিয়ে আবার কখনও বা একতোড়া গোলাপ নিয়ে আর্য মান ভাঙাতে চাইছেন অপুর। তবে মুখে যতই রাগ দেখান না কেন, অপর্ণারও কিন্তু বেশ ভালই লাগছে আর্যর এই চেষ্টা। আর্যর এই চেষ্টা বিফল যায়নি, অপুর মুখে হাসি ফোটাতে সফল হয়েছেন তিনি। সব মিলিয়ে আর্য ও অপর্ণার এই প্রেম দর্শকদের বেশ ভালই লাগছে। 

ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। ইতিমধ্যেই ১২ লক্ষের মতো ভিউ হয়েছে এই ভিডিওটির। যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি এই ধারাবাহিক ৩০০ পর্ব অতিক্রম করেছে। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই তা নিয়ে একাধিক সমস্যা সামনে আসে। বদল করা হয় নায়িকার মুখও। তবে এতে হিতে বিপরীত হয়েছে। নতুন এই জুটি আর্য ও অপর্ণা (জিতু ও শিরিন)-কে দর্শকেরা ভীষণভাবে পছন্দ করছেন, তা বলাই বাহুল্য। 

Advertisement

ইতিমধ্যেই পায়েল দে-এর চরিত্রটিও সামনে এসেছে। তিনি আর্যর প্রথম স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন। ধারাবাহিকে এর আগে দেখানো হয়েছে, রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে আর্যর প্রথমা স্ত্রী রাজনন্দিনীর। ধারাবাহিকে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে, রাজনন্দিনীর সঙ্গে কোনও না কোনও সম্পর্ক রয়েছে ধারাবাহিকের নায়িকা অপর্ণার। সেটাই এখন কিছুটা স্পষ্টভাবে ধারাবাহিকের বিভিন্ন পর্বে দেখা যাচ্ছে। 

 
 

POST A COMMENT
Advertisement