Jaya Ahsan: বয়স ধরে রাখতে প্লাস্টিক সার্জারি করিয়েছেন? সত্যিটা জানালেন জয়া আহসান

Jaya Ahsan: তাঁর আসল বয়স ঠিক কত, সেই নিয়ে আলোচনা কম হয় না। নানান জনের নানান মত। কিন্তু জয়া আহসান নিজের বয়স বাজানোর বদলে তা কমিয়েই চলেছেন। তাঁকে দেখে তাঁর বয়স কত, সেটা আন্দাজ করা বেশ কঠিন কাজ। বাংলাদেশী নায়িকার টানটান ও মসৃণ ত্বকে নেই কোনও বয়সের ভাঁজ।

Advertisement
বয়স ধরে রাখতে প্লাস্টিক সার্জারি করিয়েছেন? সত্যিটা জানালেন জয়া আহসানজয়া আহসান
হাইলাইটস
  • তাঁর আসল বয়স ঠিক কত, সেই নিয়ে আলোচনা কম হয় না।

তাঁর আসল বয়স ঠিক কত, সেই নিয়ে আলোচনা কম হয় না। নানান জনের নানান মত। কিন্তু জয়া আহসান নিজের বয়স বাজানোর বদলে তা কমিয়েই চলেছেন। তাঁকে দেখে তাঁর বয়স কত, সেটা আন্দাজ করা বেশ কঠিন কাজ। বাংলাদেশী নায়িকার টানটান ও মসৃণ ত্বকে নেই কোনও বয়সের ভাঁজ। অনেকেই বলে থাকেন জয়ার এই বয়স ধরে রাখার আসল রহস্য নাকি তিনি গোটা শরীরে অস্ত্রোপচার করিয়েছেন। কিন্তু আদৌও কি তাই? এই বিষয়ে জয়া সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন।

বলিউডের পাশাপাশি টলিউড তারকারাও নিজেদের যৌবন ধরে রাখতে বোটক্স, ফিলার্স, শরীরের বিভিন্ন অঙ্গে অস্ত্রোপচার এইসব করিয়ে থাকেন। সেই তালিকায় বলিউডের তাবড় তাবড় নায়িকারা যেমন রয়েছেন, তেমনি টলিপাড়ার বেশ কিছু অভিনেত্রী সেই পথেই হেঁটেছেন। সেরকমই জয়া আহসানের গ্ল্যামার বেশ ঈর্ষণীয় অন্য নায়িকাদের কাছে। তিনি কোন যাদুমন্ত্রে তাঁর যৌবন ধরে রেখেছেন, তার রহস্য অনেকেই জানেন না। তবে নিন্দুকেরা বলে থাকেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা নাকি অস্ত্রোপচার করেছেন। 

জয়া এমনিতেই তাঁর ব্যক্তিগত বিষয়গুলি নিয়ে সেভাবে মুখ খোলেন না। তবে বারংবার শরীরে প্লাস্টিক সার্জারি করা নিয়ে এবার নীরবতা ভাঙলেন তিনি। বাংলাদেশের এক পডকাস্টে এসে জয়া বলেন, ‘মানুষ বলে, আমার পুরো শরীরে, মাথা থেকে পা পর্যন্ত নাকি প্লাস্টিক সার্জারি করা। বোটক্স, এটা–সেটা (ব্যবহার করি)—এগুলো বলে মানুষ। অনেকে ভাবে এ সব মন্তব্য দেখি না। আমি কিন্তু দেখি মাঝেমধ্যে। কমেন্ট বক্স দেখলে আমাদের দেশের পুরুষদের মানসিকতা বোঝা যায়। তবে প্লাস্টিক সার্জারি করেছেন নাকি করেননি—তা স্পষ্ট করেননি জয়া আহসান।

তবে কোনও কেমিক্যাল নয়, জয়া তাঁর ত্বকের চর্চার জন্য ভরসা করেন ঘরোয়া উপাদানেই। শরীরচর্চা, যোগা এইসব তো রয়েছেই। এছাড়াও খুব মেপে খান অভিনেত্রী। ঠিক সময়ে ঘুম ও ঠিক সময়ে ওঠা ভীষণভাবে মেনে চলেন জয়া। অভিনেত্রী মনে করেন, মন থেকে ভাল থাকলে ত্বক এমনি ভাল থাকবে। তাই জয়ার ত্বকের যত্নের মূল উপাদানই হল নিজেকে ভাল রাখা। 

Advertisement

   

POST A COMMENT
Advertisement