Nilanjana Sharma-Maha Kumbha 2025: জন্মদিনের দিন মহাকুম্ভে নীলাঞ্জনা, করবেন পুণ্যস্নানও

Nilanjana Sharma-Maha Kumbha 2025: গত বছর থেকেই নীলাঞ্জনা শর্মার জীবনে আমূল বদল ঘটে গিয়েছে। দীর্ঘদিনের সাংসারিক জীবনে চিড় ধরেছে। স্বামী যিশু সেনগুপ্তর সঙ্গে এখন অভিনেত্রী-প্রযোজক আর এক ছাদের তলাতেও থাকেন না। সারা ও জারা দুই মেয়েকে নিয়েই নীলাঞ্জনার এখন সুখের সংসার বলা চলে।

Advertisement
জন্মদিনের দিন মহাকুম্ভে নীলাঞ্জনা, করবেন পুণ্যস্নানও নীলাঞ্জনা শর্মা
হাইলাইটস
  • গত বছর থেকেই নীলাঞ্জনা শর্মার জীবনে আমূল বদল ঘটে গিয়েছে।

গত বছর থেকেই নীলাঞ্জনা শর্মার জীবনে আমূল বদল ঘটে গিয়েছে। দীর্ঘদিনের সাংসারিক জীবনে চিড় ধরেছে। স্বামী যিশু সেনগুপ্তর সঙ্গে এখন অভিনেত্রী-প্রযোজক আর এক ছাদের তলাতেও থাকেন না। সারা ও জারা দুই মেয়েকে নিয়েই নীলাঞ্জনার এখন সুখের সংসার বলা চলে। এই বছর যিশুকে ছাড়াই জন্মদিন পালন করলেন নীলাঞ্জনা। দুই মেয়ে ও অসংখ্য গুণমুগ্ধদের শুভেচ্ছা নিয়ে জন্মদিন কাটালেন নীলাঞ্জনা। আর বাড়তি পাওনা জন্মদিনের দিন মহাকুম্ভে পাড়ি দিলেন তিনি। 

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ছিল নীলাঞ্জনার জন্মদিন। আর বৃহস্পতিবার মধ্যরাত থেকেই তা সেলিব্রেট হয়েছে এলাহিভাবে। বৃহস্পতিবার রাতে দুই মেয়েকে নিয়ে জন্মদিন কাটানোর পর শুক্রবার কুম্ভের উদ্দেশ্যে রওনা দেন নীলাঞ্জনা। তবে এই সফরে তিনি একাই গিয়েছেন। সঙ্গী বলতে নিউ ইয়র্ক থেকে আসা তাঁর জেঠু ও দাদা। তাঁরাই সব পরিকল্পনা করেন মহাকুম্ভে যাওয়ার। আর নীলাঞ্জনার জন্মদিনেই এই সুযোগ চলে আসায় কিছুতেই তা হাতছাড়া করতে চাননি। জন্মদিনের সন্ধ্যায় প্রয়াগরাজে পৌঁছেছেন নীলাঞ্জনা। সেখানে থাকবেন দু’দিন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

জন্মদিনে দুই মেয়ে কী দিল? এক সংবাদমাধ্যমকে নীলাঞ্জনা জানিয়েছেন তাঁর ছোট কন্যা জারা বেকিং খুব ভাল করে। সে মায়ের জন্য কাপ কেক বানিয়েছিলেন। আর সারা এখন রোজগার করছেন তাই নিজের প্রথম ডেবিট কার্ড দিয়ে মায়ের জন্য একটি কার্ড আর ফুল কিনেছে। মা হিসাবে নীলাঞ্জনার কাছে এটা বড় পাওনা। এক সংবাদমাধ্যমকে নীলাঞ্জনা জানিয়েছেন যে তিনি কুম্ভ থেকে বারাণসী যাবেন তিনি। আগামী ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি। বিশেষ দিনটি বারাণসীতেই কাটাবেন নীলাঞ্জনা। তারপর কলকাতায় ফিরবেন। 

এই মুহূর্তে যিশু ও নীলাঞ্জনার গোটা বিষয়টি আইনত জটিলতায় রয়েছে। নীলাঞ্জনা ও দুই মেয়ে থাকছেন নতুন ফ্ল্যাটে আর যিশু আপাতত ফিরে গিয়েছেন তাঁর পুরনো বাড়িতে। প্রকাশ্যে দুজনেই এই নিয়ে কোনও মন্তব্য আজও করেননি। তবে নীলাঞ্জনার কিছু কিছু পোস্টে বোঝা যায় তিনি কতটা কষ্টে রয়েছেন। প্রযোজনা সংস্থাটিও নীলাঞ্জনা একাই চালাচ্ছেন। যিশু নিজের কেরিয়ারে মনোযোগ দিয়েছেন। টলিউড ও বলিউডের বেশ কিছু প্রজেক্ট রয়েছে তাঁর হাতে। 

Advertisement

POST A COMMENT
Advertisement