Shaheb Bhattacherjee: VIRAL হওয়া নগ্ন ভিডিও নিয়ে মুখ খুললেন সাহেব, কী বলছেন? পুলিশেরও দ্বারস্থ

Shaheb Bhattacherjee: বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া সরগরম সাহেবের এক ভিডিওকে নিয়ে। যেখানে অভিনেতাকে আপত্তিজনক অবস্থায় দেখা গিয়েছে বলে, অনেক নেটিজেনই দাবি করেছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে কেউই দেখেননি।

Advertisement
VIRAL হওয়া নগ্ন ভিডিও নিয়ে মুখ খুললেন সাহেব, কী বলছেন? পুলিশেরও দ্বারস্থসাহেব ভট্টাচার্য
হাইলাইটস
  • টলিপাড়ায় অত্যন্ত জনপ্রিয় মুখ সাহেব ভট্টাচার্য।

টলিপাড়ায় অত্যন্ত জনপ্রিয় মুখ সাহেব ভট্টাচার্য। তাঁর পারিবারিক সম্মানও রীতিমতো আন্তর্জাতিক স্তরে। বাবা সুব্রত ভট্টাচার্য ও সাহেবের বোনের স্বামী সুনীল ছেত্রীকে ফুটমল মহলে কে না চেনেন। যদিও অভিনয় জগতে সাহেব নিজের পরিচিতি গড়েছে নিজের দক্ষতায়। অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কেচ্ছা-কেলেঙ্কারি প্রায়ই হয়ে থাকে। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া সরগরম সাহেবের এক ভিডিওকে নিয়ে। যেখানে অভিনেতাকে আপত্তিজনক অবস্থায় দেখা গিয়েছে বলে, অনেক নেটিজেনই দাবি করেছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে কেউই দেখেননি। এটা আদৌও সাহেব নিজে না তাঁর মুখ বসিয়ে এটা করানো হয়েছে নাকি পুরোটাই AI-এর কারসাজি, তা জানা যায়নি। আর এটা নিয়ে মুখ খুলতেও দেখা যায়নি স্বয়ং অভিনেতাকে। তবে এই প্রথমবার নিজের ভাইরাল ভিডিও নিয়ে সরব হলেন সাহেব।

সংবাদমাধ্যমে সাহেব দাবি করেছেন AI দিয়ে নির্মিত এই ভিডিও তৈরি করে তাঁকে বিপদে ফেলতে চাইছে কেউ বা কারা। সেই ব্যাপারে তিনি পুলিশের সঙ্গে যোগাযোগও করেছেন। অভিনেতার কথায়, 'ইদানিং একটা ভাইরাল ভিডিও নিয়ে আমায় সকলেই ফোন করছেন। কিন্তু আমি কোনওদিনই সস্তার পাবলিসিটিতে বিশ্বাস করি না। দীর্ঘদিন ধরে কাজ করেছি। আমার কোনও বদনাম নেই, কোনও পুলিশ কেস নেই, কোনও রাজনৈতিক দলের খুঁটি ধরে চলি না। আমি একাগ্রতার সঙ্গে কাজ করে বাড়ি চলে যাই। ইদানীং ভালো কাজ করলে, যেমন অনেক মানুষের আশীর্বাদ থাকে, তেমনই অনেকের হিংসা, ক্ষোভের মুখে পড়তে হয়। তেমনই একটা ভিডিও, যেটা এআই দিয়ে তৈরি করা, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর কথা হয়েছে। সেটা নিয়ে এত দিন কথা বলিনি, কারণ সাইবার সেলের সঙ্গে কথা চলছিল। প্রচুর অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। দোষীদের খুব তাড়াতাড়ি ধরা হবে।'

সাহেব ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের সঙ্গে কথাবার্তা বলছেন। তাই এই নিয়ে তিনি এতদিন কোনও কিছুই বলেননি। অভিনেতা জানিয়েছেন যে একজন যখন ভাল কাজ করে তখন তাঁর সঙ্গে এরকম কিছু ঘটতে থাকে। তবে এসব করে লাভ হবে না। আমার কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবন -কোথাওএতটুকুও ছাপ ফেলেনি এই ঘটনা। সাহেব আশাবাদী এই ভাইরাল ভিডিও যারা বা যে তৈরি করেছে তারা খুব শীঘ্রই ধরা পড়বে এবং অপরাধীরা শাস্তি পাবে। সাহেব ইতিমধ্যেই দুবার লালবাজারে গিয়েছেন।

Advertisement

এই মুহূর্তে সাহেবকে কথা সিরিয়ালে দেখা যাচ্ছে। প্রথমবার সিরিয়ালে কাজ করছেন অভিনেতা। বিপরীতে ছোটপর্দার চেনা মুখ সুস্মিতা দে। টেলি ইন্ডাস্ট্রিতে, সাহেব ও সুস্মিতার সম্পর্ক নিয়েও গুঞ্জন শোনা যায় হামেশাই। কিন্তু এইসব নিয়ে ভাবতে রাজি নন সাহেব বা সুস্মিতা দুজনের কেউই।

POST A COMMENT
Advertisement