Joy Mukherjee: চুপিসারে বিয়ে করে নিলেন সায়ন্তিকার 'প্রাক্তন', জয়ের স্ত্রীকে চেনেন?

Joy Mukherjee: টলিপাড়ায় এখন বিয়ের ধুম। কোন সেলেব কখন কোন ফাঁকে বিয়ে করে নিচ্ছেন বোঝাই যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় ফটো দিতেই বোঝা যাচ্ছে, এই অভিনেতা বা অভিনেত্রী বিয়ে করে নিয়েছেন। সেরকমই চুপিসারে বিয়ে করে নিলেন অভিনেত্রী তথা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন প্রেমিক তথা অভিনেতা জয় মুখোপাধ্যায়।

Advertisement
চুপিসারে বিয়ে করে নিলেন সায়ন্তিকার 'প্রাক্তন', জয়ের স্ত্রীকে চেনেন?বিয়ে করলেন জয় মুখোপাধ্যায়
হাইলাইটস
  • শনিবার বারাসাতের একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল বিবাহবাসর।

টলিপাড়ায় এখন বিয়ের ধুম। কোন সেলেব কখন কোন ফাঁকে বিয়ে করে নিচ্ছেন বোঝাই যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় ফটো দিতেই বোঝা যাচ্ছে, এই অভিনেতা বা অভিনেত্রী বিয়ে করে নিয়েছেন। সেরকমই চুপিসারে বিয়ে করে নিলেন অভিনেত্রী তথা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন প্রেমিক তথা অভিনেতা জয় মুখোপাধ্যায়। পাত্রী ইন্ডাস্ট্রির কেউ নন। অলিভিয়া ভট্টাচার্যর পেশা একবারে অন্য। শনিবারই বারাসাতে বিয়ে সারেন জয় ও অলিভিয়া। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দিতেই অবাক সকলে। 

শনিবার বারাসাতের একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল বিবাহবাসর। জয় পরেছিলেন সাদা পাঞ্জাবি ও লাল চিকনের ধুতি আর অলিভিয় লাল বেনারসীতে একেবারে সাবেকি সাজে ধরা দিলেন। জানা গিয়েছে, প্রেম করে নয়, দেখাশোনা করেই বিয়ে করেছেন জয়। এক সংবাদমাধ্যমের কাছে জয় জানিয়েছেন যে তাঁর স্ত্রী রূপোলি পর্দার সঙ্গে যুক্ত নন। তিনি বারাসাতের মেয়ে। পড়াশোনা করেছেন ব্যারাকপুর আর্মি পাবলিক স্কুলে। এরপর উচ্চশিক্ষা নেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। অলিভিয়া জেলা আদালতের বিচারক। এই মুহূর্তে তিনি মেদিনীপুরে কর্তব্যরত।

জয়ের সঙ্গে অলিভিয়ার পরিচয় অভিনেতার মায়ের মাধ্যমে। এরপর একবছর সম্পর্কে থাকার পরই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার জয়ের উত্তরপাড়ার বাড়িতে রিসেপশন হবে। তবে ইন্ডাস্ট্রির সকলকে নিয়ে খুব শীঘ্রই এক অনুষ্ঠান করার কথা রয়েছে। জয় জানিয়েছেন যে ফেব্রুয়ারি থেকে ‘সিসিএল’ (সেলিব্রিটি ক্রিকেট লিগ) শুরু হবে। মাঝে অষ্টমঙ্গলাও আছে। তবে এর মাঝে সময় পেলে কো-সামুইতে হানিমুনে যেতে পারেন জয়-অলিভিয়া। 

বহুদিন ধরেই টলিউডে ফেরার চেষ্টা করছিলেন অভিনেতা। তাঁকে ঘিরে বিতর্ক কম নেই। বিয়ায়ক-অভিনেত্রী সায়ন্তিকার সঙ্গে বেশ অনেকদিনের প্রেমপর্ব ছিল জয়ের। কিন্তু হঠাৎই তা ভেঙে যায় এবং সায়ন্তিকা সেই সময় অভিযোগ করেছিলেন যে জয় নাকি প্রকাশ্য রাস্তায় তাঁর সঙ্গে ঝামেলা করে। এখানেই শেষ নয়, জিয়ন কাঠি সিরিয়াল করার সময় প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে শুটিং ফ্লোরে চড় মারারও অভিযোগ ওঠে জয়ের বিরুদ্ধে।  ফলস্বরূপ ‘জিয়নকাঠি’ ধারাবাহিক থেকে বাদ পড়েছিলেন। ব্যান করা হয়েছিল তাঁকে দীর্ঘসময়। শোনা যায়, মাথা গরম থাকার কারণেই নাকি আজকাল আর টলিউডে সেরকম কাজ পান না।

Advertisement

আড়াই বছর আগে ‘বিক্রম বেতাল’ ধারাবাহিকে দেখা গিয়েছিল জয়কে। মাঝে বাংলাদেশের ‘রঙ্গনা’ নামের একটি সিনেমাতেও কাজ করেন জয়। ২০০৯ সালে ‘লক্ষ্যভেদ’ ছবির মাধ্যমে টলিউডে পা রাখেন জয়। তার পর ‘টার্গেট’, ‘মনে পড়ে আজও সেই দিন’, ‘অস্ত্র’ ছবিতে অভিনয় করেছেন। বড় পর্দায় জয়ের শেষ কাজ ছিল ‘আমি যে কে তোমার’। যা মুক্তি পায় ২০০৭ সালে। সম্প্রতি ‘শ্রীদুর্গা’ ছবির শুটিং সেরেছেন জয়। নতুন কাজ নিয়েও তাঁর কথাবার্তা চলছে।   

POST A COMMENT
Advertisement