Yash-Nusrat: হঠাৎ করে বালাজি দর্শনে যশ-নুসরত, পুজো দিলেন তিরুপতিতে

Yash-Nusrat: পরনে সোনালি ও ঘিয়ে রঙের শাড়ি, সঙ্গে ম্যাচিং সোনালি রঙের ব্লাউজ, মাথায় সিঁদুর। এরকমই স্নিগ্ধ সাজে ধরা দিলেন নুসরত জাহান। অপরদিকে, যশ পরেছেন একদম সাদা রঙের পায়জামা-পাঞ্জাবী। কিন্তু এই জুটি হঠাৎ করে গেলেন কোথায়?

Advertisement
হঠাৎ করে বালাজি দর্শনে যশ-নুসরত, পুজো দিলেন তিরুপতিতেনুসরত-যশ
হাইলাইটস
  • আসলে যশ-নুসরতের নতুন ছবি আসছে।

পরনে সোনালি ও ঘিয়ে রঙের শাড়ি, সঙ্গে ম্যাচিং সোনালি রঙের ব্লাউজ, মাথায় সিঁদুর। এরকমই স্নিগ্ধ সাজে ধরা দিলেন নুসরত জাহান। অপরদিকে, যশ পরেছেন একদম সাদা রঙের পায়জামা-পাঞ্জাবী। কিন্তু এই জুটি হঠাৎ করে গেলেন কোথায়? নুসরত ও যশ দুজনেই যে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, সেখানে তাঁদের অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে দেখা গিয়েছে। কিন্তু হঠাৎ করে তিরুপতি গেলেন কেন এই দম্পতি। 

আসলে যশ-নুসরতের নতুন ছবি আসছে। ডিসেম্বরেই তাঁদের আড়ি ছবির শ্যুটিং শুরু হতে চলেছে। তার আগে অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরে পুজো দিলেন দম্পতি। বুধবার সকালে তিরুপতি মন্দিরে দম্পতির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একটি ছবিতে দেখা গিয়েছে, তিরুপতি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন যশ-নুসরত। তাঁদের হাতে আড়ি ছবির চিত্রনাট্য। পুজো দেওয়ার জন্য নুসরতের পরনে রয়েছে ঘিয়েরঙা শাড়ি। অন্য দিকে যশের পরনে সাদা পাঞ্জাবি এবং দক্ষিণী সোনালি পাড় সাদা ধুতি, সঙ্গে মানানসই উত্তরীয়। অন্য একটি ছবিতে দু’জনকে একসঙ্গে প্রদীপ প্রজ্জ্বলন করতেও দেখা গিয়েছে। 

নুসরত এক সংবাদমধ্যমকে জানিয়েছেন নতুন ছবি শুরু করার আগে তাঁরা বালাজি দর্শনে আসেন। এখানে এসে আশীর্বাদ নিয়ে যান। গত কয়েক বছরে বাংলায় মূল ধারার বাণিজ্যিক ছবি কোণঠাসা। সেখানে ‘সেন্টিমেন্টাল’-এর মাধ্যমে বাণিজ্যিক ছবিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন যশ এবং নুসরত। অপরদিকে, নুসরতকেও সেভাবে বাংলা ছবিতে খুব একটা অভিনয় করতে দেখা যায়নি। এ বার জুটির পরবর্তী ছবি ‘আড়ি’তে থাকছেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। মা ও ছেলের সম্পর্কের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে দর্শক যশ-নুসরতকে নতুন ভাবে আবিষ্কার করবেন। 

সূত্রের খবর, সোমবার তিরুপতিতে পৌঁছন যশ-নুসরত। ‘আড়ি’ ছবিটি নিয়ে প্রযোজক হিসাবে তাঁরা কোনও ফাঁক রাখতে চাইছেন না। তাই শুভ কাজের আগে তিরুপতি বালাজির দর্শনে পৌঁছে গিয়েছেন তাঁরা। বুধবারই দম্পতির কলকাতা ফেরার কথা। আড়ি ছবিটি যশ-নুসরতের প্রযোজনা সংস্থার দ্বিতীয় ছবি। এর আগে সেন্টিমেন্টাল ছবিটি বক্স অফিসে অসফল হয়েছিল।    

Advertisement

POST A COMMENT
Advertisement