scorecardresearch
 

Pori Moni: গোলাপি শাড়ি পরিমণি খেলেন সাধ, যত্ন করে খাওয়ালেন 'মা'

পরনে গোলাপি শাড়ি, কানে ঝুমকো, হাতে চুড়ি আর সামনে রকমারি সুখাদ্যের সম্ভার। সামনে বসে যত্ন করে মেয়েকে খাওয়াচ্ছেন মা। সম্প্রতি ফেসবুকে ছবি ভিডিও শেয়ার করে সাধ খাওয়ার মুহূর্ত ফ্যানদের সঙ্গে ভাগ করে নিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরিমণি (Pori Moni). শীঘ্রই তাঁর জীবনে নতুন একজন আসতে চলেছে যাকে পেয়ে মাতৃত্ব উদ্‌যাপন করবেন পরিমণি।

মা শিল্পী সরকার অপুর সঙ্গে পরিমণি মা শিল্পী সরকার অপুর সঙ্গে পরিমণি

পরনে গোলাপি শাড়ি, কানে ঝুমকো, হাতে চুড়ি আর সামনে রকমারি সুখাদ্যের সম্ভার। সামনে বসে যত্ন করে মেয়েকে খাওয়াচ্ছেন মা। সম্প্রতি ফেসবুকে ছবি ভিডিও শেয়ার করে সাধ খাওয়ার মুহূর্ত ফ্যানদের সঙ্গে ভাগ করে নিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরিমণি (Pori Moni). শীঘ্রই তাঁর জীবনে নতুন একজন আসতে চলেছে যাকে পেয়ে মাতৃত্ব উদ্‌যাপন করবেন পরিমণি।

বুধবার রাতে অভিনেত্রীর আর এক 'মা' শিল্পী সরকার অপু একগুচ্ছ খাবার, ফুল আর নানা উপহার নিয়ে মেয়ের বাড়িতে হাজির হয়েছিলেন। মায়ের আনা একটি শাড়িতেই সুন্দর করে সেজে সাধ খেলেন পরিমণি। মুহূর্তের ছবি এবং ভিডিও তুলেছেন পরিমণির কথায় 'আমার মানুষটা' অর্থাৎ রাজ। সেটাই উৎসাহ ভরে শেয়ার করেছেন পরি। পোস্টে তিনি লেখেন, 'আজ মা এসেছিল তার হাতের এত্ত পদের রান্না করা খাবার নিয়ে। শুধু কি রান্না! ফুল,এক জোড়া শাড়ি,জামা আর এত্তগুলো আদর! এইযে একটা শাড়ি পড়েও ফেললাম। মা শিল্পী সরকার অপু। এই মাকে আমি পেয়েছি স্বপ্নজাল থেকে। এমন করেই আদর দিও বাকি জীবন। আমি তোমাকে অনেক ভালোবাসি। #স্বাধেরসাধ. ছবিঃ- আমার মানুষটা'

 

মাতৃত্ব ঘোষণা করার পর থেকে আনন্দে ঘিরে থাকছেন পরিমণি। আর রাজের সঙ্গে ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, আইসক্রিম খেয়ে যাওয়া হোক বা গর্ভাবস্থার ফটোশুট, সব ক্ষেত্রেই পরিমণির সমস্ত সাধ মেটাচ্ছেন তাঁর পরিবার। গর্ভাবস্থায় সাধ খাওয়া প্রত্যেক মেয়ের স্বপ্ন থাকে। সেই স্পপ্ন পূরণ করলেন 'স্বপ্নজাল থেকে' পাওয়া মা অপু। ইলিশ খেতে ভীষণ ভালোবাসেন পরি। সেই সাধও মিটিয়েছেন রাজ। ভালোবাসা পেয়ে মাতৃত্বের লাবন্য যেন ঝরে পড়ছে পরির সুন্দর মুখ থেকে।

ডাল, ভাত, ভাজা, মাছ মাংস, তরকারি, মিষ্টি পায়েস কী ছিল না মেনুতে! রকমারি রান্না তৃপ্তি করে খেয়েছেন পরি। তার পর এই মাকে একরাশ ভালোবাসা ফিরিয়ে দিয়েছেন ফেসবুক পোস্টের মাধ্যমে। বাস্তবে মায়ের অভাব বুঝতেই দেননি শিল্পী সরকার অপু।