Tollywood Movie: ছিঁড়ে ফেলা হলো ‘অমর সঙ্গী’র পোস্টার, কারা করল এই কাজ? যা বললেন বিক্রম

Tollywood Movie: নতুন বছরেই আসছে একগুচ্ছ বাংলা ছবি। যার মধ্যে কিছু ছবি মুক্তি পেয়ে গিয়েছে আর কিছু ছবি মুক্তির অপেক্ষায়। সেরকমই এক ছবি হল 'অমর সঙ্গী', যেখানে অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার। গল্পে দেখা যাবে অদ্ভুতুড়ে অমর প্রেম।

Advertisement
ছিঁড়ে ফেলা হলো ‘অমর সঙ্গী’র পোস্টার, কারা করল এই কাজ? যা বললেন বিক্রমছিঁড়ে ফেলা হল অমর সঙ্গীর পোস্টার
হাইলাইটস
  • শহরজুড়ে পড়েছে অমর সঙ্গীর পোস্টার।

নতুন বছরেই আসছে একগুচ্ছ বাংলা ছবি। যার মধ্যে কিছু ছবি মুক্তি পেয়ে গিয়েছে আর কিছু ছবি মুক্তির অপেক্ষায়। সেরকমই এক ছবি হল 'অমর সঙ্গী', যেখানে অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার। গল্পে দেখা যাবে অদ্ভুতুড়ে অমর প্রেম। ছবির ট্রেলারও যথেষ্ট সাড়া ফেলেছে। আগমী ৩১ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। তার আগে শহরজুড়ে পড়েছে অমর সঙ্গীর পোস্টার। যেরকমটা বাকি সিনেমার প্রচারের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু মুক্তির মাত্র ৫ দিনের মাথাতেই ঘটে গেল অঘটন। অমর সঙ্গীর পোস্টার ছিঁড়ে ফেলা হল। আর এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিস্ময় প্রকাশ করেছেন বিক্রম। 

আসলে পোস্টার লাগানোর পর প্রযোজক, টিমের বাকি লোক এবং বিক্রম নিজে দেখতে বোরোন, যেখানে পোস্টার লাগানো হয়েছে সেগুলো ঠিক আছে কিনা। রাতে রাস্তায় বেরিয়ে এইসব নজরে আসে সকলের। এই দৃশ্য দেখে বিক্রম রীতিমতো হতাশ হয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমাদের অনেকটা রক্ত, ঘাম মিশে আছে এই সিনেমার নির্মাণের সঙ্গে, হয়তো বেশ কিছুটা স্বপ্নও। সিনেমার প্রচারের জন্য কয়েক লক্ষ টাকা খরচ করে সিনেমার প্রযোজক কয়েক হাজার পোস্টার ছাপিয়েছেন, কলকাতা শঙরের নানান জায়গার অংশে। অথচ তার বেশ কিছু জায়গায় এই দৃশ্য। অভিনেতা আরও বলেন, অদ্ভুতভাবে শুধু আমাদের পোস্টারগুলো নির্মমভাবে ছিঁড়ে রাস্তায় ফেলা হয়েছে, পোস্টার ফেলার প্রথমদিনের মধ্যে।

এক সংবাদমাধ্যমের কাছে অভিনেতা তাঁর ক্ষোভ উগরে দিয়ে বলেছেন যে একই দিনে আরও ছবি মুক্তি পাচ্ছে। সেই ছবির পোস্টার থাকলেও তাঁদের ছবির পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। তবে কে বা কারা এটা করেছে সেই বিষয়ে নায়ক কিছু বলতে পারেননি। কিন্তু এই ধরনের ঘটনা তাঁদের মনকে একটু হলেও দমিয়ে দেয়। জানা গিয়েছে, চেন্নাই থেকে পোস্টার বানিয়ে নিয়ে আসা হয়েছে কলকাতায় তাই নতুন করে তা করা সম্ভব নয়। এক দিকে বাংলা ছবির পাশে দাঁড়ানোর আর্তি, অন্য দিকে ছবি মুক্তির পাঁচ দিন আগে এই কাণ্ড। 

Advertisement

অমর সঙ্গী ছবির প্রচার শুরু হয়ে গিয়েছে জোর কদমে। এক অন্য ভালোবাসার গল্প দর্শকদের উপহার দেবেন বিক্রম-সোহিনী। লেক গার্ডেন্স সহ দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গায় পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিক্রম দর্শকদের ৩১ জানুয়ারি সিনেমা হলে গিয়ে এই ছবি দেখার অনুরোধ করেছেন। 

POST A COMMENT
Advertisement