Shaheb Bhattacherjee: শ্যুটিং সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, এখন কেমন আছেন সাহেব?

Shaheb Bhattacherjee: অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের সঙ্গে ভরসন্ধ্যায় হেনস্থার ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার আরও এক অভিনেতার দুর্ঘটনার খবর সামনে এল। গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। শুক্রবার রাত ১০.৩০টা নাগাদ 'কথা' ধারাবাহিকের শুটিং থেকে বাড়ি ফিরছিলেন সাহেব। বুক করেছিলেন অ্যাপ ক্যাব।

Advertisement
শ্যুটিং সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, এখন কেমন আছেন সাহেব?সাহেব ভট্টাচার্য
হাইলাইটস
  • শনিবার আরও এক অভিনেতার দুর্ঘটনার খবর সামনে এল।

অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের সঙ্গে ভরসন্ধ্যায় হেনস্থার ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার আরও এক অভিনেতার দুর্ঘটনার খবর সামনে এল। গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। শুক্রবার রাত ১০.৩০টা নাগাদ 'কথা' ধারাবাহিকের শুটিং থেকে বাড়ি ফিরছিলেন সাহেব। বুক করেছিলেন অ্যাপ ক্যাব। সাহেবের দাবি, চালক নাকি বেলাগাম হয়ে গাড়ি চালাচ্ছিলেন। জেমস লং সরণিতে গাড়ি ওভারটেক করতে গিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে গাড়ির। মুহূর্তে উল্টে যায়।

এই দুর্ঘটনায় সাহেব ভাল আছেন। তবে তাঁর সহকারী গুরুতর চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর হাতে কাঁচ ঢুকে যায়। এক সংবাদমাধ্যমকে সাহেব জানিয়েছেন যে এই দুর্ঘটনার আতঙ্ক এখনও তিনি ভুলতে পারেননি। গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত অবস্থাতেই এগিয়ে যেতে থাকে। সাহেবকে গাড়ির দরজা ভেঙে বের করা হয়। জানা গিয়েছে, সাহেবকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সাহেব জানালেন, দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে স্থানীয় পুলিশ পৌঁছয়। তাঁর অনুমান, চালককেও গ্রেফতার করা হয়েছে।

সাহেব জানিয়েছেন যে তিনি নিজে কোনও অভিযোগ জানাননি। সংবাদমাধ্যমকে সাহেব জানান যে তাঁর অনুমান ক্যাবের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রাই তাঁকে সাহায্য করেন। তিনি তাঁর ফোন, শ্যুটিংয়ের ব্যাগ কিছুই খুঁজে পাচ্ছিলেন না। স্থানীয়রা সেইসব খুঁজে দিতে সাহায্য করছেন। তবে এই দুর্ঘটনার পর বেশ আতঙ্কে রয়েছেন সাহেব। 

বেশ কিছু বছর আগে এমনই এক দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল সাহেবের প্রেমিকা তথা মডেল সোনিকা চৌহানের। ২০১৭ সালের ২৯ এপ্রিল ঘটনাটি ঘটেছিল। সোনিকার সঙ্গে সেদিন গাড়িতে ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্য়ায়। বিক্রম প্রাণে বাঁচলেও, ঘটনাস্থলেই মারা যান সোনিকা। সাহেবকে এখন দেখা যাচ্ছে কথা সিরিয়ালে, সুস্মিতা দে-এর বিপরীতে। 

POST A COMMENT
Advertisement