scorecardresearch
 

AR Rahman: একসঙ্গে ডিভোর্স, অ্যাফেয়ার চলছে? রহমান নিয়ে মুখ খুললেন মোহিনী

AR Rahman: বেশ কিছুদিন ধরেই চর্চায় অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এআর রহমানের ব্যক্তিগত জীবন। কিছুদিন আগেই স্ত্রী সায়রা বানুর সঙ্গে ২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার কথা ঘোষণা করেছেন শিল্পী। শুধু তাই নয়, এআর রহমানের পাশাপাশি তাঁর দলেরই বেস গিটারিস্ট মোহিনী দে সেই একই পথে হেঁটেছেন। আর তারপর থেকেই জল্পনা তুঙ্গে যে মোহিনীর জন্যই কি রহমানের সংসারে ভাঙন ধরেছে?

Advertisement
এআর রহমানকে নিয়ে মুখ খুললেন মোহিনী এআর রহমানকে নিয়ে মুখ খুললেন মোহিনী
হাইলাইটস
  • বেশ কিছুদিন ধরেই চর্চায় অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এআর রহমানের ব্যক্তিগত জীবন।

বেশ কিছুদিন ধরেই চর্চায় অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এআর রহমানের ব্যক্তিগত জীবন। কিছুদিন আগেই স্ত্রী সায়রা বানুর সঙ্গে ২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার কথা ঘোষণা করেছেন শিল্পী। শুধু তাই নয়, এআর রহমানের পাশাপাশি তাঁর দলেরই বেস গিটারিস্ট মোহিনী দে সেই একই পথে হেঁটেছেন। আর তারপর থেকেই জল্পনা তুঙ্গে যে মোহিনীর জন্যই কি রহমানের সংসারে ভাঙন ধরেছে? যদিও সেই বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন রহমান। তাঁর আইনজীবীর তরফে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রাক্তন স্বামীর পাশে দাঁড়িয়েছেন সায়রাও। তবে এতদিন চুপই ছিলেন মোহিনী। এবার মুখ খুললেন বাঙালি কন্যা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে এইসব গুজবকে ভুয়ো বলেছেন। আর তার সঙ্গে জানিয়েছেন এআর রহমান তাঁর বাবার মতো। 

ইনস্টাগ্রামে মোহিনী একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন যে তিনি রহমানের সঙ্গে সাড়ে আট বছর ধরে কাজ করেছেন। এরপর ৫ বছর আগে মোহিনী আমেরিকাতে চলে যান। এই কয়েক বছরে এই বাঙালি বেসিস্ট একাধিক পপ তারকাদের সঙ্গে কাজ করেছে। মোহিনী এই ভিডিওর মাধ্যমে সকলকে অনুরোধ করেছেন যে এটা তাঁদের ব্যক্তিগত বিষয় তাই সকলে একটু দয়ালু ও ভাবনা-চিন্তা করে কথা বলতে বলেছেন। মোহিনীর দাবি, তিনি তাঁর ট্যুর শেষ করার পরই এইসব গুজব নিয়ে কথা বলার সময় পেয়েছেন। এই ভিডিওর মাধ্যমে মোহিনী বলেন, রহমান তাঁর বাবার চেয়েও ছোট এবং রহমানের মেয়ে ও তিনি প্রায় সমবয়সী।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mohini Dey (@dey_bass)

Advertisement

বেসিস্ট মোহিনী বলেন, আমার জীবনে ফাদার ফিগার, রোল মডেল একাধিক মানুষ আছেন এবং আমি সৌভাগ্যবতী যে আমার জীবনে তাঁদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এআর তাঁদের মধ্যেই একজন। এআর মানে, আমি এআর রহমানের কথা বলছি। আমি ওঁকে প্রচণ্ড সম্মান করি। উনি আমার বাবার মতোই। আমার বাবার থেকে হয়তো বয়সে একটু ছোট। ওঁর মেয়ে আর আমি এক্কেবারে সমবয়সি, বোধ হয়। আমাদের একে অন্যের প্রতি সম্মান ও ভালোবাসা দুইই আছে। একই সঙ্গে তিনি বলেন, ‘আমি ওঁর ব্যান্ডে ওঁর বেসিস্ট হিসেবে সাড়ে ৮ বছর কাজ করেছি। ৫ বছর আগে আমি আমেরিকা চলে যাই এবং ওখানে একাধিক পপ শিল্পীর সঙ্গে কাজ শুরু করি। আমার নিজের ব্যান্ড ও সঙ্গীত আছে যা সঙ্গে করে আমি ট্যুর করি। যাই হোক, সংক্ষেপে বললে, দয়ালু হোন এবং আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। এটা ব্য়ক্তিগত বিষয় এবং এটি যন্ত্রণাদায়ক। তাই অনুরোধ একটু দয়ালু হোন।’ ভিডিয়োর ক্যাপশনে তিনি উল্লেখ করেন যে আবেগঘন বিষয়েও মানুষের সহানুভূতির অভাব স্পষ্ট।

মোহিনী তাঁর ভিডিও এই বলে শেষ করেন, মিডিয়া/প্যাপস বুঝতে পারে না যে এটি মানুষের মন এবং জীবনের ওপর কী প্রভাব ফেলে। সংবেদনশীল হন। আমি কাউকে কোনো ব্যাখ্যা দিতে বাধ্য নই, তবে আমি চাই না যে এটি আমার দৈনিক জীবনকে ব্যাহত করুক এগুলো। তাই দয়া করে থামুন। দয়া করে মিথ্যা খবর ছড়াবেন না এবং আমাদের গোপনীয়তাকে সম্মান করুন। প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর এআর রহমান ও সায়রা বানু তাঁদের ২৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানার কথা ঘোষণা করেন। একই সঙ্গে মোহিনী দে তাঁর স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে ডিভোর্সের কথাও ঘোষণা করেন। আর তারপর থেকেই শিল্পীর সঙ্গে নাম জড়িয়ে পড়ে এই বাঙালি কন্যার। যদিও শিল্পীর পাশে দাঁড়িয়েছেন তাঁর তিন সন্তান ও প্রাক্তন স্ত্রী সায়রা। এআর রহমান ইতিমধ্যেই এই ধরনের গুজব রটানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছেন। 

আরও পড়ুন

TAGS:
Advertisement