
সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের চেয়ার খালি রেখেই শনিবার হয়ে গেল 'বেলাশুরু'-র ট্রেলার লঞ্চ। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত 'বেলাশুরু'-র ট্রলার মুক্তি পেল আজ। আগামী ২০ মে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা। উপস্থিত ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসুও। শুধু ফাঁকা রইল সৌমিত্র ও স্বাতীলেখার আসন। চোখের কোণায় জল নিয়েই হল ট্রেলার লঞ্চ।
দীর্ঘ সময় অপেক্ষার পর ছবি মুক্তি
২০১৫-তে মুক্তি পেয়েছিল নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত 'বেলাশেষে' ছবিটি। 'বেলাশুরু' ছবির শুটিং হয়ে গেলেও, করোনা মহামারীর কারণে বিলম্ব ঘটে, প্রায় আড়াই বছর পর ছবিটি মুক্তি পেতে চলেছে। ছবিতে অভিনয়ে দেখা যাবে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তকে। এছাড়াও, রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, খরাজ বন্দ্যোপাধ্যায়, মনামী ঘোষ, শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রানী দত্ত, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায়কে।
ছবির গান
এই ছবির গানের সুরকার শিল্পী অনুপম রায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। 'টাপা টিনি', 'সোহাগে আদরে', 'বেলাশুরু' গানগুলি ইতিমধ্যে সুপার হিট। বিশেষ করে টাপা টিনি খুবই জনপ্রিয়তা পেয়েছে। দেশে বিদেশে মানুষের মুখে মুখে ঘুরছে গানটি।
ছবির ট্রেলার
ছবির বিষয়বস্তু
বিশ্বনাথ মজুমদার ও তাঁর স্ত্রী আরতি মজুমদারের সম্পর্ক ও তাঁর পরিবার- প্রতিটি সম্পর্কের টানাপোড়েন, জটিলতা ও গুরুত্বের ওপর চিত্রায়িত হয়েছে ছবিটি। ছবিটি মুক্তির আগেই প্রধান দুটি মানুষের মৃত্যুতে মন ভারাক্রান্ত কলাকুশলীদের। ছবি মুক্তি পেলে প্রয়াত সৌমিত্র-স্বাতীলেখাকে দেখা যাবে বড় পর্দায়, ট্রেলার লঞ্চের দিনও তাঁদেরই স্মরণ করেন কলাকুশলীরা, আবেগপ্রবণ হয়ে পড়েন সৌমিত্র কন্যা পৌলমী। অপেক্ষা এখন ছবি মুক্তির।