Tollywood Gossip: আবার পর্দায় মিঠুন-শাশ্বত জুটি? 'শাস্ত্রী'র পর জল্পনা শুরু

Tollywood Gossip: অভিনেতা হিসাবে দুজনকেই দাপুটে বলাই চলে। দুজনেই টলিউড ও বলিউড দু জায়গাতেই নিজেদের অভিনয়ের ছাপ ফেলেছেন। সেই দুই অভিনেতা মিঠুন চক্রবর্তী ও শাশ্বত চট্টোপাধ্যায় ধরা দিলেন একফ্রেমে।

Advertisement
আবার পর্দায় মিঠুন-শাশ্বত জুটি? 'শাস্ত্রী'র পর জল্পনা শুরুমিঠুনের বাড়িতে শাশ্বত
হাইলাইটস
  • অভিনেতা হিসাবে দুজনকেই দাপুটে বলাই চলে।

অভিনেতা হিসাবে দুজনকেই দাপুটে বলাই চলে। দুজনেই টলিউড ও বলিউড দু জায়গাতেই নিজেদের অভিনয়ের ছাপ ফেলেছেন। সেই দুই অভিনেতা মিঠুন চক্রবর্তী ও শাশ্বত চট্টোপাধ্যায় ধরা দিলেন একফ্রেমে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছেন শাশ্বত নিজেই। আর এরপর থেকেই জল্পনা চলছে যে তাঁরা হয়ত একসঙ্গে সিনেমা করবেন। গত বছর এই দুই অভিনেতাকে নিয়ে চর্চা কম হয়নি। তবে কি সত্যিই শাশ্বত-মিঠুনকে একসঙ্গে দেখা যেতে পারে কোনও সিনেমায়?

আসলে রবিবার সকালে শাশ্বত তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে মাঝখানে বসে রয়েছেন মিঠুন চক্রবর্তী আর অভিনেতার একপাশে রয়েছেন শাশ্বত এবং আর একপাশে অভিনেতার ছোট ছেলে নমশি চক্রবর্তী। এই ছবি পোস্ট করে শাশ্বত লেখেন, বাঘ এবং বাঘের বাচ্চা। এই ছবি পোস্ট হতেই নেটিজেনদের একাংশ ধরেই নিয়েছেন যে তাঁরা একসঙ্গে কোনও ছবিতে কাজ করছেন। তবে এরকমটা যে কিছুই নয় তা স্পষ্ট করেছেন শাশ্বত নিজেই। 

শাশ্বত এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তিনি মুম্বইতে ছিলেন গত সপ্তাহে। সেখানে শ্যুটিংয়ের কাজের ব্যস্ততার মধ্যেই মিঠুনের তরফ থেকে তাঁর বাড়িতে নৈশভোজ করার আমন্ত্রণ আসে। অভিনেতা বলেন, মিঠুনার বাড়ির খুব কাছেই ছিল শ্যুটিং। তাই দাদা একদিন চলে আসতে বলেন। মিঠুনের সঙ্গে যেমন শাশ্বতের যোগাযোগ রয়েছে, তেমনই রয়েছে নমশির সঙ্গেও। কারণ নমশির প্রথম ছবি ‘ব্যাড বয়’তে অভিনয় করেছিলেন শাশ্বত।

শাশ্বত জানিয়েছেন যে মিঠুনদার পরিবারের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। অভিনেতার বাড়িতে তাঁর স্ত্রী যোগিতা বালী, বড়ছেলে মিমো ও তাঁর স্ত্রীও ছিলেন। সকলে মিলে আড্ডা দিয়েছেন বলেই জানিয়েছেন শাশ্বত। গত বছর শাস্ত্রী ছবিতে শাশ্বত ও মিঠুনকে দেখা গিয়েছিল একসঙ্গে কাজ করতে। মুম্বইয়ে দু’জন কি নতুন কোনও শুটিং করছেন? প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও, বিষয়টা এড়িয়েও যাননি শাশ্বত। অভিনেতা জানিয়েছেন যে তিনি নির্মাতাদের অনুমতি ছাড়া এ প্রসঙ্গে কোনও কথাই বলবেন না। বলিউডে সম্প্রতি খাকি ২ ওয়েব সিরিজের ডাবিং শেষ করেছেন শাশ্বত। গত বছর ভানু পেল লটারি ছবিতে শাশ্বতর অভিনয় সকলকে মুগ্ধ করেছে। ঝুলিতে একের পর এক প্রজেক্ট রয়েছে।   

Advertisement

POST A COMMENT
Advertisement